আন্তর্জাতিক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 08 Oct 2023 12:20:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আন্তর্জাতিক – MS TV https://mstvbd.com 32 32 বিশ্বকাপের সমস্ত ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দিবেন রশিদ https://mstvbd.com/?p=8241 https://mstvbd.com/?p=8241#respond Sun, 08 Oct 2023 12:20:15 +0000 https://mstvbd.com/?p=8241 ...বিস্তারিত পড়ুন]]> আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একের পর এক শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯ হাজারের বেশি। রোববার (৮ অক্টোবর) দুপুরে বার্তা সংস্থা রয়টার্সের খবরে তালেবান সরকারের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

 

দেশের মানুষের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরোটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের দান করার ঘোষণা দিয়েছেন এই লেগ স্পিনার।

 

রোববার (৮ অক্টোবর) দুপুরে তার ব্যক্তিগত টুইটারে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শিগগিরই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।

 

এদিকে হেরাতের প্রাদেশিক সরকারের উপমুখপাত্র বিলাল করিমি আজ সকালের দিকে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মৃত্যুর সংখ্যা এক হাজারের বেশি। চূড়ান্ত সংখ্যা কত হবে, তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।’

তালেবান সরকারের দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জানান সায়েক রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পে ২ হাজার ৫৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৯ হাজার ২৪০ জন। আর ১ হাজার ৩২৯ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8241 0
ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩ https://mstvbd.com/?p=8200 https://mstvbd.com/?p=8200#respond Wed, 23 Aug 2023 15:34:55 +0000 https://mstvbd.com/?p=8200 ...বিস্তারিত পড়ুন]]> চাঁদে সফলভাবে অবতরণ করলো ভারতের চন্দ্রযান-৩। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়লো তারা। চাঁদে এর আগের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নেমেছিল। তবে অনাবিষ্কৃতই ছিল পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরু।

ভারতের বিজ্ঞানীরা আশা করছেন, চন্দ্রযান-৩ থেকে শিগগির চাঁদের পৃষ্ঠে একটি রোভার নামানো সম্ভব হবে এবং সেটি পৃথিবীতে ছবি ও ভিডিও পাঠাতে পারবে।

এদিকে, চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন ইসরোর কর্মকর্তারা। চন্দ্রজয়ের সাফল্যে উদ্বেলিত ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ভারত চাঁদে পৌঁছেছে। সফট ল্যান্ডিং করতে পেরেছি আমরা।

 

এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শেষ ১৫ মিনিটের যাত্রা। প্রথমে চাঁদের ওপর ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয় ল্যান্ডার বিক্রমকে। অবতরণ স্থল থেকে তার দূরত্ব ছিল ৭৪৫ দশমিক ৫ কিলোমিটার। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের দিকে নেমে আসার প্রক্রিয়ায় ল্যান্ডারের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ কিলোমিটার। এরপর গতি কমিয়ে আনা হয়।

 

৬৯০ সেকেন্ড এভাবে ধীরে ধীরে নামার পর ল্যান্ডারের ইঞ্জিনগুলো কাজ করা শুরু করে। দ্বিতীয় চন্দ্রযানে পাঁচটি ইঞ্জিন ছিল। তৃতীয় চন্দ্রযানে ইঞ্জিনের সংখ্যা কমিয়ে চার করা হয়েছে। সফট ল্যান্ডিংয়ের সময় দুটি ইঞ্জিন চালু রাখা হয়। দ্বিতীয় চন্দ্রযানে যে সেন্ট্রাল ইঞ্জিন ছিল এবার সেটিও বাদ দেওয়া হয়েছে।

ল্যান্ডিংয়ের সময় গতিবেগে গণ্ডগোল হলে বা সেন্সর কাজ না করলে যেন পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেজন্য সফটওয়্যার আরও উন্নত করা হয়।

চাঁদের মাটি থেকে যখন দূরত্ব কমে দাঁড়ায় ৭ দশমিক ৫ কিলোমিটার, তখনই শুরু হয় আসল চ্যালেঞ্জ। এ পর্যায়ে গিয়েই আগেরবার মস্ত বড় ভুল করে ফেলেছিল চন্দ্রযান-২। কিন্তু এবার তা হয়নি। শেষ সাড়ে সাত কিলোমিটারের পথ অত্যন্ত সতর্কভাবে এবং সময় ও গতিবেগ হিসাব করে হালকা পালকের মতো নামে ল্যান্ডিং স্পটে।

চন্দ্রজয়ের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, টিম চন্দ্রযানকে আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর পরিশ্রম করেছেন। দেশের ১৪০ কোটি মানুষকে শুভেচ্ছা। অন্তরীক্ষে নতুন ভারতের উদয় হলো। আমি এখন দক্ষিণ আফ্রিকায় (ব্রিকস সম্মেলনে যোগ দিতে)। তবে দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও ওখানেই ছিল।


 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8200 0
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়ানো https://mstvbd.com/?p=8097 https://mstvbd.com/?p=8097#respond Sat, 03 Jun 2023 17:32:57 +0000 https://mstvbd.com/?p=8097 ...বিস্তারিত পড়ুন]]> ভারতের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৮০৩ জন। গত ২০ বছরের মধ্যে এটি ভারতের সবচেয়ে বড় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা। খবর এনটিভির।

এদিকে উড়িষ্যার ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেছেন, এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

 

নরেন্দ্র মোদী বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় যারা পরিবারের সদস্যদের হারিয়েছে তাদের পাশে রয়েছে সরকার।

 

তবে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। এটি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি মানুষের ভুলে। এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে।

অনেকেই প্রশ্ন তুলছেন কীভাবে করমন্ডল শালিমার এক্সপ্রেস স্থির পণ্যবাহী ট্রেনের লাইনে চলে গেলো। এক্ষেত্রে সংকেতজনিত ভুল ছিল বলে মনে করছেন অনেকে।

 

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিকেল সোয়া ৩টা নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে উড়িষ্যার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি।

স্থানীয় সূত্র বলছে, প্রথমে করমণ্ডল এক্সপ্রেসই তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে একই লাইনে আগে থেকে চলতে থাকা একটি মালগাড়ির পেছনে। আঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির ওপরে উঠে যায়। ২৩টি বগির মধ্যে ১৫টি বগি লাইন থেকে ছিটকে পাশের ডাউন লাইনে ও নর্দমার মধ্যে গিয়ে পড়ে। তখন পাশের সেই লাইন দিয়ে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত যেসব বগি ডাউন লাইনের ওপর পড়েছিল, সেগুলোতে গিয়ে ধাক্কা মারে সুপারফাস্ট এক্সপ্রেস। এতে হাওড়াগামী সেই ট্রেনটিরও দু’টি বগি লাইনচ্যুত হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8097 0
তুরস্ক-সিরিয়ায় চারদিকে লাশের গন্ধ ,নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। https://mstvbd.com/?p=7867 https://mstvbd.com/?p=7867#respond Sat, 11 Feb 2023 11:46:21 +0000 https://mstvbd.com/?p=7867 ...বিস্তারিত পড়ুন]]> ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বিরামহীনভাবে এখনো চলছে উদ্ধার অভিযান। মূলত আটকা পড়াদের জীবিত উদ্ধারে তৎপড়তা জোরালো করা হয়েছে। তবে ঘটনার পর এরই মধ্যে পাঁচদিন পাড় হয়েছে। এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা হয়, তা হবে ‘অলৌকিক’ ঘটনা। ঘটনার স্থল থেকে আল-জাজিরার এক প্রতিবেদকের দেওয়া তথ্যের বরাতে এমনটাই জানা গেছে।

তিনি জানান,চারদিক থেকে আমরা লাশের গন্ধ অনুভব করতে পারছি। আমরা এখানো অনেকের মরদেহ বের করে নিয়ে আসতে দেখছি। তাছাড়া এখনো বহু মানুষ নিখোঁজ। সময় দ্রুত ফুরিয়ে আসছে বলেও জানান তিনি।

এদিকে ভূমিকম্পের পাঁচদিন পর তুরস্কে ধ্বসংস্তূপ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে ওই দুই নারী ১২২ ঘণ্টা আটকা ছিল।

 

আনাদোলু নিউজ এজেন্সির প্রকাশিত ছবিতে দেখা গেছে, কম্বল জড়ানো অবস্থায় তাদের মধ্যে একজনকে উদ্ধারকারীরা বাইরে বের করে নিয়ে আসছেন। একটি অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সের দিকে তাকে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি তুরস্কের কাহরামানমারা প্রদেশের। ৭০ বছর বয়সী ওই নারীর নাম মেনেকসে তাবাক বলে জানা গেছে।

 

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর পেরিয়ে গেছে পাঁচদিন। ঘণ্টার হিসাবে ১২৭’র বেশি। তাই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের জীবিত উদ্ধারের আশা প্রায় ফুরিয়েই এসেছে। অথচ এখনো নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের উদ্ধারে আরও সময় দরকার। কিন্তু সময়ের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছেন উদ্ধারকারীরা। আর জিতে যাচ্ছে মৃত্যু।

শনিবার (১১ ফেব্রুয়রি) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গত সোমবারের প্রলয়ংকরী ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ২৪ হাজার ছাড়িয়েছে। তবে উদ্ধারকারীরা আটকেপড়া লোকদের উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তুর্কি কর্তৃপক্ষ এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সবশেষ তথ্যমতে, দেশ দুটিতে এ পর্যন্ত ২৪ হাজার ৪৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ। এছাড়া কেবল তুরস্কেই আহত হয়েছেন ৮০ হাজারের বেশি লোক।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7867 0
পাকিস্তানে মসজিদে নামাজ চলাকালে বোমা হামলায় এখন পর্যন্ত নিহত ৭২ https://mstvbd.com/?p=7833 https://mstvbd.com/?p=7833#respond Tue, 31 Jan 2023 04:14:05 +0000 https://mstvbd.com/?p=7833 ...বিস্তারিত পড়ুন]]> পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। আহত হয়েছেন আরও অন্তত দেড়শ জন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে মসজিদের ধ্বংসাবশেষ থেকে আরও নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশ বলছে, দুপুর ১টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। মুসল্লিরা জোহরের নামাজ আদায় করছিলেন এ সময়।

নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, আত্মঘাতী হামলাকারী জোহরের নামাজের সময় সামনের সারিতে ছিলেন। পুলিশ আরও জানায়, মসজিদের ইমাম সাহেবজাদা নূর উল আমিনও বিস্ফোরণে মারা গেছেন।

এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান এ ঘটনায় মঙ্গলবার একদিনের শোক ঘোষণা করেছেন। প্রদেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে মঙ্গলবার।

এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেশওয়ারে যান সেদিনই। নগরীর লেডি রিডিং হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম জাহ আনসারি বলেছেন. হামলা কীভাবে হয়েছিল এবং সন্ত্রাসীরা কীভাবে প্রবেশ করে সে সম্পর্কে তদন্ত চলছে। এ হামলার পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7833 0
পাকিস্তানে মসজিদে নামাজ চলাকালে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ https://mstvbd.com/?p=7829 https://mstvbd.com/?p=7829#respond Tue, 31 Jan 2023 04:04:24 +0000 https://mstvbd.com/?p=7829 ...বিস্তারিত পড়ুন]]> পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানানো তথ্যের বরাতে জানা যায়, এ ঘটনায় অন্তত ৩২ নিহত ও ১৮৭ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে ভয়াবহ এ ঘটনা ঘটে।

দেশটির নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা জানান, সোমবার পুলিশের দুটি চেকপোস্ট ফাঁকি দিয়ে ওই এলাকায় প্রবেশ করেন হামলাকারী। মসজিদটিতে জোহরের নামাজ চলাকালে সামনের কাতারে ছিলেন তিনি। এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

পেশোয়ারের জেলা প্রশাসক শফি উল্লাহ খান বলেন, আত্মঘাতী হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। সুতরাং নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের জন্য রক্ত সহায়তা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান পেশোয়ারের সব হাসপাতালে চিকিৎসাসেবার জরুরি অবস্থা জারি করেছেন। অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী উদ্ধারকারী সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা দ্রুত করার নির্দেশও দিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, তিনি যখন মসজিদে যাচ্ছিলেন তখনই বিস্ফোরণ ঘটে। এটি শক্তিশালী বিস্ফোরণ ছিল। বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয় চারপাশ। তিনি আরও জানান, তার জ্ঞান ফিরলে মসজিদের ছাদ ভেঙে পড়তে দেখেন।

সিভিল সেক্রেটারিয়েট অ্যাসোসিয়েশন পেশোয়ারের সভাপতি তাসাভুর ইকবাল বলেন, আমি নিয়মিত ওই মসজিদে নামাজ পড়ি পুলিশ লাইন্স এলাকার নিরাপত্তা সবসময়ই কড়া থাকে। এমনকি পরিচয় দেওয়া ও দেহ তল্লাশি ছাড়া কেউই ওই এলাকায় প্রবেশ করতে পারে না।

ইকবাল আরও বলেন, ‘আজ যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি একটি বড় মসজিদ, যেখানে একই সময়ে চারশ-পাঁচশ মানুষ নামাজ আদায় করতে পারেন। বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে।’

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলা প্রমাণ করে, ইসলামের সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের কোনো সম্পর্ক নেই।

এদিকে, টুইটারে এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7829 0
রোববার ১৩১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করতে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী https://mstvbd.com/?p=7776 https://mstvbd.com/?p=7776#respond Sat, 28 Jan 2023 06:45:10 +0000 https://mstvbd.com/?p=7776 ...বিস্তারিত পড়ুন]]>
Coming Soon
আপনার মতামত প্রকাশ করুন
আপনার মতামত প্রকাশ করুন
আপনার মতামত প্রকাশ করুন
Coming Soon
আপনার মতামত প্রকাশ করুন
আপনার মতামত প্রকাশ করুন
আপনার মতামত প্রকাশ করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সফরে রাজশাহী যাচ্ছেন। এ সফরে তিনি এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ২৫টি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে বলে জানা গেছে।

বাস্তবায়িত প্রকল্পগুলো হলো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। প্রায় পাঁচ কোটি তিন লাখ টাকা ব্যয়ে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে এ ম্যুরালটি নির্মাণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

সিটি করপোরেশনের বাস্তবায়িত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শেখ রাসেল শিশুপার্ক, মোহনপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার, চার লেনের সড়ক, ভদ্রা রেলক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ রোড ডিভাইডার।

সড়ক ও জনপথ বিভাগ প্রায় ১১৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে পুঠিয়া থেকে বাগমারা পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণ করেছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রায় ১০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রধান কার্যালয়ের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারণ করেছে। প্রায় ২০ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তর ভবন নির্মাণ করেছে।

 

নগরীর লক্ষ্মীপুর এলাকায় প্রায় ১৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, মোহনপুরে ২২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, ২২ কোটি ৯০ লাখ টাকায় রাজশাহী শিশু হাসপাতাল, ১৫ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, ১২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সমাজসেবা ভবন নির্মিত হয়েছে।

রাজশাহী সরকারি মহিলা কলেজে প্রায় পাঁচ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ছয় তলার ওপর দোতলা মহিলা হোস্টেল ভবন, চারঘাটে ১৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন, চার কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে রাজশাহী সিভিল সার্জনের অফিস নির্মাণ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7776 0
ভারতে সেতু ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪১, গ্রেফতার ৯ https://mstvbd.com/?p=7530 https://mstvbd.com/?p=7530#respond Tue, 01 Nov 2022 02:29:40 +0000 https://mstvbd.com/?p=7530 ...বিস্তারিত পড়ুন]]> ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছে আরও শতাধিক মানুষ। এ ঘটনায় সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির নয়জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, ১৪০ বছরের পুরোনো সেতুটি ধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জন। আরও শতাধিক মানুষ এখনো নিখোঁজ। তাদের জীবিত উদ্ধারের আশা দ্রুত ফুরিয়ে আসছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মরবি শহরে মাচ্ছু নদীর ওপর অবস্থিত প্রাচীন সেতুটি বিপুল খরচে সংস্কারের পর মাত্র পাঁচদিন আগে খুলে দেওয়া হয়েছিল। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিতে হঠাৎ ভেঙে পড়ে সেটি।

রাজকোট রেঞ্জের মহাপরিদর্শক অশোক যাদবের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, এ ঘটনায় সংস্কার ও রক্ষাণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

অশোক বলেছেন, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর আমরা নয়জনকে গ্রেফতার করেছি। তাদের মধ্যে ওরেভা গ্রুপের ব্যবস্থাপক এবং টিকিট ক্লার্কও রয়েছেন।

জানা যায়, কিছুদিন আগেই সেতুটি সংস্কারে দুই কোটি রুপি খরচ করেছে বলে দাবি করেছিল ওরেভা গ্রুপ। কিন্তু সেতু রক্ষণাবেক্ষণে তাদের দায়িত্ব দেওয়া নিয়েই এখন প্রশ্ন উঠছে।

একসময় নিজেদের ‘বিশ্বের বৃহত্তম ঘড়ি প্রস্তুতকারক’ বলে দাবি করতো কোম্পানিটি। পরে তারা আলোকসজ্জা পণ্য, ব্যাটারিচালিত বাইক, গৃহস্থালীয় পণ্য ও টিভি উৎপাদন শুরু করে।

এমন একটি কোম্পানিকে কেন ঐতিহাসিক সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
অশোক যাদব জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7530 0
লেবার পার্টি থেকে বহিষ্কার ব্রিটিশ এমপি রূপা হক https://mstvbd.com/?p=7415 https://mstvbd.com/?p=7415#respond Wed, 28 Sep 2022 02:33:23 +0000 https://mstvbd.com/?p=7415 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রূপা হককে তার দল লেবার পার্টি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছে , সোমবার (২৭ সেপ্টেম্বর) লিভারপুলে লেবার পার্টির কনফারেন্স ফ্রিঞ্জ ইভেন্ট চলাকালে দেশটির অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়কে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সে মন্তব্য নিয়ে কড়া সমালোচনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় লেবার পার্টি।  

রূপা হকের এমন মন্তব্যের পরে তাকে দলীয় হুইপ পদ থেকেও প্রত্যাহার করা হয়েছে। লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় তাকে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে।   

লেবার পার্টির অন্য নেতারাও এমন মন্তব্যের জন্য রূপা হককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, রূপা ওই কনফারেন্সে বলেন, কোয়াসিকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি একজন কৃষ্ণাঙ্গ। কারণ তিনি ভালো ও দামি স্কুলে পড়ালেখা করেছে। দেশের সব অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। আপনি যদি বিবিসির ‘টুডে’ প্রোগ্রামে তার কথা শোনেন, আপনি বুঝতেই পারবেন না যে তিনি কালো।

বিবিসি পরবর্তীতে জানায়, এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রূপা।

টোরি পার্টির চেয়ার জেক বেরি তার এ মন্তব্যকে বর্ণবাদী ও ঘৃণ্য বলে অভিহিত করেছেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার বলেন, এ মন্তব্য অগ্রহণযোগ্য।

বিবিসির পলিটিক্স লাইভ প্রোগ্রামে কথা বলার সময় রেনার বলেন, পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডেভিড ল্যামিও মন্তব্যটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। মিসেস হকের ক্ষমা চাওয়া উচিত। আমি নিজেও এমন মন্তব্য করতাম না।

বিবিসির পলিটিক্স লাইভ প্রোগ্রামে কথা বলার সময় রেনার বলেন, পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডেভিড ল্যামিও মন্তব্যটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। মিসেস হকের ক্ষমা চাওয়া উচিত। আমি নিজেও এমন মন্তব্য করতাম না।

লিভারপুলে লেবার পার্টির কনফারেন্সে দলের নেতা কিয়ার স্টারমারের বক্তব্য শুরুর কিছু সময় আগে রূপার ওই মন্তব্যের অডিও ক্লিপ প্রকাশ করে গুইডো ফকস ওয়েবসাইট।

তার ওই মন্তব্যের অডিও প্রকাশ হলে ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। টোরিরা দাবি তোলেন, ওই মন্তব্যের জন্য লেবার এমপিকে ক্ষমা চাইতে হবে। এমনকি রূপার নিজের দলের নেতারাও তার মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেন।

বহিষ্কারের খবর পাওয়ার পর রূপা হক এক টুইটে লেখেন, আমি কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে যোগাযোগ করেছি ও আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছি।

‘আমার মন্তব্য সুবিবেচনাপ্রসূত ছিল না। ওই মন্তব্যে যারা আঘাত পেয়েছেন, আমি মন থেকে তাদের কাছে ক্ষমা চাইছি।

এ মাসের শুরুতে ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া কোয়াসি কোয়ার্টেং পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করেছেন। তার পূর্বপুরুষরা এসেছিলেন আফ্রিকার দেশ ঘানা থেকে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7415 0
চীনে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৯৩ https://mstvbd.com/?p=7304 https://mstvbd.com/?p=7304#respond Mon, 12 Sep 2022 08:15:30 +0000 https://mstvbd.com/?p=7304 ...বিস্তারিত পড়ুন]]> চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ২০১৭ সালের পর ভয়াবহ এই ভূমিকম্পে আরও বহু মানুষ আহত হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে সিচুয়ান প্রদেশে ওই ভূমিকম্পটি আঘাত হানে। এতে প্রদেশের গাঞ্জে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৫ জন নিখোঁজ রয়েছে।

ভারি বর্ষণ এবং ভূমিধসের ঝুঁকি থাকায় জীবিত ও মরদেহ উদ্ধারে তল্লাশি ও উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। এছাড়া বহু মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংসহ কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। সেখানে ইতোমধ্যেই লাখ লাখ মানুষ করোনাভাইরাসের কারণে লকডাউনের আওতায় রয়েছে। ফলে লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যাওয়ার অনুমতি পাননি।

চীনের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ হয়ে উঠেছে।

এর আগে ২০০৮ সালে সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা যায়। সে সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত জুনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দফায় ভূমিকম্পে অন্তত চারজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়।

এদিকে চেংডুর স্থানীয় কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, যেসব জেলায় নতুন করে কোভিড সংক্রমণ ধরা পড়বে না সেখানে সোমবার থেকে লকডাউন তুলে নেওয়া হবে। বর্তমানে ওই প্রদেশের ২ কোটি ১০ লাখের মতো মানুষ লকডাউনের আওতায় রয়েছে। নতুন করে ওই শহরে ১৪৩টি কেস শনাক্ত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই উপসর্গহীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7304 0