চট্টগ্রাম – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 06 Jan 2024 17:18:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png চট্টগ্রাম – MS TV https://mstvbd.com 32 32 চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বহনকারী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা https://mstvbd.com/?p=8361 https://mstvbd.com/?p=8361#respond Sat, 06 Jan 2024 17:18:23 +0000 https://mstvbd.com/?p=8361 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আগুনে পোড়া বাসটি সরকারিভাবে রিকুইজিশন করা। বাসটি কিক ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রের সরঞ্জামসহ নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে যায়।

 

পুলিশ বলছে দুর্বুত্তরা বাসটিতে আগুন দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এদিকে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, মোহরা কিক ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রের জন্য রিকুইজিশন ছিল বাসটি। এটি নির্বাচনী কাজে ওই ভোটকেন্দ্রে যায়। বাসটি দাঁড়ানো অবস্থায় কেউ আগুন দিতে পারে। আগুন লাগার খবরে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নির্বাপণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, বাসটি নির্বাচনী কাজে ভোটকেন্দ্রে গিয়েছিল। কেউ বাসটিতে আগুন দেয়। পুলিশ এ নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8361 0
বিজয়নগরে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১ https://mstvbd.com/?p=8171 https://mstvbd.com/?p=8171#respond Thu, 20 Jul 2023 08:07:57 +0000 https://mstvbd.com/?p=8171 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছে বলেও জানা গেছে।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব নূর ওই এলাকার মন্তু মিয়ার ছেলে ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আইয়ুব নূরের নামে পাঁচটি, তার দুই ছেলে আরিফ নূরের নামে পাঁচটি, তোফাজ্জলের নামে ১০টি মাদক ও পুলিশের ওপর হামলা মামলা রয়েছে।

তিনি আরও জানান,আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার ভোরে এসআই সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে গ্রেফতার করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হয়ে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামের এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আইয়ুব নূর।

অপরদিকে মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তুষার নামে একজন কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8171 0
চট্টগ্রামে পঙ্গুত্বের আড়ালে ইয়াবা পাচার, যুবক আটক https://mstvbd.com/?p=7548 https://mstvbd.com/?p=7548#respond Tue, 08 Nov 2022 06:47:36 +0000 https://mstvbd.com/?p=7548 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামে পঙ্গুত্বের আড়ালে ইয়াবা পাচারের সময় নজরুল ইসলাম আরাফাত (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাদিফকিরহাট এলাকায় বাঁধন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আরাফাত নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে অভিযান চালিয়ে নজরুল ইসলাম আরাফাত নামে এক প্রতিবন্ধীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ১৪০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, ইয়াবাগুলো চট্টগ্রামের পাহাড়তলি থেকে নিয়ে মিরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক ব্যবসায়ী এমরান হোসেনের কাছে যাচ্ছিল। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7548 0
৩০ লাখ টাকার নতুন মাদকসহ চট্টগ্রামে আটক ২ https://mstvbd.com/?p=7335 https://mstvbd.com/?p=7335#respond Fri, 16 Sep 2022 06:59:53 +0000 https://mstvbd.com/?p=7335 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের মহানগরীর হালিশহর এলাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (নতুন মাদক) দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পশ্চিম বিভাগ।

গ্রেফতাররা হলেন, মো.দিদারুল আলম (৩০) ও মো.আব্দুল্লাহ আল নোমান ওরফে রানা (৩০)।

সিএমপির উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন এমএস টিভিকে বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7335 0
চট্টগ্রামে দোকানে কর্মচারী বেশে চুরি, অবশেষে পুলিশের জালে ধরা https://mstvbd.com/?p=7122 https://mstvbd.com/?p=7122#respond Mon, 18 Jul 2022 21:48:03 +0000 https://mstvbd.com/?p=7122 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের পটিয়ায় একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান থেকে বিপুল পরিমাণ চোরাই ক্যাবল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শান্ত চক্রবর্তী (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক শান্ত দোকানে কর্মচারী বেশে চুরি করতো।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌর সদরের ক্লাব রোডের মল্লিক ট্রেডার্সে অভিযান চালিয়ে আর আর ক্যাবল ব্র্যান্ডের ১০টি বৈদ্যুতিক তারের কয়েল উদ্ধার করা হয়।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং উপ-পরিদর্শক মনোয়ার হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালায়।

এর আগে, গত শনিবার (১৬ জুলাই) দুপুরে একই দোকানে অভিযান চালিয়ে একই ব্র্যান্ডের ১৩টি তারের কয়েল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পটিয়া পৌর সদরের বাস স্টেশন এলাকার আয়েশা ইলেকট্রনিকসে চাকরি করতেন শান্ত চক্রবর্তী। গত তিন মাস আগে থেকে তার কথাবার্তা আর চলাফেরা সন্দেহজনক হওয়ায় দোকানের মালিক বোরহান গত শুক্রবার দোকানের সিসিটিভি ফুটেজ দেখেন।

ফুটেজে তিনি দেখতে পান, শান্ত কৌশলে দামি ক্যাবল চুরি করে নিয়ে যাচ্ছে। ওই সময় শান্ত বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যায়। ওই দিন বিকেলে তার এক নিকট আত্মীয়ের মাধ্যমে কৌশলে শান্তকে ডেকে আনেন মালিক। এরপর শনিবার সকালে তাকে পুলিশে সোপর্দ করেন তিনি। সেদিন শান্তকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।

এরপর গত শনিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকারের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শান্ত।

জবানবন্দিতে আয়েশা ইলেকট্রনিকসের দোকান থেকে গত তিন মাস ধরে ক্যাবল চুরির কথা স্বীকার করে শান্ত। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, শান্ত বিগত চার মাস ধরে ওই দোকানে চাকরি করছে। সে সুবাধে মল্লিক ট্রেডাসের মালিক কৃষ্ণ মল্লিকের সঙ্গে যোগসাজশে দফায় দফায় মূল্যবান মালামাল চুরি করেছে সে।

তিনি আরও জানান, সোমবার রাতে আমরা আবারও মল্লিক ট্রেডার্স নামের একটি ইলেকট্রনিকসের দোকানে অভিযান চালিয়ে ১০টি তারের কয়েল উদ্ধার করি। এ ঘটনার পর ঐ দোকানের মালিক পালিয়ে গেছে। জব্দ করা মালামালের বাজার মূল্য ৮০ হাজার টাকা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7122 0
চট্টগ্রামে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫ https://mstvbd.com/?p=7110 https://mstvbd.com/?p=7110#respond Sat, 09 Jul 2022 03:04:50 +0000 https://mstvbd.com/?p=7110 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, বৃদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর, পূর্ব হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে পৃথক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল থেকে শুক্রবার (৮ জুলাই) বিকেল পর্যন্ত আহত ৩৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

কুকুরের কামড়ে আহতরা হলেন- বারইয়ারহাট পৌরসভার ইসলামপুর এলাকার খানসাবের মেয়ে রাজিয়া সুলতানা (১৩), পূর্ব হিঙ্গুলীর খোকনের পুত্র রেজাউল (১১), হান্নানের মেয়ে মারুফা আক্তার (৩), মাইমুনা খাতুন (৭), রুবেলের মেয়ে প্রমি (৯), দক্ষিণ অলিনগর গ্রামের মো. ইউসুফের মেয়ে লামিয়া (৯), ইসলামপুরের জামশেদ আলমের পুত্র মো. আরিয়ান (৩), নজরুল ইসলামের পুত্র মঞ্জুর মোর্শেদ (২০), মো. শহীদের পুত্র সায়মন (১৮), পূর্ব হিঙ্গুলীর ছেরাজুল হকের পুত্র আব্দুর রব (৮৪), দক্ষিণ অলিনগরের সিরাজুল হকের পুত্র আবু জাফর (৭০), ইসলামপুরের মো. রুবেলের পুত্র অভি (১৮), দক্ষিণ অলি নগরের আবুল হোসেনের পুত্র জুনায়েদ হোসেন (৮), কামরুল ইসলামের পুত্র নাহিদুল ইসলাম (৯), পূর্ব হিঙ্গুলীর বেলাল হোসেনের মেয়ে বিবি ফাতেমা (৫০), দক্ষিণ অলিনগরের মো. সাইদুলের মেয়ে বিবি খতিজা (৩২), রেজাউল করিমের মেয়ে বিবি আমেনা (১২), চৌধুরী বদিউল আলমের মেয়ে তারা মনি (৬)। তবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত আমার ইউনিয়নের ইসলামপুর, পূর্ব হিঙ্গুলী ও পার্শ্ববর্তী করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের অনেককে একটি পাগলা কুকুর কামড় দিয়েছে। কুকুরের ভয়ে পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আহত সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ইনজেকশন লিখে দেওয়া হয়েছে। সাধারণ কুকুরের কামড় কিংবা শরীরের কোনো অংশে আচড় দিলে পাঁচটি ইনজেকশন পুশ করতে হয়। কামড়ের সঙ্গে সঙ্গে একটি, পরে ক্রমান্বয়ে বাকি ইনজেকশন নিতে হয়।

তিনি আরও বলেন, কুকুরে কামড় দিলে প্রথমে ক্ষতস্থানে ২০ মিনিট ধরে ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। এরপর চিকিৎসকের শরণাপন্ন হয়ে ইনজেকশন নিতে হবে। তা নাহলে জলাতঙ্ক রোগ হওয়ার আশঙ্কা বেশি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7110 0
চট্টগ্রামে পরকীয়ার কারণে স্ত্রী হত্যা পুলিশের উপ-পরিদর্শক গ্রেফতার https://mstvbd.com/?p=6996 https://mstvbd.com/?p=6996#respond Tue, 14 Jun 2022 19:53:03 +0000 https://mstvbd.com/?p=6996 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের হালিশহরে পরকীয়ার কারণে স্ত্রী কলি হত্যা মামলার প্রধান আসামি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাবেদকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।নিহত কলি নোয়াখালীর কাদির হানিফের বাসিন্দা।

খবর নিয়ে জানা যায়, ২০১৪ সালে মিজানুর রহমান জাবেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমা আক্তার কলির। এরপর থেকে স্বামীর সঙ্গে চট্টগ্রামের হালিশহরে থাকতেন কলি। কিন্তু বিভিন্ন সময় কলিকে মারধর করতেন স্বামী জাবেদ। এরই মধ্যে জাবেদ পার্শ্ববর্তী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সব বিষয়ে নিয়ে তাকে নিষেধ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

নিহত কলির স্বজনদের অভিযোগ, চলতি বছরের ২৫ মার্চ বিকেলের কোনো একসময় ফাতেমা আক্তার কলিকে মারধর করেন। এরপর হত্যার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে কলি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানান তার স্বামী এসআই জাবেদ।

তবে, মৃত্যুর পর কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন ছিল বলেও জানান তারা।

এ ঘটনায় নিহতের বাবা আহসান উল্লাহ বাদী হয়ে সেদিন রাতেই এসআই মিজানুর রহমান জাবেদসহ ৫ জনকে আসামী করে চট্টগ্রামের হালিশহর থানায় মামলা দায়ের করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6996 0
চট্টগ্রামে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মিললো চুরির গরু https://mstvbd.com/?p=6888 https://mstvbd.com/?p=6888#respond Fri, 20 May 2022 08:59:04 +0000 https://mstvbd.com/?p=6888 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি প্রাইভেটকার। এলাকাবাসী উদ্ধারে এগিয়ে এসে দেখতে পান প্রাইভেটকারের ভেতর একটি গরু।

শুক্রবার (২০ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও গরুটি উদ্ধার করে নিয়ে যয় কুমিরা হাইওয়ে পুলিশ।

এলাকাবাসীর ধারণা, চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাওয়া হচ্ছিল গরুটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও চোরচক্র পালিয়ে যায়।

কুমিরা হইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব আলম এমএস টিভিকে জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার বড়তাকিয়া বাইপাসে রাস্তায় উল্টে যায়। প্রাইভেটকারের ভেতরে একটি গরু পাওয়া যায়। গাড়ি ও গরু পুলিশ হেফাজতে আছে। গাড়ির নম্বর দেখে গাড়ির মালিক এবং গরুর মালিকের খবর নেওয়া হচ্ছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6888 0
সীতাকুণ্ডে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১ https://mstvbd.com/?p=6657 https://mstvbd.com/?p=6657#respond Thu, 31 Mar 2022 13:58:13 +0000 https://mstvbd.com/?p=6657 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ বছর বয়সী শিশু ধর্ষিত হওয়ার ঘটনায় মো. শাহীন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার শাহীন সীতাকুণ্ড থানার ইয়াসিন নগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৭।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৩ মার্চ মাদরাসার ক্লাস শেষে বাড়িতে যাচ্ছিলো তৃতীয় শ্রেণি পড়ুয়া ছাত্রী। এসময় ওই ছাত্রীর পিছু নেয় শাহীন। ফুসলিয়ে ও ম্যাজিক লাইট দেখানোর কথা বলে ছাত্রীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ছাত্রীর দিনমজুর বাবা-মা কাজের উদ্দেশ্যে ঘরের বাইরে ছিল। ঘরে লোকজন না থাকার সুযোগে ভিকটিমকে ধর্ষণ করে শাহীন নামে ওই যুবক। এসময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় শাহীন।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, খবর পেয়ে ভিকটিমের বাবা-মা বাসায় এসে ধর্ষিত শিশুকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়। ভিকটিম এখনও চমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

এদিকে ঘটনার দিন ভিকটিমের পিতা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই ঘটনার পর থেকে আত্মগোপনে যান শাহীন। বুধবার সন্ধ্যায় শাহীনকে গ্রেফতার করে র‌্যাবের একটি টিম।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মো. চপল বলেন, সীতাকুণ্ডে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় ছায়াতদন্ত করে বারৈয়ারহাট বাজার এলাকা থেকে শাহীনকে গ্রেফতার করেছে র‌্যাব। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6657 0
রহস্যজনক পিকআপচাপায় ৫ ভাই নিহত, তিনদিন পর ঘাতক গ্রেফতার https://mstvbd.com/?p=6410 https://mstvbd.com/?p=6410#respond Sat, 12 Feb 2022 02:18:20 +0000 https://mstvbd.com/?p=6410 ...বিস্তারিত পড়ুন]]> চাঞ্চল্যকর ও আলোচিত কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় ঘাতক পিকআপচালককে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার পিকআপচালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, কক্সবাজারের চকরিয়ার সুরেশ চন্দ্র সুশীল গত ৩০ জানুয়ারি মারা যান। গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বাবার শ্রাদ্ধ শেষে মন্দির থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহত হন। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

নিহত পাঁচ ভাই হলেন- ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং সগীরশাহ কাটা হাসিনা পাড়া এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে ডা. অনুপম শীল (৪৬), নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫), চম্পক শীল (৩০) ও স্মরণ শীল (২৯)। 

গুরুতর আহত আরেক ভাই রক্তিম শীল (৩২) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। আরেক ভাই প্লাবন শীল (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বোন হীরা শীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। মামলা নং-১৫।

এ মর্মান্তিক দুর্ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয় জানিয়ে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, এ ঘটনার পর প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংবাদ প্রচার হয়। ঘটনার পর থেকে র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পলাতক পিকআপচালক সাইফুলকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আগামীকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি আ ন ম ইমরান খান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6410 0