বার্তা বিভাগ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 26 Jan 2023 12:57:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বার্তা বিভাগ – MS TV https://mstvbd.com 32 32 কসবায় সীমান্তবর্তী শীতার্তদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ https://mstvbd.com/?p=7765 https://mstvbd.com/?p=7765#respond Thu, 26 Jan 2023 12:57:20 +0000 https://mstvbd.com/?p=7765 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর বিজিবি ক্যাম্প জোনের আওতাধীন সীমান্তবর্তী এলাকার শীতার্থ প্রতিবন্ধী গরিব ও দুস্থদের মাঝে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষ থেকে শীতশীতবস্ত্র বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার কায়েমপ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় ২’শ জনেও বেশি মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় সুলতানপুর ব্যাটেলিয়ান অধিনায়ক (৬০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ (পিএসসি), উপ অধিনায়ক মেজর মোঃ এহসানুল হুদা,কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি, মঈনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামাল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7765 0
কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক https://mstvbd.com/?p=7760 https://mstvbd.com/?p=7760#respond Wed, 18 Jan 2023 17:14:02 +0000 https://mstvbd.com/?p=7760 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু ইউসুফ ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনাব আবু ইউসুফ ভূঁইয়া, প্রধান শিক্ষক, পৌর উচ্চবিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, আহবায়ক, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক তিন বারের সাধারণ সম্পাদক, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক কমিশনার, বাংলাদেশ স্কাউট কসবা উপজেলা শাখা, সাবেক শিক্ষক পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়, সাবেক দুই বারের ম্যানেজিং কমিটির সদস্য পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়। তিনি কসবা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

আজ সন্ধা ৬:১৫ মিনিটে, কুমিল্লা সি,ডি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7760 0
ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীর গলা ও হাত-পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা https://mstvbd.com/?p=7756 https://mstvbd.com/?p=7756#respond Thu, 12 Jan 2023 09:45:05 +0000 https://mstvbd.com/?p=7756 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়া শহরে সামিয়া (১৫) নামে এক কিশোরীর ঘরে ঢুকে দুই হাত ও দুই পায়ের রগ এবং গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামের রাশেদ মিয়ার মেয়ে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতেন।

ভুক্তভোগীর পরিবার ও হাসপাতালে বরাতে জানা যায়, সামিয়ার বোন সকালে সামিয়া ও তার এক ভাগ্নিকে বাড়িতে রেখে বাজারে যান। সানিয়াকে ঘরে রেখে তার ভাগ্নি ছাদে যায়। এর কিছুক্ষণ পরই সামিয়ার চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা দৌড়ে তার কক্ষে যান। সেখানে গিয়ে তারা দেখেন সামিয়া মেঝেতে পড়ে ছটফট করে কান্না করছে। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) সহ পুলিশের একটি দল।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, ওই কিশোরীকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখান থেকে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। তবে সে আশংকামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, খবর পেয়ে ওসি স্যারসহ আমরা হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। হামলাকারীকে তারা কাউ দেখেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটিয়েছে। আশা করছি, তদন্তে ঘটনার রহস্য উদঘাটিত হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7756 0
এমন কোনো শক্তি তৈরি হয়নি সরকারকে উৎখাত করতে পারে: প্রধানমন্ত্রী https://mstvbd.com/?p=7752 https://mstvbd.com/?p=7752#respond Wed, 11 Jan 2023 15:12:18 +0000 https://mstvbd.com/?p=7752 ...বিস্তারিত পড়ুন]]> প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সরকারে যখন আছি, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। দেশে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। আওয়ামী লীগ ক্ষমতা দখলকারী কোনো মিলিটারি ডিক্টেটরের (সামরিক একনায়ক) পকেট থেকে জন্ম নেয়নি। আওয়ামী লীগের জন্ম এদেশের মাটি ও মানুষ থেকে। কাজেই আমাদের শিকড় অনেক দূর পতিত আছে।

বুধবার (১১ জানুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে ফখরুল ইমাম বলেন, আমরা জানি, আজ কিন্তু এক/এগারো …দেশের যে পরিস্থিতি। এ এক/এগারোর ভয়ে অস্থির আমরা। জানি আমাদের দেশে প্রজ্ঞাবান নেতা আছেন, এক/এগারো আর আসবে না। তবুও আমার জিজ্ঞাসা, সবপক্ষের মধ্যে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে পা বাড়ানোর এখনই সময়। আপনি কি মনে করেন?

জবাবে ফখরুল ইমামকে না ঘাবড়ানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চরম দুশাসন, দুর্নীতি, জঙ্গিবাদ ও ভুয়া ভোটার লিস্ট করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার খায়েশের কারণে এক/এগারো এসেছিল। এইটুকু বলতে পারি, ঘাবড়ানোর কিছুই নেই। ঘাবড়াবেন না, আমরা আছি না? কোনো চিন্তা নেই।

প্রধানমন্ত্রী বলেন, আইয়ুব খান, জিয়াউর রহমান, এইচএম এরশাদ, খালেদা জিয়া সবাই আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেনি। আর কোনোদিন পারবে না।

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগের বিজয় অনিবার্য জেনে বিএনপি নির্বাচন বর্জন করেছিল। ২০১৮ সালে তারা নির্বাচনে অংশ নিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। একটা সিটে দু-তিনটা করে নমিনেশন দেয়। একটা আসে লন্ডন থেকে। একটা যায় পুরানাপল্টন অফিস থেকে। আরেকটা গুলশান অফিস থেকে। সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা। দলের যোগ্যপ্রার্থীদের কাছে লন্ডন থেকে মেসেজ আসে মোটা অংকের টাকা না দিয়ে নির্বাচন করতে পারবেন না। ওইভাবে যারা নির্বাচন করতে যায় তারা আর কতক্ষণ নির্বাচনে টিকে থাকতে পারে। মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। সরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে এবং তারা বিভিন্নভাবে প্রচার-অপ্রচার চালিয়ে সেটা তারা প্রশ্নবিদ্ধ করতে পেরেছে- এটা বাস্তব। কিন্তু জনগণের আস্থা বিশ্বাস এখনো আওয়ামী লীগের ওপর আছে।

তিনি বলেন, ২০১৪-১৫ এর অগ্নিসন্ত্রাস, মানুষ খুন, মানুষকে পুড়িয়ে মারা। সরকারি ও সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করা। এমন কোনো অপকর্ম নেই যা করে সরকার হঠানোর চেষ্টা করা হয়নি। কিন্তু জনগণের সারা পায়নি। যারা নির্বাচন কলুষিত করেছে, নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করেছে, মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তারাই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে।

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, প্রতিটি নির্বাচন পর্যালোচনা করলে দেখা যায় একমাত্র আওয়ামী লীগ সরকার আছে বলেই মানুষ ভোটটা শান্তিতে দিতে পারছে। এখানে সরকারের হস্তক্ষেপের দরকার নেই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়, কারণ তারা জানে আওয়ামী লীগ যে ওয়াদা দেয় তা রাখে। আমরা কথা দিয়ে কথা রাখি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7752 0
ফারদিন হত্যা মামলার আসামি বুশরার কারাগার থেকে মুক্তি https://mstvbd.com/?p=7748 https://mstvbd.com/?p=7748#respond Tue, 10 Jan 2023 09:52:32 +0000 https://mstvbd.com/?p=7748 ...বিস্তারিত পড়ুন]]> কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আমাতুল্লাহ বুশরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালতের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে আমাতুল্লাহ বুশরাকে দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারা মুক্তির পর আমাতুল্লাহ বুশরাকে তার পিতা মঞ্জুরুল ইসলাম নিয়ে যান।

জানা গেছে, গত ৫ জানুয়ারি দুপুরে বুশরার পক্ষে জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। ওইদিন জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল ও আব্দুর রহমান হাওলাদার। পরে রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসীন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ নভেম্বর তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

গেল ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯ নভেম্বর দিনগত রাতে ডিএমপির রামপুরা থানায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বুশরাসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন। বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7748 0
নাটোরে অজ্ঞাত যুবকের হাতকড়া পরা অবস্থায় মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=7745 https://mstvbd.com/?p=7745#respond Tue, 10 Jan 2023 08:52:50 +0000 https://mstvbd.com/?p=7745 ...বিস্তারিত পড়ুন]]> নাটোরে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার বলেন, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পড়া মরদেহটি মাঠের মাঝখানে উপুড় হয়ে পড়েছিল। তার দুহাত পেছনে হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া তার দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।


বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতকড়া ও মরদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে মরদেহ শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7745 0
বিজিবি অভিযানে দেড় হাজার কোটি টাকার চোরাচালান দ্রব্য জব্দ https://mstvbd.com/?p=7742 https://mstvbd.com/?p=7742#respond Tue, 10 Jan 2023 08:35:26 +0000 https://mstvbd.com/?p=7742 ...বিস্তারিত পড়ুন]]> গেল ২০২২ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৫ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ বিষয়টি জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

এ সময় তিনি জানান, ২০২২ সালে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭ কেজি ৬৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ লাখ ১৬ হাজার ১৫৭ বোতল ফেনসিডিল, ১ লাখ ৮২ হাজার ৯৩২ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৬৪ লিটার বাংলা মদ, ৩৭ হাজার ১২৬ ক্যান বিয়ার, ২৮ হাজার ৬৭২ কেজি গাঁজা, ৭২ কেজি ১৫৯ গ্রাম হেরোইন, ৪ লাখ ৯৮ হাজার ৭৫৪টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন, ৬ লাখ ৫৫ হাজার ৯৪০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৭৬ হাজার ৫৬১টি ইস্কাফ সিরাপ, ১৩ কেজি ৪২৫ গ্রাম আফিম, ৮৪ লাখ ৫৫ হাজার ৫৬২টি বিভিন্ন প্রকার ওষুধ, ১৩ হাজার ৫৬২ বোতল এমকেডিল/কফিডিল এবং ২৮ লাখ ১০ হাজার ৬৩টি অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়।

চোরাচালান দ্রব্যের বিষয়ে তিনি জানান, বছরজুড়ে ১৯৪ কেজি ৯৯৩ গ্রাম স্বর্ণ, ২৭৯ কেজি ১৬২ গ্রাম রুপা, ১ লাখ ৫৭ হাজার ৩০৯টি শাড়ি, ৫৯ হাজার ৯৩৯টি থ্রি-পিস/শার্ট-পিস, ২১ হাজার ৬৮টি তৈরিপোশাক, ৪ হাজার ১৪১ মিটার থান কাপড়, ২১ লাখ ৫৫ হাজার ৯৪টি কসমেটিক সামগ্রী, ৩০ হাজার ৬৯৫ ঘনফুট কাঠ, ৭৩ হাজার ১৭৬ কেজি চা পাতা, ৬ লাখ ২১ হাজার ১৩ কেজি কয়লা, ৩৫ হাজার ২২৩ ঘনফুট পাথর, ১ লাখ ২৫ হাজার ৭৫০টি ইমিটেশন গহনা, ৩১টি কষ্টি পাথরের মূর্তি, ১ হাজার ৬৯৯ কেজি কারেন্ট জাল, ১৫২ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, ৭৩টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১০৬টি পিকআপ, ৩৪০টি সিএনজি/ইজিবাইক এবং ৮২৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের বিষয়ে বিজিবি জানায়, ২০২২ সালে বিজিবি ৪৬টি পিস্তল, ৯টি রাইফেল, ৫টি রিভলবার, ৭৯টি বিভিন্ন প্রকার গান, ৫ হাজার ৩৪৫ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ম্যাগজিন, ২৪টি মর্টার শেল, ১টি আর্টিলারি/রকেট শেল/বোমা, ২০টি ককটেল, ৪৫টি শিশা/শিশা বল, ৫১টি খালি খোসা এবং ৯৯৯ কেজি ৬০০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

সীমান্তে বিজিবির অভিযানে ২০২২ সালে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িতদের গ্রেফতারের বিষয়ে বিজিবি জানায়, মাদকপাচার ও অন্যান্য চোরাচালানের অভিযোগে ২ হাজার ৯৫৩ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৮৫ জন বাংলাদেশি নাগরিক ও ১১৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০২১ সালে বিজিবি ১ হাজার ৭৩ কোটি টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছিল।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7742 0
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক খুন, গ্রেফতার ২ https://mstvbd.com/?p=7739 https://mstvbd.com/?p=7739#respond Tue, 10 Jan 2023 04:19:07 +0000 https://mstvbd.com/?p=7739 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আশিকুল ইসলাম আশিক (২৭) নামের এক সাংবাদিক খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে নিহত আশিকের বাবা আশরাফ উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, আশিকের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলার বরাতে প্রধান আসামি রায়হান মিয়া ওরফে সোহান (২১) ও সাফিন আহমেদ জুনায়েদকে (২১) রাতেই গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর পূর্বে গেল সোমবার বিকেলে জেলা শহরের অবকাশ এলাকায় রায়হানের নেতৃত্বে ছুরিকাঘাত করে আশিকুল ইসলাম আশিককে খুন করা হয়। ঘটনার পর সন্ধ্যায় শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত রায়হান মিয়া ওরফে সোহানকে। রায়হান পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। পরে রাতে দক্ষিণ মৌড়াইল এলাকার আব্দুল হামিদের ছেলে সাফিন আহমেদ জুনায়েদকে গ্রেফতার করে পুলিশ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7739 0
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছি: প্রধনমন্ত্রী https://mstvbd.com/?p=7735 https://mstvbd.com/?p=7735#respond Tue, 10 Jan 2023 03:58:49 +0000 https://mstvbd.com/?p=7735 ...বিস্তারিত পড়ুন]]> জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতাকে জয় করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের সরকারের একটি অনন্য অর্জন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে এক কালজয়ী মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে স্বদেশ প্রত্যাবর্তন করেন। সদ্য স্বাধীন বাংলাদেশের মানুষ তাদের প্রাণপ্রিয় নেতাকে ফিরে পায়। আমাদের মহান নেতার আগমনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আনন্দ পরিপূর্ণতা লাভ করে।

তিনি বলেন, জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সব ক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়েছেন। জেল-জুলুম সহ্য করেছেন, সব সময় দূরদর্শী সিদ্ধান্ত দিয়েছেন এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দলকে সুসংগঠিত করেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা পূর্ব বাংলার জনগণের এ রায়কে উপেক্ষা করে, শুরু করে প্রহসন। বাংলার নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। চূড়ান্ত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জাতির পিতা ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের এক জনসমুদ্রে ঘোষণা করেন, ‘… প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।… এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি নিধন শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিব ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করেন।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতা ঘোষণা করার পরপরই পাকিস্তানি বাহিনী জাতির পিতাকে গ্রেফতার করে পাকিস্তানের অজ্ঞাত স্থানে কারান্তরীণ করে রাখে। তারা তার ওপর অবর্ণনীয় নির্যাতন চালাতে থাকে। তিনি ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাকিস্তানের সামরিক আদালতে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনতে গুনতেও তিনি বাঙালির জয়গান গেয়েছেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের প্রাণশক্তি। তার অবিচল নেতৃত্বে বাঙালি জাতি মরণপণ যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে। পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৭২ সালের ৮ জানুয়ারি প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। একই দিন সকালে তিনি লন্ডনে অবতরণ করেন। সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি ১০ জানুয়ারি সকালে দিল্লিতে যাত্রা বিরতি দিয়ে দুপুরে তার প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেন। ওইদিন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে এক ভাষণে তিনি পাকিস্তানি সামরিক জান্তার ভয়াবহ ও নির্মম নির্যাতনের বর্ণনা দেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা সংঘটনের দায়ে পাকিস্তানি সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জাতির পিতা ১৯৭২ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। তার বলিষ্ঠ পদক্ষেপে ভারতীয় মিত্রবাহিনী ১৫ মার্চের মধ্যে বাংলাদেশ ত্যাগ করে। তিনি একই বছর ১৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন। জাতির পিতার সফল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ বিশ্বের ১২৩টি দেশ এবং ১৬টি আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাত্র সাড়ে তিন বছরেই স্বল্পোন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী চক্র জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা এ দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি চালু করে। তারা ৭৫-এর ২৬ সেপ্টেম্বর দায়মুক্তি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে দেয়। মোস্তাক-জিয়া চক্র খুনিদের বাংলাদেশ দূতাবাসগুলোতে কূটনীতিকের চাকরি দিয়ে পুরস্কৃত করে, রাজনৈতিকভাবেও প্রতিষ্ঠিত করে। মার্শাল ল’ জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত করে। সংবিধানকে ক্ষত-বিক্ষত করে। মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে। বিএনপি-জামায়াত সরকার এই ধারা অব্যাহত রাখে।

তিনি বলেন, ২১ বছরের দীর্ঘ সংগ্রাম ও অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা একই বছর ১২ নভেম্বর ‘দায়মুক্তি অধ্যাদেশ বাতিল আইন, ১৯৯৬’ প্রণয়ন করে জাতির পিতা হত্যার বিচার কার্যক্রম শুরু করি। পাঠ্যপুস্তকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরি। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করি এবং পরপর তিনদফা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি। আমরা জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করেছি। ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করেছি। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি, ফলে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ হয়েছে।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল একদিন এদেশের মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। সে লক্ষ্যেই তিনি গোটা জাতিকে লড়াই করার জন্য প্রস্তুত করেছিলেন। তিনি সঠিকভাবে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার স্বাদ আস্বাদনের সুযোগ সৃষ্টি করেছেন। ভিনদেশি শক্তির কাছে মাথা নত করে নয়, জাতির পিতার স্বাধীন বাংলাদেশের মানুষ আজ বিশ্বের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে চলছে সেটাই আওয়ামী লীগ সরকারের পরম পাওয়া।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই মাহেন্দ্রক্ষণে আসুন আমরা প্রতিজ্ঞা করি, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ তথা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কার্যকরি ভূমিকা রাখবো। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করি, যোগ করেন প্রধানমন্ত্রী।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7735 0
কসবায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার https://mstvbd.com/?p=7731 https://mstvbd.com/?p=7731#respond Mon, 09 Jan 2023 08:47:35 +0000 https://mstvbd.com/?p=7731 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে বলে জানা গেছে।

‘সোমবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার কাইমপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘীরপাড় এলাকায় থেকে এসব মাদক উদ্ধার করা হয়’।

জানা যায়,‘সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক (৬০ বিজিবি)লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে মইনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২৬৮ বোতল বিদেশী মদ ও ২৪টি ক্যান বিয়ার উদ্ধার করেন’।‘যার সিজার মূল্য ৪ লাখ ৮ হাজার টাকা’।

‘ওই সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘন কুয়াশার আড়ালে উদ্ধারকিত মাদকদ্রব্য ঝোপঝাড়ে ফেলে পালিয়ে যায়’।

এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, পি এস সি, এম এসটিভিকে জানান,‘সীমান্তে যেকোনো মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ এর সীমান্তরক্ষীরা বদ্ধপরিকর এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে উদ্ধুদ্ধ হয়ে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান’।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7731 0