অপরাধ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 19 Jun 2023 09:43:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png অপরাধ – MS TV https://mstvbd.com 32 32 কুমিল্লায় শিশু ধর্ষণকারী ভন্ডপীর শুদ্ধভাবে আরবি পড়তে পারেন না https://mstvbd.com/?p=8148 https://mstvbd.com/?p=8148#respond Mon, 19 Jun 2023 09:43:32 +0000 https://mstvbd.com/?p=8148 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার দেবিদ্বারে লিচুর প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় কথিত পীর মোহাম্মদ ইকবাল হোসাইন শাহ সুন্নি আল কাদেরী ওরফে মাওলানা প্রফেসর মো. ইকবাল হোসাইন (৪৫) শুদ্ধভাবে আরবি পড়তে পারতেন না। নিজের ধর্মীয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পর্যন্ত ছিল না। অথচ স্বনামধন্য একটি দরবার শরীফের অনুসারী ও প্রতিনিধি হিসেবে নিজ বাড়িতে একটি আস্তানা গড়ে তুলেছিল।

রোববার (১৮ জুন) রাজধানীর মিরপুর থেকে ইকবাল হোসাইনকে গ্রেফতার করে র‍্যাব। সোমবার (১৯ জুন) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন,গেল ২ জুন কুমিল্লার দেবিদ্বারে শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির‍্যাতন দমন আইনে মামলা করেন।

খন্দকার আল মঈন জানান, র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে গতরাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ভণ্ডপীর মোহাম্মদ ইকবাল হোসাইন শাহ সুন্নি আল কাদেরী ওরফে মাওলানা প্রফেসর মো. ইকবাল হোসাইনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী ইকবালের বাড়ির পাশের মাঠে খেলতে গেলে তাকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে তার আস্তানায় ডেকে নিয়ে যান। এরপর শিশুটির ওপর শারীরিক নির‍্যাতন চালানো হয়। একপর‍্যায়ে শিশুটি সেখান থেকে পালিয়ে বাড়িতে গেলে তার মা ঘটনা আঁচ করতে পেরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ইকবাল এবং তার অনুসারীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতিও দেখায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ আস্তানা ছেড়ে আত্মগোপনে চলে যান কথিত পীর।

 

খন্দকার আল মঈন আরও বলেন, ইকবাল কুমিল্লার চান্দিনা এলাকার তথাকথিত একজন পীরের মুরিদ এবং স্বনামধন্য একটি দরবার শরীফের অনুসারী ও প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করে প্রতারণার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তার বাড়িতে একটি আস্তানা গড়ে তোলেন। তার ধর্মীয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় শুদ্ধভাবে আরবি পড়তে পারতেন না। বিভিন্ন ইসলামিক বই পড়ে ও মোবাইলে বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে কিছু ধর্মীয় বিষয় মুখস্ত করে সপ্তাহে একদিন তার আস্তানায় জমজমাট আসর বসিয়ে বক্তব্য দিতেন। নিজ আস্তানার বাইরেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও বক্তব্য দিতেন। তার আস্তানায় আগত লোকজন মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম চালাতো বলে জানা যায়।

এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকবাল নিজের এবং তার আস্তানার বিভিন্ন আইডি ও পেজ খুলে প্রচার-প্রচারণা করে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। কয়েকবার অসামাজিক কার্যক্রমে লিপ্ত হলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। তার অন্ধ ভক্তরা তাকে হাদিয়া স্বরূপ টাকা-পয়সা, স্বর্ণ অলংকার ও গবাদী পশু প্রদান করতেন। যা নিজের ও নিজের আস্তানার জন্য ব্যয় করতেন কথিত এই পীর।

র‍্যাব জানায়, গ্রেফতার ইকবাল কুমিল্লার একটি স্থানীয় কলেজ থেকে স্মাতক সম্পন্ন করে বিভিন্ন কলেজে চুক্তিভিত্তিক শিক্ষকতা করতেন এবং স্থানীয় লোকজন তাকে প্রসেফর বলে ডাকতেন। একপর‍্যায়ে স্থায়ী কোনো চাকরি না পেয়ে সহজে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে স্থানীয় জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেকে কথিত পীর হিসেবে দাবি করেন।

পরবর্তীতে বেশভূষা ও চলাফেরায় পরিবর্তন এনে নামের শেষে শাহ সুন্নি আল কাদেরী উপাধি যুক্ত করের। ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে এলাকার স্থানীয় লোকদের অন্ধবিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন।

শিশু ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পরপরই গা-ঢাকা দেন। প্রথমে কক্সবাজার ও পরবর্তীতে নারায়ণগঞ্জে আত্মগোপন করে ছিলেন। সর্বশেষ রাজধানীর মিরপুরে এক বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় র‍্যাব তাকে গ্রেফতার করে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8148 0
আখাউড়ায় ইসলামিক বক্তা নূরীর জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় আটক ৪ https://mstvbd.com/?p=7959 https://mstvbd.com/?p=7959#respond Wed, 08 Mar 2023 16:22:04 +0000 https://mstvbd.com/?p=7959 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত চাঞ্চল্যকর ইসলামিক বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরীর জিহ্বা কেটে হত্যা চেষ্টা মামলায় চারজনকে আটক করেছে র‌্যাব- ৯।

 

বুধবার (৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা বাস স্ট্যান্ড সংলগ্ন র‌্যাব-৯ এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

 

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়া ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮) ,হাজী আমির আলী ভূঁইয়া ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার থানার বিংলা বাড়ি গ্রামের মৃত শেবু মিয়া ছেলে মো.আমিরুল ইসলাম রিমন (২০) তার বর্তমান ঠিকানা চাওড়া দৌলত বাড়ি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক বলেন, গত ৫ মার্চ রবিবার রাত সোয়া বারোটার দিকে হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরী বিজয়নগরের দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষ করে তার পরিচিত একজনসহ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর রেল ক্রসিং এর উত্তর পাশে ফাঁকা রাস্তার পাশে পৌছামাত্র অজ্ঞাতনামা কয়জন কয়েকজন তাকে হামলা করে তার জিহ্বা কেটে ফেলে।

 

এ ঘটনায় আহতের চাচা মোঃ আব্দুল বাছির ভূঁইয়া (৫৫) বাদী হয়ে এজহার নামীয় ২ জন সহ অজ্ঞাত নামা ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

 

ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তোলে এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে,ছায়া তদন্তের এক পর্যায়ে র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের একাধিক আভিযানিক দল ৭ মার্চ হত্যা চেষ্টার সাথে জড়িত ১ জন এজহারভুক্ত আসামি সহ ৪ জনকে আটক করেছে।

 

সূত্রমতে এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহ্বা কাঁটার ঘটনা সম্পর্কে জানা যায় যে ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম নূরীর দৌলত বাড়ি মাহফিলে বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই এবং সেই বক্তব্যে তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ভিকটিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেই যার ফলশ্রুতিতে ফেরার পথে আসামিরা ভিকটিমের উপর অতর্কিত হামলা করে হামলার ফলে জিহ্বা কেটে যায়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7959 0
যশোরের নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করে কারাগারে যুবলীগ নেতা https://mstvbd.com/?p=7920 https://mstvbd.com/?p=7920#respond Sun, 05 Mar 2023 15:52:17 +0000 https://mstvbd.com/?p=7920 ...বিস্তারিত পড়ুন]]> যশোরে যুবলীগ নেতা ম্যানসেলের নেতৃত্বে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (৫ মার্চ) দুপুরে শহরের মুজিব সড়কের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ওই সময় হামলাকারীরা এক কর্মচারীকে মারধরের পর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তারপর পুলিশ ঘটনাস্থল থেকে ম্যানসেল ও তার তিন সহযোগীকে আটক করে। এ ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বাদী হয়ে থানায় মামলা করলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং হত্যা, চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন মামলার আসামি।

গ্রেফতার অন্যরা হলেন, মাহবুব রহমান ম্যানসেলের সহযোগী রাকিব হাসান ওরফে ভাইপো রাকিব, অনিক হাসান মেহেদী এবং মীর সাদি।

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি কবি শেখর জানান, রোববার দুপুরে ম্যানসেল নামে একজন তাদের কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর জরুরি বিভাগে তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এসময় অফিসের প্রধান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে তিনি রুমের বাইরে আসেন।

থেরাপি মেশিন চালু না করে রুমের বাইরে আসায় ম্যানসেল ও তার সঙ্গে থাকা লোকজন আল আমিনকে ডেকে নিয়ে মারধর শুরু করেন। তার চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে গালিগালাজ করে তাকে মারতে উদ্যত হন অভিযুক্তরা। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করে মোবাইলফোন কেড়ে নেওয়া হয়।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ম্যানসেলসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর মুনা আফরিন আটক চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও তিন/চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর সন্ধ্যায় পুলিশ ওই চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মারুফ আহমেদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, আমরা চাকরি জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। অফিসে কর্মরত অবস্থায় এভাবে লাঞ্ছিত হতে হবে কখনো ভাবতে পারিনি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক শফিকুল আলম জানান, সরকারি অফিসে ঢুকে কাজে বাধা দেওয়া, কর্মকর্তাকে শ্লীলতাহানি, কর্মচারীতে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার সবাই পুলিশের তালিকাভুক্ত আসামি। তাদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7920 0
কসবায় মাতালের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী,সামনে যাকে পায় তাকেই ধরে মারধর https://mstvbd.com/?p=7859 https://mstvbd.com/?p=7859#respond Thu, 09 Feb 2023 13:27:44 +0000 https://mstvbd.com/?p=7859 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামোড়া গ্রামে এক মাদকাসক্ত ব্যক্তির ভয়ে আতঙ্কিত ওই এলাকার মানুষ, এরই মধ্যে বাছির মিয়া নামক এক হতদরিদ্র ব্যক্তির বাড়িতে আকস্মিক হামলা চালিয়ে তার বসতঘর এলোপাথাড়ি কুপিয়ে তছনছ করেছে ওই মাদকাসক্ত ব্যক্তি।

গেল বুধবার (৮ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে এমনটাই দেখে গেছে,এসময় ভুক্তভোগী বাছির মিয়া ও তার স্ত্রী তাদের বসতঘরের সামনে বসে অঝোরে কাঁদছে,আর ওই ঘরের বেড়া ও ভিতরে থাকা আসবাবপত্র দাঁড়ালো অস্ত্র দিয়ে কেউ যেন কুপিয়ে তছনছ করে ফেলেছে।

কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানতে চাওয়া হলে,ভুক্তভোগী বাছির মিয়া কান্না জড়িত কন্ঠে জানান, গেল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রঙ্গ মিয়া মদ্যপান করে মাতাল হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে,এরপর থেকে ন্যায় বিচারের আশায় স্থানীয় জনপ্রতিনিধির নিকট একাধিকবার গেলেও তিনি গরিব বলে তারা এ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখার অভিযোগও পাওয়া গেছে। ফলে নিরুপায় হয়ে তার বসতঘরের সামনেই প্রায় সাত দিন ধরে এভাবেই বসে কান্নাকাটি করছেন এ ভুক্তভোগী পরিবারটি।

এদিকে এ বিষয়ে স্থানীয়রা জানান,রঙ্গু মিয়া প্রতিনিয়ত মাদক সেবন করে রাস্তাঘাটে তার সামনে যাকে পায় তাকেই ধরে মারে,ফলে তার ভয়ে আতঙ্কিত পুরো এলাকা ,কেউ প্রতিবাদ করলে তার দলবল নিয়ে এভাবেই তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়। মাদকাসক্ত রঙ্গ মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জোর দাবি জানান তারা।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7859 0
কসবায় এক ভয়ংকর সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের আবির্ভাব https://mstvbd.com/?p=7854 https://mstvbd.com/?p=7854#respond Tue, 07 Feb 2023 12:08:43 +0000 https://mstvbd.com/?p=7854 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সমাজের সুশীল ও শান্তিপ্রিয় মানুষের নামে অযৌক্তিক ও মনগড়া বিভিন্ন কিচ্ছা কাহিনী সাজিয়ে মিথ্যা অভিযোগ তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার একটি প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে‌। যদিও কসবায় এর পূর্বে এমন সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান তেমন একটা পাওয়া যায়নি,এর কারণ মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের তীর্থভূমি এ জনপদের মানুষ সর্বদা স্পষ্টবাদী ও সত্য বলতে স্বাচ্ছন্দ বোধ করেন। কিন্তু অপরদিকে এই প্রতারক চক্রের পুরুষ সদস্যরা সাহেদ বাটপারের মততো বটেই নারী সদস্যরা যেন আরো একধাপ এগিয়ে,তারা বিভিন্ন চরিত্রে ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের ন্যায় মায়া কান্না অভিনয়ের মাধ্যমে বিভিন্ন মহলের দুর্বলতা অর্জন করতে খুবই পটু বলেও জানা গেছে।

দর্শক সমাজের কিছু চিহ্নিত দালাল বাটপারদের নিয়ে গঠিত এ প্রতারক চক্রের মূল হোতা হলেন, উপজেলার কুটি ইউনিয়নের মাজখার বাগুর গ্ৰামের মনিরুল ইসলামের ছেলে আমজাদুল ইসলাম, এ প্রতারক চক্রের অপর সহযোগীরা হলেন মনিরুল ইসলাম,পারভিন বেগম,একই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী কুলসুম বেগম, উপজেলার বিশরাবাড়ি এলাকার আবু তাহের মিয়ার ছেলে গোলাম মোস্তফাসহ আরো অনেকে রয়েছে, তাদের সমস্ত জাল-জালিয়াতি ও প্রতারণার নথিপত্রসহ কারা এর পিছন থেকে কলকাটি নাড়ছে তাদের নাম পরিচয় খুব শীঘ্রই উন্মোচন করা হবে।

এদিকে অনুসন্ধানে জানা গেছে,গেল বছরের শেষের দিকে চিহ্নিত কিছু দালাল বাটপারের মাধ্যমে কসবা থানায় পরপর বেশ কয়েকটি লিখিত অভিযোগ দায়ের করেন এ প্রতারক চক্রটি,ওই অভিযোগ গুলোতে দেখা যায় কারো থেকে ৭ লাখ,কারো থেকে ৮ লাখ,আবার কারো থেকে ১০ লাখ টাকা পাওয়ার কথা জানিয়ে বিভিন্ন স্থান ও কাল উল্লেখ করেন তারা, যে ঘটনার সাথে বাস্তবের কোন সাদৃশ্য মিল না পাওয়ায় ওই অভিযোগগুলোকে খারিজ করেদেন কসবা থানা পুলিশ, এবং একপর্যায়ে তাদের থেকে মুচলেকাও রাখা হয় পুলিশের পক্ষ থেকে, এগুলোর মধ্য দিয়ে সারলিসীর নামে ভয় ভিত্তি দেখিয়ে ভুয়া ডকুমেন্ট দিয়ে এক মহিলা থেকে ৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার কথাও জানা গেছে, যার সাক্ষী কসবা থানা আজও বহন করছে, এদের এসব মিথ্যাচার ও হুমকি দামকি থেকে রক্ষা পেতে ওই সময় আরেক ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি করেন,যা তদন্ত সাপেক্ষে থানা পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় এই প্রতারক চক্রটির বিরুদ্ধে মহামান্য আদালতের নিকট অভিযোগ পত্র দাখিল করেন,যা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুটিশিয়াল আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান গেছে।

ওই ভুক্তভোগী জানান,সাম্প্রতিক সময়ে তারা আমার স্বাক্ষর দাবি করে যে অঙ্গীকারনামা তৈরি করেছে সে স্বাক্ষরটি আমার নয়,যা এমনিতেই দেখলেই বোঝা যায়,তারপরও আমি মহামান্য আদালতের নিকট অনুরোধ করবো হস্তলেখা বিশেষজ্ঞ ও এক্সপার্ট দ্বারা এ স্বাক্ষরটি যাচাই করা হোক,যদি এ স্বাক্ষরটি আমার হয় তাহলে আইনের মাধ্যমে আমার যে সাজা হবে তা আমি মেনে নেব,আর যদি তা আমার স্বাক্ষর না হয় তাহলে এ প্রতারক চক্রের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিও জানাচ্ছি। এর কারণ এটি সত্যের সাথে মিথ্যার লড়াই, এ প্রতারক চক্রটিকে কোন ভাবেই ছাড় দেওয়া যাবে না, কারণ আজ তাদেরকে ছাড় দিলে আগামী দিন অন্য কাউকে টার্গেট করবে তারা তাদের বানানো এ ভুয়া ডকুমেন্টিকে পরীক্ষা-নিরীক্ষা করলেই এ প্রতারক চক্রটির সাথে আর কারা কারা জড়িত তা স্থলের বিড়ালের ন্যায় বেরিয়ে আসবে।

এই প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যানের এড. রাশেদুল কাউসার জীবনসহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7854 0
ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীর গলা ও হাত-পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা https://mstvbd.com/?p=7756 https://mstvbd.com/?p=7756#respond Thu, 12 Jan 2023 09:45:05 +0000 https://mstvbd.com/?p=7756 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়া শহরে সামিয়া (১৫) নামে এক কিশোরীর ঘরে ঢুকে দুই হাত ও দুই পায়ের রগ এবং গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামের রাশেদ মিয়ার মেয়ে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতেন।

ভুক্তভোগীর পরিবার ও হাসপাতালে বরাতে জানা যায়, সামিয়ার বোন সকালে সামিয়া ও তার এক ভাগ্নিকে বাড়িতে রেখে বাজারে যান। সানিয়াকে ঘরে রেখে তার ভাগ্নি ছাদে যায়। এর কিছুক্ষণ পরই সামিয়ার চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা দৌড়ে তার কক্ষে যান। সেখানে গিয়ে তারা দেখেন সামিয়া মেঝেতে পড়ে ছটফট করে কান্না করছে। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) সহ পুলিশের একটি দল।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, ওই কিশোরীকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখান থেকে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। তবে সে আশংকামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, খবর পেয়ে ওসি স্যারসহ আমরা হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। হামলাকারীকে তারা কাউ দেখেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটিয়েছে। আশা করছি, তদন্তে ঘটনার রহস্য উদঘাটিত হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7756 0
নাটোরে অজ্ঞাত যুবকের হাতকড়া পরা অবস্থায় মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=7745 https://mstvbd.com/?p=7745#respond Tue, 10 Jan 2023 08:52:50 +0000 https://mstvbd.com/?p=7745 ...বিস্তারিত পড়ুন]]> নাটোরে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার বলেন, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পড়া মরদেহটি মাঠের মাঝখানে উপুড় হয়ে পড়েছিল। তার দুহাত পেছনে হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া তার দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।


বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতকড়া ও মরদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে মরদেহ শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7745 0
কসবায় ফের ৩৪ কেজি গাঁজাসহ আটক এক https://mstvbd.com/?p=7678 https://mstvbd.com/?p=7678#respond Wed, 21 Dec 2022 11:35:22 +0000 https://mstvbd.com/?p=7678 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের ৩৪কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী বেলতলী এলাকার মাসুম মিয়ার বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

আটককৃত ওই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলা বায়েক ইউনিয়নের বেলতনী গ্ৰামের মৃত সামাদ মিয়ার ছেলে মাসুম মিয়া(৪৫)।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএসটিভিকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল কামরুল ইসলামের দিক নির্দেশনায় কসবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম মিয়াকে আটক করতে সক্ষম হয়, এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে ও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7678 0
কসবায় র়্যাবের উপর হামলা চালানো যুবক পুলিশের হাতে ধরা https://mstvbd.com/?p=7618 https://mstvbd.com/?p=7618#respond Mon, 05 Dec 2022 09:05:42 +0000 https://mstvbd.com/?p=7618 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে র়্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের উপর হামলা চালানোর অভিযোগে একরাম হোসেন জনি (২৩) ওরফে বাবু নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

গেল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার জাজিসার গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, গেল মাসের ৩ নভেম্বর ভোরে উপজেলার শিমরাইল এলাকা থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করে র়্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের একটি টহল দল,সে সময় মাদক চোরাকারবারীরা হামলা চালিয়ে ওই সব মাদক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, এ সময় র়্যাব বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়,ওই সময় ২ র়্যাব সদস্য তাদের হামলায় গুরুতর আহত হয়,এরপর নিজেদের আত্মরক্ষায় ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন র়্যাব,এ ঘটনায় সম্পৃক্ত বেশ কয়েকজন মাদক চোরাকারবারীদের আসামি করে ৪ নভেম্বর সকালে কসবা থানায় আহত র়্যাব- সদস্য নায়েক সুবেদার জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। যার বরাতে তাকে গ্ৰেফতার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7618 0
কসবায় গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার: স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা। https://mstvbd.com/?p=7558 https://mstvbd.com/?p=7558#respond Tue, 08 Nov 2022 08:11:05 +0000 https://mstvbd.com/?p=7558 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কাশীরামপুর গ্রামে শশুর বাড়ি থেকে এক গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহতের স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

গেল রবিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের কাশীরামপুর গ্রামের ছবি মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই গৃহবধূ নাম নাসিমা আক্তার(২২),সে একই ইউনিয়নের বেলতলী গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গেল তিন বছর পূর্বে কাশিরামপুর গ্রামের ছবি মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী মোহন মিয়ার (৩২) সঙ্গে ইসলামী রেওয়াজ অনুযায়ী তার বিয়ে হয়েছিল ,এরপর থেকে স্বামী মোহন মিয়া,শশুর ছবি মিয়া,শাশুড়ি জমিলা খাতুন, চাচা শ্বশুর নবি মিয়া ওই গৃহবধূ নাসিমা আক্তারকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা শুরু করে। এ নিয়ে গেল দেড় বছর পূর্বে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নাসিমা আক্তার বাদী হয়ে একটি মামলা করেছিলেন,সে সময় কথিত কথিত সমাজ পতিদের মাধ্যমে পরবর্তীতে তাকে আর নির্যাতন করা হবে না এমন আশ্বাসে সালিশির মাধ্যমে সমাধান করে পুনরায় তাকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়,এরপর কিছুদিন ভালোভাবে চলার পর নাসিমা আক্তার এক সন্তানের জননী হন। যে সন্তানের বয়স বর্তমানে এক বছর।

নিহতের বড় ভাই রিয়াজ মাহমুদ আরো জানান, ওই সারলিশির পরেও বিভিন্ন সময় তার বোন নাসিমা আক্তারকে তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী মোহন মিয়ার নির্দেশে শ্বশুর বাড়ির লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো, এক পর্যায়ে তারা তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলেও জানান তিনি, বোন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএসটিভিকে জানান, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে, ইতিমধ্যে নিহতের বড় ভাই বাদী হয়ে কসবা থানায় আত্মহত্যা প্ররোচনা আইনে একটি মামলা দায়ের করেছেন,এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি,অভিযুক্তদের আটক করা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7558 0