তথ্যপ্রযুক্তি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 13 Mar 2022 09:32:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png তথ্যপ্রযুক্তি – MS TV https://mstvbd.com 32 32 গাজীপুরে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে নিহত ৩ https://mstvbd.com/?p=6566 https://mstvbd.com/?p=6566#respond Sun, 13 Mar 2022 09:32:29 +0000 https://mstvbd.com/?p=6566 ...বিস্তারিত পড়ুন]]> গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোরসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) সকালে উপজেলার নম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণগাঁও এলাকার মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), একই গ্রামের আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঈম ও ফারুক মনোহরদী হাসপাতালে নেওয়ার পর মারা যায়। রবিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে শুনেছি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6566 0
কিশোরীর নগ্ন ছবি ফেসবুকে দেওয়ায় দুই যুবক আটক https://mstvbd.com/?p=5773 https://mstvbd.com/?p=5773#respond Mon, 13 Dec 2021 13:04:07 +0000 https://mstvbd.com/?p=5773 ...বিস্তারিত পড়ুন]]> পটুয়াখালীর দুমকিতে এক কিশোরীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার দক্ষিণ মুরাদিয়ার আকন বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- লতিফ আকনের ছেলে হাবিবুর রহমান (২২) ও আবদুল হক আকন এর ছেলে কামরুল ইসলাম (১৯)।

স্থানীয় সূত্র জানায়, তিন মাস আগে ওই কিশোরী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় দুই যুবকসহ চারজন মেয়েটিকে মুখ বেঁধে পাশের পুকুর পাড়ে নিয়ে নগ্ন করে মোবাইল ফোন দিয়ে ছবি তোলে। সাম্প্রতিক ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়িয়ে দেয় তারা। কিশোরী তার অভিভাবকদের বিষয়টি জানালে রোববার দুমকি থানায় অভিযোগ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, কিশোরীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5773 0