MSTV BD – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 16 Apr 2025 14:23:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png MSTV BD – MS TV https://mstvbd.com 32 32 কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত https://mstvbd.com/?p=8539 https://mstvbd.com/?p=8539#respond Wed, 16 Apr 2025 14:23:45 +0000 https://mstvbd.com/?p=8539 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে।

 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন, নতুন বাজার মোল্লা বাড়ির মৃত আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৪৫) ও একই এলাকার আবু তাহেরের ছেলে জাকারিয়া (২০)।

 

কসবা থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নতুন বাজারের মোল্লা বাড়ির নিজস্ব মালিকানাধীন একটা পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচতে ছিল। এমত অবস্থায় দুপুরে ওই মোটরে কাজ করার সময় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হষয়ে গুরুতর আহত হয়। এরপর তাদের মুমূর্ষ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8539 0
কসবায় সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ও ক্যামেরা ভাংচুর https://mstvbd.com/?p=8533 https://mstvbd.com/?p=8533#respond Mon, 14 Apr 2025 13:34:46 +0000 https://mstvbd.com/?p=8533 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা করে মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়েছে।

গত রোববার (১৩ মার্চ) বিকালে উপজেলার গোপীনাথপুর বাজারের নিজাম মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ।

হামলায় আহত সাংবাদিক লিয়াকত মাসুদ দৈনিক কালবেলার কসবা উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি এবং উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত মুর্শিদ খানের ছেলে।

হামলাকারীরা হলেন- উপজেলার গোপীনাথপুর মাস্টার পাড়া খাবার মোড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম, হাজী আব্দুল ছাত্তারের ছেলে জহির খান সর্দার এবং হোসেন মিয়া সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লিয়াকত মাসুদ।

জানা যায়, লিয়াকত মাসুদ পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গেলে দ্বীন ইসলাম, হোসেন মিয়া ও জহির খান সর্দার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। লিয়াকত মাসুদের সাংবাদিকতার কার্ড গলা থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ক্যামেরা ও মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। মারধর করার জন্য তেড়ে আসে। সাংবাদিকতার কার্ড গলা থেকে খুলে জায়গা ত্যাগ করার হুমকী দেয়। প্রতিবাদ করলে লিয়াকত মাসুদের ওপর তারা আক্রমণ করে হত্যার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মোঃ নুরুল্লা ভূইয়া বলেন, “আমি আমার বোনের শশুড়-শাশুড়ী, ননদ এর বিষয়ে কসবা থানায় অভিযোগ দিলে দ্বীন ইসলাম বিষয়টি সমাধান করে দিবে বলে গোপীনাথপুরে একটি সভার আয়োজন করে। আমার বোনকে দ্বীন ইসলামের শালার নিকট প্রতারনা ও মিথ্যা কথা বলে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। দ্বীন ইসলামের শালা হোসাইন মাদক দ্রব্য সেবনকারী, বর্তমানে প্রবাসে আছে। দ্বীন ইসলাম ও তার পক্ষের লোকজনের কথার প্রতিবাদ করা মাত্র সাংবাদিক লিয়াকত মাসুদ এর বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

সাংবাদিক লিয়াকত মাসুদের মোবাইল ও ক্যামেরা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দ্বীন ইসলাম মুঠোফোনে কালবেলাকে বলেন, “ওর সাথে যে কথা কাটাকাটি হইছে, ব্যাগটি হাতে নিয়ে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়নি। বিষয়টি নিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে বুক মিলিয়ে দেয়া হইছে। ভাংচুরের যে বিষয়টা এটা মিথ্যা কথা বলছে। বিবাহের বিষয় নিয়ে পারিবারিকভাবে মিটিং এ সর্দার মাতব্বর যারা উপস্থিত ছিল তারা কথাবার্তা বলছে। এটার ফিনিশিং তারা দিবে, কথাবার্তা বলবে।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “কালবেলার সাংবাদিক লিয়াকত মাসুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8533 0
স্ত্রী শালিকা হত্যার অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার স্বামী https://mstvbd.com/?p=8530 https://mstvbd.com/?p=8530#respond Tue, 04 Mar 2025 15:25:23 +0000 https://mstvbd.com/?p=8530 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী মো. আমীর হোসেনকে (সামিউল ইসলাম) তথ্যপ্রযুক্তির সাহায্যে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের।

এর পূর্বে বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কসবা থানায় এনে তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেফতার আমীর হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। নিহত জ্যোতি আক্তার ও স্মৃতি আক্তার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত রওশন আলীর মেয়ে। স্মৃতি আক্তার স্থানীয় লিয়াকত আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমীর হোসেনের সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় জ্যোতি আক্তারের। স্বামীর বাড়িতেই থাকতেন জ্যোতি আক্তার। জ্যোতি আক্তারের বাবা রওশন আলী বেঁচে নেই। তাদের মা একটি মামলার কারণে জেল হাজতে রয়েছেন। বাড়িতে থাকেন জ্যোতি
আক্তারের ছোট বোন স্মৃতি আক্তার ছোট ভাই জাহিদ হোসেন। বড় ভাই সৌদি আরবে থাকেন।

গত রোববার জ্যোতি আক্তার তার স্বামী আমির হোসেনকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতের খাবার শেষে জ্যোতি আক্তার ও তার ছোট বোন স্মৃতি আক্তার ঘরের একটি কক্ষে এবং আমির হোসেন ও তার শালা জাহিদ হোসেন একটি কক্ষে ঘুমিয়ে ছিল।

রোববার গভীর রাতে জাহিদ ঘুম থেকে জেগে তার দুলাভাইকে দেখতে পায়নি। ঘরের দরজা খোলা রয়েছে। পাশের কক্ষে তার দুই বোন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এ সময় জাহিদ চিৎকার করতে থাকলে বাড়ির আশে-পাশের লোকজন দৌড়ে এসে জ্যোতি ও স্মৃতির মরদেহ দেখতে পায়। এদিকে হত্যার ঘটনার পর আমীর পালিয়ে যান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8530 0
কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত : বিক্ষোভ https://mstvbd.com/?p=8523 https://mstvbd.com/?p=8523#respond Tue, 18 Feb 2025 13:49:05 +0000 https://mstvbd.com/?p=8523 ...বিস্তারিত পড়ুন]]> কিশোরগঞ্জে স্কুলে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ছনকান্দা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়।

অপরদিকে বেলা ১১টার দিকে জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে।

নিহত তিনজন হলো- কটিয়াদী উপজেলার মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. জুনায়েদ (১২)। তাদের মধ্যে আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে ও জুনায়েদ একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তার দুইজন চাচাতো ভাই। নিহত অপর শিক্ষার্থী নোহা আক্তার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মধ্যপাড়া উচ্চ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল আলী আকবর। বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলে আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়। তাদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসী বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

অপরদিকে হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নোহা আক্তার অটোরিকশা চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8523 0
কসবায় আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ বিএনপি নেতার https://mstvbd.com/?p=8513 https://mstvbd.com/?p=8513#respond Sun, 08 Dec 2024 19:28:12 +0000 https://mstvbd.com/?p=8513 ...বিস্তারিত পড়ুন]]> আওয়ামী লীগ নেত্রী সাঈদা সুলতানা সুপ্রিয়ার দ্বারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস। একই সঙ্গে তিনি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ওই আওয়ামী লীগ নেত্রী মিথ্যা অভিযোগ এনেছেন।

রোববার (৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মুহাম্মদ ইলিয়াস।

তিনি বলেন, সাঈদা সুলতানার স্বজনদের কাছ থেকে ক্রয় সূত্রে তার ভাই মো. জাহাঙ্গীর আলম জায়গার মালিক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওই জায়গাকে কেন্দ্র করে তিনিসহ তার ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা করিয়েছেন। ৭ আগস্ট সাঈদা সুলতানার বাড়ি দখল করে নেওয়ার বিষয়টি মিথ্যা।

মুহাম্মদ ইলিয়াস আরও বলেন, মেয়র ও প্রশাসক থাকাকালে অনেককেই প্রত্যায়ণপত্র দিয়েছি। কাউকে পাকিস্তানে বসবাসকারী হিসেবে প্রত্যয়ন দেওয়ার বিষয়টি আমার মনে পড়ছে না। কাগজ দেখলে বুঝতে পারবো আমার সই কি না। তবে সাঈদা সুলতানার ওই স্বজনরা যে বাংলাদেশি নাগরিক ও কুমিল্লার বাসিন্দা এর প্রমাণপত্র আছে।

এদিকে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাঈদা সুলতানা জানান, পাকিস্তানী স্বজনদের দেওয়া পাওয়ার অব অ্যাটর্নিকে (আম মোক্তারনামা) পুঁজি করে কয়েক কোটি টাকার সম্পত্তি দখলে নিয়েছেন ইলিয়াস ও তার ভাই জাহাঙ্গীর। ওই স্বজনরা যে বাংলাদেশি নাগরিক নন সে মর্মে ইলিয়াসই মেয়র হিসেবে প্রত্যায়ন দিয়েছিলেন। ভাই জাহাঙ্গীর জায়গাটির আম মোক্তারনামা নেওয়ার পর ইলিয়াস এখন ভিন্ন কথা বলছেন। তাদের অত্যাচারের শিকার হয়ে এখন এলাকাতেই থাকতে পারছেন না।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8513 0
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে স্বামীকে ৯ টুকরো করলেন স্ত্রী https://mstvbd.com/?p=8505 https://mstvbd.com/?p=8505#respond Wed, 02 Oct 2024 10:52:16 +0000 https://mstvbd.com/?p=8505 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পরে লাশ নয় টুকরা করে ইট দিয়ে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়ির সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখে স্ত্রী। মঙ্গলবার (১ অক্টোবর) ঘটনার চার দিন পর লাশ উদ্ধার এবং স্ত্রী মোমেনা বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে লাকীকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

নিহত অরুন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সুরুজ ব্যাপারীর ছেলে। তিনি গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার অরুণ মিয়া প্রথম স্ত্রী মৃত্যুর পর ৩৫ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন একই গ্রামের মোমেনা বেগমকে। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৭ সাল থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে অরুন মিয়া তার প্রথম স্ত্রীর সন্তান রুবেলের কাছে ঢাকায় চলে যান।

 

এদিকে অরুন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান দুবাইয়ে কর্মরত অবস্থায় মারা যান। পরে দেশে এনে তার লাশ দাফন করা হয়। তার বিদেশ যাওয়ার সময় পরিবারের সদস্যরা বিভিন্ন জনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ঋণ করেন। পরবর্তীতে অরুন মিয়া তার জমি বিক্রি করে দেনা পরিশোধ করেন।

গত শুক্রবার বিকেল থেকে অরুণ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে গত সোমবার তার প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অরুণ মিয়ার পাশের বাড়ির সৌদি প্রবাসী মনির মিয়ার সেফটিক ট্যাংকির কাছে দুর্গন্ধ পায় এলাকাবাসী। এ সময় তারা টর্চ লাইট দিয়ে ভিতরে পলিথিনে মোড়ানো কিছু দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে সেফটিক ট্যাংকের মধ্য থেকে নয় টুকরো পলিথিন দিয়ে মোড়ানো অংশ উদ্ধার করে। এটা অরুণ মিয়ার লাশ বলে তার ছেলে শনাক্ত করে।

প্রতিবেশী কুদ্দুস মিয়া বলেন, গত শুক্রবার আমার সঙ্গে অরুণ মিয়া নামাজ পড়েছে। তারপর থেকে সে নিখোঁজ ছিল। তার বউ আমাদের বলেছে, শুক্রবার সকালে সে ঢাকা গিয়েছে। এ বিষয়টি আমাদের সন্দেহ হয়।

পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় আমরা মনিরের বাড়ির সেফটিক ট্যাঙ্কে দুর্গন্ধ পাই। পরে টর্চলাইট দিয়ে দেখি পলিথিনে মোড়ানো কিছু জিনিস। আমরা পুলিশকে খবর দিলে তারা পলিথিন প্যাঁচানো লাশ দেখতে পান। পরে লাশটি শনাক্ত করে তার ছেলে।

অরুণ মিয়ার প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল বলেন, আমার বাবা সাত বছর আমার কাছে ছিল। কিছুদিন আগে আমার প্রতিবেশী চাচারা বিষয়টি মিটমাট করে দেয় এবং আমার ছোট মায়ের সঙ্গে বাবা থাকা শুরু করে। এর মধ্যে আমার ভাই সৌদি আরবে মারা যায়। তার বিদেশ যাওয়ার সময় অনেক টাকা দেনা ছিল। পরবর্তীতে আমার বাবা জমি বিক্রি করে এই দেনা পরিশোধ করে। গত কদিন যাবত আমি ফোনে বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি কিন্তু যোগাযোগ করতে পারছিলাম না। পরে গত রোববার আমি বাড়িতে আসি এবং থানায় একটি সাধারণ ডায়েরি করি।

বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক তদন্ত সুজন কুমার পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে অরুন মিয়াকে মারা হয়েছে। এ ঘটনায় মোমেনা বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে লাকিকে আটক করে থানায় আনা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8505 0
নিরাপত্তা ডিজিটাল আইনে জামিন পেলেন রিপোর্টার (অধরা) https://mstvbd.com/?p=8501 https://mstvbd.com/?p=8501#respond Wed, 04 Sep 2024 12:23:22 +0000 https://mstvbd.com/?p=8501 ...বিস্তারিত পড়ুন]]> নিরাপত্তা আইনে জামিন পেয়েছেন আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিন। বুধবার (৪ সেপ্টেম্বর) সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন।

জানা গেছে, আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অধরা ইয়াসমিন। এরপর আদালত তাকে জামিন দিয়ে পরবর্তী শুনানির জন্য অক্টোবরের ২২ তারিখ দিন ধার্য করেন। অধরার আইনজীবী অ্যাডভোকেট মোঃ আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার মেরিট দেখে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৩ সালের ১৩ মে অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন রাজারবাগ পীর সিন্ডিকেটের অন্যতম হোতা শাকেরুল কবির।

মামলার বাদী রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের মামলাবাজ সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী শাকেরুল কবির। তার বিরুদ্ধে মামলাবাজি, জমি দখল, নারীপাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে কয়েকবার আটক হয়ে কারাগারেও যেতে হয়। এর আগে, এই পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ডজনখানেক সাংবাদিককে হয়রানির অভিযোগ ওঠে।

ভুক্তভোগীদের দাবি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম হয়রানি করে আসছে এই ‘মামলাবাজ সিন্ডিকেট’। সিআইডির তদন্তেও মিলেছে সেই প্রমাণ। মূলত, হাইকোর্টের বিভিন্ন আদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও সিআইডির তদন্তের সূত্র ধরেই প্রতিবেদন করেন সাংবাদিকরা। আর তাতেই রোষানলে পড়তে হচ্ছে শক্তিশালী এই সিন্ডিকেটের।

এদিকে, অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় সেই সময় সাংবাদিকরা ছাড়াও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশে-বিদেশী বিভিন্ন সংগঠন। তারা মিথ্যা, ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছিল।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8501 0
ডুয়েটে নিষিদ্ধ ছাত্র রাজনীতি https://mstvbd.com/?p=8498 https://mstvbd.com/?p=8498#respond Wed, 04 Sep 2024 12:14:19 +0000 https://mstvbd.com/?p=8498 ...বিস্তারিত পড়ুন]]> গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনে এ ঘোষণা দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিধি অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে বলেও উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হলের প্রাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, সহযোগী পরিচালক (ছাত্রকল্যাণ), সহকারী প্রভোস্ট ও অফিসপ্রধানের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেয়া হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8498 0
বন্যার্তদের পাশে এসো আলোর পথে মইনপুর প্রবাসী সংগঠন https://mstvbd.com/?p=8492 https://mstvbd.com/?p=8492#respond Tue, 27 Aug 2024 11:26:19 +0000 https://mstvbd.com/?p=8492 ...বিস্তারিত পড়ুন]]> দেশের বিভিন্ন সংগঠন ও সংস্থা ন্যায় এসো আলোর পথে মইনপুর প্রবাসী নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেখা গেছে।

 

কসবা উপজেলার মইনপুর গ্রামের প্রবাসীদের নিয়ে সংগঠিত এই অরাজনৈতিক সংগঠনটি এর পূর্বেও সমাজের পিছিয়ে পড়া ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল, এবারও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এসো আলোর পথে মইনপুর প্রবাসী নামক সংগঠনটি।

 

গত সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে বন্যাকবলিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ সামগ্রীর পাশাপাশি জরুরী ঔষধ বিতরণ করেন এসো আলোর পথে মইনপুর প্রবাসী নামক এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।

 

এ সংগঠনটির এক পরিচালক নাম প্রকাশে অনিচ্ছুক জানান, একমাত্র মহান সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে তারা সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। প্রচারের বিষয়ে তিনি জানান অন্যকে এসব মানবিক কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করার লক্ষ্যে মূলত তাদের কিছু কিছু কর্মকাণ্ড প্রচার করে থাকেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8492 0
শিক্ষার্থী ও সেনার ওপর হামলায় আটক ৩৫০ আনসার, হচ্ছে মামলা https://mstvbd.com/?p=8479 https://mstvbd.com/?p=8479#respond Mon, 26 Aug 2024 09:44:18 +0000 https://mstvbd.com/?p=8479 ...বিস্তারিত পড়ুন]]> চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ে ভাঙচুর, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় আন্দোলনকারী ৩৫০ আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। হামলায় জড়িত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সোমবার (২৬ আগস্ট) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাত পর্যন্ত প্রায় ৩৫০ আনসার সদস্যকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে রোববার রাতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর তোপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যান অধিকাংশ আনসার সদস্য। তবে ৩৫০ সাধারণ আনসার সদস্য রয়েছেন পুলিশ হেফাজতে।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের দুই ও তিন নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করেন।

পরে সচিবালয় এলাকার চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলেন। অতিরিক্ত পুলিশ সদস্য ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা এ সময় অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তবে পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধরের শিকার হন আনসার সদস্যরা।

 

পরে পুলিশ হেফাজতে নেওয়া হয় তিন শতাধিক আনসার সদস্যকে। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজনভ্যানে করে বিভিন্ন থানায় নেওয়া হয়।

 

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ লাঠি দিয়ে আঘাত করেন বিক্ষুব্ধ আনসার সদস্যরা। এ সময় ছয় সেনাসদস্য আহত হন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8479 0