আইন আদালত – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 04 Sep 2024 12:23:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আইন আদালত – MS TV https://mstvbd.com 32 32 নিরাপত্তা ডিজিটাল আইনে জামিন পেলেন রিপোর্টার (অধরা) https://mstvbd.com/?p=8501 https://mstvbd.com/?p=8501#respond Wed, 04 Sep 2024 12:23:22 +0000 https://mstvbd.com/?p=8501 ...বিস্তারিত পড়ুন]]> নিরাপত্তা আইনে জামিন পেয়েছেন আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিন। বুধবার (৪ সেপ্টেম্বর) সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন।

জানা গেছে, আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অধরা ইয়াসমিন। এরপর আদালত তাকে জামিন দিয়ে পরবর্তী শুনানির জন্য অক্টোবরের ২২ তারিখ দিন ধার্য করেন। অধরার আইনজীবী অ্যাডভোকেট মোঃ আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার মেরিট দেখে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৩ সালের ১৩ মে অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন রাজারবাগ পীর সিন্ডিকেটের অন্যতম হোতা শাকেরুল কবির।

মামলার বাদী রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের মামলাবাজ সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী শাকেরুল কবির। তার বিরুদ্ধে মামলাবাজি, জমি দখল, নারীপাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে কয়েকবার আটক হয়ে কারাগারেও যেতে হয়। এর আগে, এই পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ডজনখানেক সাংবাদিককে হয়রানির অভিযোগ ওঠে।

ভুক্তভোগীদের দাবি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম হয়রানি করে আসছে এই ‘মামলাবাজ সিন্ডিকেট’। সিআইডির তদন্তেও মিলেছে সেই প্রমাণ। মূলত, হাইকোর্টের বিভিন্ন আদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও সিআইডির তদন্তের সূত্র ধরেই প্রতিবেদন করেন সাংবাদিকরা। আর তাতেই রোষানলে পড়তে হচ্ছে শক্তিশালী এই সিন্ডিকেটের।

এদিকে, অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় সেই সময় সাংবাদিকরা ছাড়াও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশে-বিদেশী বিভিন্ন সংগঠন। তারা মিথ্যা, ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছিল।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8501 0
রায় ঘোষণার ৫ মিনিটেই ড. ইউনূসসহ চারজনের জামিন https://mstvbd.com/?p=8334 https://mstvbd.com/?p=8334#respond Mon, 01 Jan 2024 14:21:17 +0000 https://mstvbd.com/?p=8334 ...বিস্তারিত পড়ুন]]> শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ড. ইউনূসসহ চারজনকে আপিলের শর্তে জামিন দিয়েছেন শ্রম আদালত। রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই আসামিদের জামিন দেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ড. ইউনূসসহ একই মামলায় দণ্ডিত চারজনকে সাজার রায় ঘোষণার পর তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।

আজ দুপুর ২টা ১৫ মিনিট থেকে রায় ঘোষণা শুরু করা হয়। রায় শোনার জন্য ১টা ৪০ মিনিটে আদালতে উপস্থিত হন ড. মুহাম্মদ ইউনূস।

 

এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। খবর সংগ্রহের জন্য ভিড় জমান দেশি-বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরা।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8334 0
বিএনপির তারেকের ৯ ও জোবায়দার ৩ বছরের কারাদণ্ড https://mstvbd.com/?p=8174 https://mstvbd.com/?p=8174#respond Wed, 02 Aug 2023 10:26:07 +0000 https://mstvbd.com/?p=8174 ...বিস্তারিত পড়ুন]]> সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানের তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। দুদক আইনের ২৭(১) ধারায় জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এর আগে চার মামলায় তারেক রহমানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান। তবে, জোবায়দার এটি প্রথম ও একমাত্র মামলার রায় বলে জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মুদ্রা পাচারের মামলায় ২০১৩ সালে তারেক রহমানকে প্রথমে খালাস দিয়েছিলেন ঢাকার আদালত। তবে, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের পর হাইকোর্টের রায়ে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তার পাঁচ বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সঙ্গে তারেকের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। খালেদার হয় পাঁচ বছর কারাদণ্ড, তারেকের হয় ১০ বছর সাজা। পরবর্তীতে ২০১৮ সালের ১০ অক্টোবর একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলার রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলার প্রতিটিতে কয়েকটি ধারায় তাকে তিনবার যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে বিস্ফোরক আইনের আরেকটি ধারায় তার ২০ বছর কারাদণ্ডাদেশ হয়। তবে, সবগুলো সাজা একসঙ্গে কার্যকরের উল্লেখ থাকায় তারেককে যাবজ্জীবন সাজা খাটার বিষয়টি রায়ে উল্লেখ করা হয়।

সর্বশেষ ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের হওয়া মানহানি মামলায় তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে তারেক-জোবায়দার মামলার রায় ঘোষণার জন্য বুধবার (২ আগস্ট) দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৪২ জন সাক্ষ্য দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা। এতে তাদের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া মামলায় আসামি করা হয় তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে।

এরপর ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম। এ মামলা থেকে সৈয়দা ইকবাল মান্দ বানুকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ২০২২ সালের ১ নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক। ২০২৩ সালের ১৩ এপ্রিল তারেকের বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আর জোবায়দা রহমানের বিরুদ্ধে তারেক রহমানকে সহযোগিতার অভিযোগে ১০৯ ধারায় অভিযোগ গঠন করেন আদালত।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8174 0
কসবা নিজের অপকর্ম ঢাকতে যুবলীগ নেতার আশকারায় সংবাদকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা https://mstvbd.com/?p=7874 https://mstvbd.com/?p=7874#respond Mon, 13 Feb 2023 16:12:03 +0000 https://mstvbd.com/?p=7874 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজেদের অপকর্ম ঢাকতে এক যুবলীগ নেতার আশকারায় সংবাদকর্মী মোঃ সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে একটি সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার মাইজখার বাগুর গ্ৰামের মনিরুল ইসলাম তার স্ত্রী পারভিন বেগম ও তার ছেলে আমজাদুল ইসলাম দীর্ঘদিন যাবত উপজেলা বিভিন্ন এলাকার মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিলেন।

এরমধ্যে গেল বছরের আগস্টের দিকে কোল্লাপাথর গ্রামের কামাল মিয়া স্ত্রী ফাতেমা আক্তার শিখা নামক এক নারী নাকি মাইজখার বাগুর গ্ৰামের মনিরুল ইসলামের ছেলে আমজাদুল ইসলামের নিকট থেকে দুটি সিএনজি ক্রয়ের কথা বলে ৮ লাখ টাকা ধার নিয়েছে,যা এখন ওই নারী পরিশোধ করছে না,এমন একটি অভিযোগ তুলে কসবা থানায় আমজাদুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। টাকা লেনদেনের প্রমাণস্বরূপ ওই নারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা দেখান তারা।

ওই সময় কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আতাউর রহমান আমজাদুল ইসলামকে তার ভাগিনা দাবি করে প্রতিনিয়ত থানায় এ বিষয়টি নিয়ে জোর তদবির শুরু করেন।

অপরদিকে কোল্লাপাথরের ওই নারী অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন এবং অঙ্গীকারনামায় তার স্বাক্ষরটি জাল বলেও দাবি করেন। তা সত্ত্বেও কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আতাউর রহমান ও একই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আবু কালাম আজাদ তাদের রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে ওই নারীকে বেকায়দায় ফেলে গেল বছরের ২১ নভেম্বর সকাল ১১টায় কসবা থানা ভবনে সালিশের নামে নগদ ৩ লাখ টাকা আদায় করেন। যা থানা ভবনের ওইদিনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই তার বাস্তব চিত্র দেখা যাবে।

এছাড়াও শিখা আক্তারের ছেলেদের সঙ্গে চলাফেরার সুবাদে তাদের বাড়িতে প্রতিনিয়ত আসা-যাওয়া করতেন আমজাদ,এরই একপর্যায়ে তার বড় ছেলে রুবেল মিয়ার স্ত্রীকে কুপরামর্শ দিয়ে সংসারে বিবাদের সৃষ্টি করে সে, যার কারণে ওই সংসারটি ভেঙে গেছে বলেও জানিয়েছিলেন শিখা আক্তার। যার তথ্য প্রমাণ এখন আমাদের হাতে।

শুধু তাই নয় উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে জামাল উদ্দিন ও তার স্ত্রীর মধ্যেও গীবত এবং মিথ্যাচারের মাধ্যমে বিবাদের সৃষ্টি করেন আমজাদুল ইসলাম। যার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়,এরপর তার স্ত্রী ও সন্তান তাকে ফেলে তার শ্বশুরবাড়িতে চলে যায়,আর এসব কারণে সিঙ্গাপুর প্রবাস ফেরত জামাল উদ্দিন মানসিক ভারসাম্যহীন হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে এমনটা জানিয়েছে জামাল উদ্দিনের মা লুৎফা বেগম।

ভুক্তভোগীদের থেকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে এসব তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এমনটা জানতে পারে আমজাদ গংরা,এরপর ৬ আগস্ট বিকালে কসবা টি-আলী বাড়ি মোড়ে সংবাদকর্মী মোঃ সাদ্দাম হোসাইনকে গতিরোধ করে আমজাদুল ইসলাম,তার বাবা মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফাসহ আরো বেশ কয়েকজন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন, তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে কসবায় কিভাবে তিনি সাংবাদিকতা করে তা দেখে দিবেন বলে হুমকি ধামকিদেন তারা, এরপর এ বিষয়ে ওই দিন সন্ধ্যায় মোঃ সাদ্দাম হোসাইন বাদী হয়ে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে কসবা থানায় একটি জিডি করেন। যা তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগ পত্র দাখিল করেন কসবা থানা পুলিশ।

এরপর ওই ঘটনার প্রায় দুই মাস পর অর্থাৎ তাদের বিরুদ্ধে সংবাদ কর্মীর আগাম জিডি থাকা সত্ত্বেও কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আতাউর রহমানের আশকারায় একটি স্ট্যাম্প ব্যবহার করে সংবাদকর্মী সাদ্দাম হোসাইনের স্বাক্ষর নকল করে অযৌক্তিক একটি অঙ্গীকারনামা তৈরি করে আদালতে আমজাদুল ইসলাম বাদী হয়ে সংবাদকর্মী বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় বর্ণিত ঘটনার সাথে বাস্তবের কোনো সাদৃশ্য মিল নেই বলে জানিয়ে সংবাদকর্মী মোঃ সাদ্দাম হোসাইন বলেন,আমি প্রায় আট বছর যাবত এই জনপদের সিংহভাগ সংবাদ বলিষ্ঠ ও বস্তুনিষ্ঠভাবে প্রচার ও প্রকাশ করে আসছি,কিন্তু এদের মত এমন মিথ্যাবাদী ও বাটপার প্রকৃতির লোক আমি আর দেখিনাই, আমি বিশ্বাস করি সকল অশুভ অসুন্দরের উপর সত্য সুন্দরের জয় হবেই।

এদিকে কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আতাউর রহমানের এমন কর্মকাণ্ড নিয়ে কসবা উপজেলা যুবলীগ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য জানান,যুবলীগের যদি কেউ তার ব্যক্তিগত স্বার্থে কোন অনীতিক কর্মকান্ডে জড়িত হয়, দায়ভার সংগঠন নিবে না। আপনারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন আমাদের উপজেলা যুবলীগের পক্ষ থেকে কোন বাধা নেই।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7874 0
ফারদিন হত্যা মামলার আসামি বুশরার কারাগার থেকে মুক্তি https://mstvbd.com/?p=7748 https://mstvbd.com/?p=7748#respond Tue, 10 Jan 2023 09:52:32 +0000 https://mstvbd.com/?p=7748 ...বিস্তারিত পড়ুন]]> কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আমাতুল্লাহ বুশরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালতের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে আমাতুল্লাহ বুশরাকে দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারা মুক্তির পর আমাতুল্লাহ বুশরাকে তার পিতা মঞ্জুরুল ইসলাম নিয়ে যান।

জানা গেছে, গত ৫ জানুয়ারি দুপুরে বুশরার পক্ষে জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। ওইদিন জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল ও আব্দুর রহমান হাওলাদার। পরে রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসীন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ নভেম্বর তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

গেল ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯ নভেম্বর দিনগত রাতে ডিএমপির রামপুরা থানায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বুশরাসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন। বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7748 0
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া আদালত,৩ দিনের আদালত বর্জনের ডাক আইনজীবী সমিতি https://mstvbd.com/?p=7719 https://mstvbd.com/?p=7719#respond Thu, 05 Jan 2023 09:31:34 +0000 https://mstvbd.com/?p=7719 ...বিস্তারিত পড়ুন]]> একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারকের অসৌজন্যমূলক আচরণের অভিযোগের পর উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া আদালত পাড়া। এ বিষয়টি নিয়ে গেল কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আইনজীবী সমিতি, এরই মধ্যে ৩ দিনের আদালত বর্জনের ডাক দিয়েছে আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আদালত বর্জন ও প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে এ ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি।
আজ সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের এজলাসে কোনো আইনজীবী যাননি। ফলে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল এম এস টিভিকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ সংকট উত্তরণের বদলে উসকে দিয়েছেন। আইনজীবীদের আলোচনার মাধ্যমে তিন দফা দাবিতে আজ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। দাবি গুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগারের অপসারণ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুককে অনতিবিলম্বে অপসারণ এবং জেলা জজ কোর্টের দুর্নীতিবাজ দুর্বৃত্ত চাঁদাবাজ প্রধান নাজির মমিনুল ইসলামকে অপসারণ।

এসব দাবি ৯ জানুয়ারির মধ্যে না মেনে নিলে আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তিনি।

আদালতের একাধিক সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, মূলত একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারক মোহাম্মদ ফারুকের বিতণ্ডা হয়। এরই জেরে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গেল ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। এরপর থেকেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়।

গেল কয়েকদিন যাবত এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আদালত পাড়া। গেল বুধবার (৪ জানুয়ারি )আইনজীবীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কর্মবিরতিতে যায় ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করে জেলা আইনজীবী সমিতি। বিক্ষোভ মিছিলে জেলা আইনজীবী সমিতি জেলা জজের অপসারণ দাবি করেন। আইনজীবীদের বিক্ষোভ মিছিলের পর পরই আইনজীবী সহকারী সমিতি আদালতে বেঞ্চ সহকারী-পেশকারদের বিরুদ্ধে ঘুসের অভিযোগ এনে বিক্ষোভ করেন। তারা আইনজীবীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7719 0
বিএনপির ফখরুল-আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ https://mstvbd.com/?p=7639 https://mstvbd.com/?p=7639#respond Fri, 09 Dec 2022 12:28:02 +0000 https://mstvbd.com/?p=7639 ...বিস্তারিত পড়ুন]]> পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।



শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার বিকেল ৪টা১০ মিনিটে ডিবির কার্যালয় থেকে তাদের আদালতে আনা হয়। এসময় কোর্ট প্রাঙ্গণে ক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ‘খালেদা জিয়ার মুক্তি’, ‘পার্টি অফিসে গুলি কেন’ সহ বিভিন্ন ধরনে স্লোগান দেন তারা।

এরও আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখায় ডিবি। এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের (৭ ডিসেম্বর) ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে।

৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।

সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7639 0
ব্রিটিশ-পাকিস্তান আমলের ৩৬৯ আইন এখনো বাংলাদেশে চালু https://mstvbd.com/?p=7538 https://mstvbd.com/?p=7538#respond Thu, 03 Nov 2022 16:59:43 +0000 https://mstvbd.com/?p=7538 ...বিস্তারিত পড়ুন]]> ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলের ৩৬৯টি আইন এখনো বাংলাদেশে চালু আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আগে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রচলিত আইনের ৩৬৯টি এখনো বাংলাদেশে চালু আছে। ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলে ওইসব আইন প্রণয়ন করা হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী জানান, সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ দ্বারা প্রচলিত সব আইনের কার্যকারিতা অব্যাহত রাখা হয়। ১৯৭৩ সালের ‘‘বাংলাদেশ ল’স (রিভিশন অ্যান্ড ডিক্লিয়ারেশন) অ্যাক্ট-১৯৭৩’’ প্রণয়নের মাধ্যমে স্বাধীনতা পূর্ব আইনগুলোকে প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজন করে বহাল রাখা হয়েছে।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য থেকে জানা যায়, বাংলাদেশে প্রচলিত বৃটিশ ভারতের আইনের সংখ্যা ২২২টি এবং পাকিস্তান আমলের আইনের সংখ্যা ১৪৭টি। ব্রিটিশ ভারতের প্রথম আইন হচ্ছে ১৭৯৯ সালে প্রণীত দ্য উইলস অ্যান্ড ইনটেসট্যাসি রেগুলেশন। পাকিস্তান আমলে প্রণীত শেষ আইন হচ্ছে দ্য গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অব পোসেশন) অর্ডিন্যান্স-১৯৭০।

অনলাইনে বেতন-ভাতা, পেনশন পরিশোধ চলমান আছে
গণফোরামের মোকাব্বির খানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ২০১৫ সালের বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী সরকারি কর্মচারীরা শ্রেণি বিভাজনের পরিবর্তে বেতন স্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হবেন। সরকারের বিদ্যমান আইন, বিধি ও আদেশ নির্দেশনায় শ্রেণি উল্লেখ থাকায় শ্রেণির পরিবরেত গ্রেড উল্লেখ করে ওইসব আইন, বিধি, আদেশ ও নির্দেশনা সংশোধনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এরইমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

শহিদুল ইসলাম বকুলের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিজীবীদের সার্ভিস বুক এবং পেনশন সংক্রান্ত সব কার্যক্রম ডিজিটালভিত্তিক করার কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন পরিশোধের কার্যক্রম চলমান আছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7538 0
সুষ্ঠু পরিবেশে সবাই আগামী নির্বাচনে অংশ নেবে: আইনমন্ত্রী https://mstvbd.com/?p=7144 https://mstvbd.com/?p=7144#respond Sun, 24 Jul 2022 13:24:21 +0000 https://mstvbd.com/?p=7144 ...বিস্তারিত পড়ুন]]> দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে দাবি করে আগামী জাতীয় নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরও নির্বাচন কমিশনের কথা শোনার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়ালি রাঙ্গামাটির নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।



নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি, আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী- এসব বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। আমার মনে হয়, সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবে, সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করবো।

আনিসুল হক বলেন, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে। সবাই এ নির্বাচনে অংশ নেবে বলে আশা করি।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আজকে বিচার বিভাগের জন্য একটি অত্যন্ত শুভক্ষণ। ২০০৭ সালে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। কিন্তু সেটি কিছুটা কাগজে পৃথকীকরণের মতোই ছিল। আদালত চালানোর জন্য যে ভৌত-কাঠামো দরকার সেগুলো তখন ছিল না।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ভৌত-অবকাঠামো নির্মাণে প্রকল্প হাতে নেয় জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ৩৩টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়েছে ও হস্তান্তর করা হয়েছে এবং সেখানে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। রাঙামাটিতে আমরা ৩৪তম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধন করতে যাচ্ছি।

মন্ত্রী বলেন, আপনারা জানেন, বিচার বিভাগ স্বাধীন, এ স্বাধীনতা বজায় রাখার জন্য বিচার বিভাগকে কিছু সুবিধাদি দিতে হয়। এ ভবন নির্মাণ করা হলে বিচার বিভাগ অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ করতে পারবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7144 0
বিএনপি নেতা ইশরাক কারাগারে https://mstvbd.com/?p=6705 https://mstvbd.com/?p=6705#respond Wed, 06 Apr 2022 08:44:50 +0000 https://mstvbd.com/?p=6705 ...বিস্তারিত পড়ুন]]> দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৬ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ওই মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়।

এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6705 0