সারা দেশ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 06 Jan 2024 17:58:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সারা দেশ – MS TV https://mstvbd.com 32 32 কক্সবাজারের পেকুয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ https://mstvbd.com/?p=8377 https://mstvbd.com/?p=8377#respond Sat, 06 Jan 2024 17:58:20 +0000 https://mstvbd.com/?p=8377 ...বিস্তারিত পড়ুন]]> কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনবিরোধী মিছিলকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে ।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা সদরের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে অর্ধশত লোকের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নির্বাচনবিরোধী মিছিল করে। এসময় মিছিল থেকে পুলিশের ওপর হামলা করেন অস্ত্রধারীরা। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এসময় পাঁচজন গুলিবিদ্ধ হন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান বলেন, গুলিবিদ্ধদের মধ্যে জয়নাল ও রিফাত নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে পুলিশের ওপর হামলা করেন। পুলিশ আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি ছোড়ে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8377 0
কসবায় ফের ২৫ কেজি গাঁজাসহ আটক ৩ https://mstvbd.com/?p=8214 https://mstvbd.com/?p=8214#respond Tue, 12 Sep 2023 21:16:07 +0000 https://mstvbd.com/?p=8214 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের ২৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা টু সয়দাবাদ সড়কের হাজিপুর এলাকায় কসবা থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিকেও জব্দ করা হয়।

 

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) জানান, ২৫ কেজি গাঁজাসহ কামাল (৪০), মোঃ আলমগীর (১৯), কবির হোসেন নামক ৩ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8214 0
আমেরিকার কংগ্রেসম্যান বলেছেন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা উচিত: হুইপ https://mstvbd.com/?p=8194 https://mstvbd.com/?p=8194#respond Wed, 23 Aug 2023 11:36:09 +0000 https://mstvbd.com/?p=8194 ...বিস্তারিত পড়ুন]]> জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন,’বাংলাদেশের অগ্রগতি দেখে আমেরিকার কংগ্রেসম্যান বলেছেন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনা উচিত।

দেশের উন্নয়ন ও নির্বাচনকে নিয়ে আগের মতো ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছেন। বিএনপি-জামায়াতের আমলে সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষকের পেছনে সার-বীজ ঘুরছে। তাই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

বুধবার (২৩ আগস্ট) দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় হাজীপাড়া গ্রামের নবনির্মিত ফুট ওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে ‘ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে দিনাজপুর ও জয়পুরহাটে সেচ সম্প্রসারণ প্রকল্পের (জিডিজেআইপি)’ আওতায় এ ব্রিজ নির্মাণ করা হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ড. মো. এজাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরারজী দেশাই বর্মন প্রমুখ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8194 0
বিজয়নগরে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১ https://mstvbd.com/?p=8171 https://mstvbd.com/?p=8171#respond Thu, 20 Jul 2023 08:07:57 +0000 https://mstvbd.com/?p=8171 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছে বলেও জানা গেছে।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব নূর ওই এলাকার মন্তু মিয়ার ছেলে ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আইয়ুব নূরের নামে পাঁচটি, তার দুই ছেলে আরিফ নূরের নামে পাঁচটি, তোফাজ্জলের নামে ১০টি মাদক ও পুলিশের ওপর হামলা মামলা রয়েছে।

তিনি আরও জানান,আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার ভোরে এসআই সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে গ্রেফতার করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হয়ে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামের এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আইয়ুব নূর।

অপরদিকে মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তুষার নামে একজন কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8171 0
কসবায় সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন https://mstvbd.com/?p=8138 https://mstvbd.com/?p=8138#respond Sun, 18 Jun 2023 09:48:27 +0000 https://mstvbd.com/?p=8138 ...বিস্তারিত পড়ুন]]> জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) সকালে কসবা থানা প্রেসক্লাবের প্রধান কার্যলয় সামনে এ মানববন্ধন ও বিক্ষোভের সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় কসবা থানা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যেগে মানববন্ধনে প্রেসক্লাবের ও বিএমএসএফ এর সভাপতি মোবারক হোসেন চৌধুরীর (নাছির) সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন কসবা প্রতিনিধি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সজল আহম্মদ ।

এছাড়াও জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন কসবা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং প্রত্যাশা টিভি’র সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, সহ- সভাপতি স্টাফ রিপোর্টার অন্যায়ের চিত্র সাংবাদিক মোস্তফা, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, অব:প্রাপ্ত আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজুরুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক হাসান, মানবাধিকার কর্মী সোহাগী আক্তার, কার্যকরী সদস্য হাসিব সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8138 0
প্রতিটি গরু থেকে চাঁদা নিচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান: আজমল https://mstvbd.com/?p=8127 https://mstvbd.com/?p=8127#respond Mon, 12 Jun 2023 10:10:35 +0000 https://mstvbd.com/?p=8127 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তের ওপার থেকে আসা প্রতিটি অবৈধ গরু থেকে ৫শ থেকে ১ হাজার টাকা চাঁদা নেওয়ার কথা জানা গেছে বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেনের বিরুদ্ধে।

রোববার (১১ জুন) দুপুরে ঐতিহ্যবাহী নয়নপুর গরুর বাজারের ইজারাদার ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুন্নবী আজমলের বরাত দিয়ে এ বিষয়টি জানা গেছে।

এ সময় নুরুন্নবী আজমল জানান, সীমান্তের ওপার থেকে অবৈধ পথে আসা প্রতিটি বড় গরু থেকে ১ হাজার ও ছোট গরু থেকে ৫শ টাকা চাঁদা আদায় করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন। তার নির্দেশে ৩ যুবক প্রতিনিয়ত এ চাঁদাবাজি করছে।

আজমল আরও জানান, স্থানীয় খামারিদের উৎপাদিত গরু নয়নপুর বাজারে নিয়ে আসার সময় ভারতীয় গরু মনে করে চেয়ারম্যানের লোকজন প্রতিনিয়ত চাঁদা আদায় করছে, ফলে অনেক খামারীরা চাঁদা দেয়ার ভয়ে বাজারে গরু আনা থেকে বিরত থাকছে। বর্তমানে এ কারণে নয়নপুর বাজারে খুব কম সংখ্যক গরু আসছে, আর গরু আসা কমে যাওয়ায় নয়নপুর গরু বাজারের ইজারাদারা লোকসানে পড়তে হচ্ছে জানিয়েছেন এ বিস্ফোরক মন্তব্য করেছেন স্থানীয় আওয়ামী লীগের এ নেতা ।

এদিকে নুরুন্নবী আজমলের এ বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন চাঁদাবাজির কথা অস্বীকার করে জানান, নয়নপুর গরুর বাজারে আজমল ও তার অনুসারীরা প্রতিনিয়ত চাঁদাবাজি করত, এখন আমার কারনে তারা আর পূর্বের ন্যায় চাঁদাবাজি করতে না পেরে আমার বিরুদ্ধে আবোল তাবোল বকছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8127 0
কসবার সীমান্ত দিয়ে বিশেষ কায়দায় অবৈধ গরু ঢুকচ্ছে দেশে https://mstvbd.com/?p=8088 https://mstvbd.com/?p=8088#respond Sat, 03 Jun 2023 09:32:56 +0000 https://mstvbd.com/?p=8088 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্ৰামের চৌধুরী ডেইরি ফার্মের আদলে ও বিশেষ কায়দায় শত শত ভারতীয় অবৈধ গরু দেশে ঢুকাচ্ছে হানিফ চৌধুরী নামক এক চোরাকারবারি।

 

শনিবার (৩ জুন) দুপুরে স্থানীয়দের বরাত দিয়ে এমনটাই জানা গেছে। ফলে চরম লোকসানে পড়েছে স্থানীয় গরুর খামারিরা।

বিদ্যানগর (অষ্টজঙ্গল) গ্রামের আনিশা ডেইরি ফার্মের পরিচালক মোঃ আরিফ হোসেন বলেন, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু পালনে খরচ বেশি হচ্ছে। এরমধ্যে যদি খাদলা গ্রামের হানিফ চৌধুরী এভাবে প্রতিনিয়ত ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করায় তাহলে আমাদের মত খামারিদের লোকসানে শেষ নেই। এ অবস্থায় সীমান্ত পথে গরু আসা বন্ধে কঠিন নজরদারি ও সরকারের আন্তরিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এ খামারি।

 

এ সময় একই এলাকার মোরশেদ আলম জানান, বিভিন্ন প্রভাবশালী মহল ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রতি রাতে পাঁচ থেকে ছয়টি পিকআপ বুঝাই করে ২৫ থেকে ৩০ টি ভারতীয় অবৈধ গরু দেশে ঢুকাচ্ছে হানিফ চৌধুরী ও তার সিন্ডিকেট।

 

এ বিষয়ে জানতে চাওয়া হলে চৌধুরী ডেইরি ফার্মের পরিচালক হানিফ চৌধুরী বলেন, আমি এসব করি না, আমি প্রবাসে চলে যাব দোয়া কইরেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে,সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ পিএসসি এম এস টিভিকে জানান,সীমান্তে যে কোন চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর,পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সীমান্তে টহল জোরদার করা হচ্ছে, খুব শীঘ্রই এসব চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8088 0
মৌলভীবাজারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা https://mstvbd.com/?p=7816 https://mstvbd.com/?p=7816#respond Sat, 28 Jan 2023 10:41:08 +0000 https://mstvbd.com/?p=7816 ...বিস্তারিত পড়ুন]]> মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণী (২২) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনটির ইঞ্জিনের বাম্পার তাকে টেনে অন্তত ৫০০ মিটার নিয়ে যায়।

শমশেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, প্লাটফর্ম এলাকায় তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ইঞ্জিনের নিচের বাম্পার তাকে টেনে নিয়ে আপ হোম সিগনাল সংলগ্ন এলাকা ফেলে দেয়। ঘটনা শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7816 0
সাংবাদিক ইমরান মাসুদের জম্মদিন আজ https://mstvbd.com/?p=2939 https://mstvbd.com/?p=2939#respond Wed, 01 Jan 2020 16:15:52 +0000 http://mohanogorbarta.com/?p=2939 ...বিস্তারিত পড়ুন]]> মহানগর বার্তা,ঢাকা :দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র মফস্বল ইনচার্জ ইমরান মাসুদের জন্মদিন আজ ।

১৯৮৫ সালের আজকের এই দিনে চাদঁপুর জেলার মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা আবুল হোসেন প্রধান ও মাতা মৃত: মাকসুদা বেগমের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড় সন্তান । তিনি ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেনী থেকে বৃত্তি লাভ করে নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ে ব্যবসা শিক্ষা থেকে ২০০২সালে এসএসসি ও ২০০৬ সালে ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করেন পরে ঢাকা কলেজ (২০০৬-২০০৭) ইং শিক্ষাবর্ষে ভর্তি হন ।

এবং সফলতার সাথে অনার্স শেষ করেন। পরে একই কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন ।

তিনি ছাত্রবস্থায় থাকাকালে বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি শুরু করেন তারপর ২০১১ সালের নভেম্বরে অনলাইন নিউজ পোর্টাল বিজনেস টাইমস টুয়েন্টিফোর ডটকমে সহ-সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন।

এরপর ২০১২ সালের সেপ্টেম্বরে অনলাইন নিউজ পোর্টাল কান্ট্রি নিউজে নিজস্ব প্রতিবেদক হিসাবে কাজ করেন । ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তিনি দৈনিক জাতীয় পত্রিকা অর্থনীতি প্রতিদিন এর প্রতিবেদক ছিলেন । ২০১৪ সালে দৈনিক জাতীয় পত্রিকা পক্ষকাল এর সহ-সম্পাদক পদে যোগ দেন।তাছারা তিনি দৈনিক যায়যায়কাল পত্রিকায় দীর্ঘদিন সাব-এডিটর ও মফস্বলের দায়িত্বে ছিলেন ।

তার পর তিনি ২০১৫ সালে অনলাইন নিউজ পোর্টাল নিউজপেজ২৪.কম এর সহ – সম্পাদক হিসাবে যোগদান করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ সেবামুলক সংগঠনের সাথে জড়িত। মুলত তিনি ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন চাই আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন ।

তার ভূয়ঁসী সাহসীকতার মধ্য দিয়ে সমাবর্তন পায় জাতীয় বিশ্ব বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীরা ।
তিনি বর্তমানে সরকারি চাকুরীতে প্রবেশে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার আন্দোলনের যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্বে কর্মরত ।

এছাড়া তিনি দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং দাউদকান্দি প্রেসক্লাবের কার্য নির্বাহি সদস্য হিসাবে এবং মতলব উপজেলা প্রেসক্লাব এর কার্যকরী সদস্য এবং ঢাকা কলেজ সাংবাদিক ফেডারেশনের সাবেক কার্যকরী সদস্য ছিলেন ।

ইমরান মাসুদ জানান, তার পছন্দের রং সাদা ও হালকা আকাশি। প্রিয় ফুল গোলাপ। খেলতে ভালবাসেন ফুটবল ও দেখকে পছন্দ করেন ক্রিকেট খেতে ভালবাসেন সাদা ভাতের সঙ্গে হরেক রকমের ভর্তা ও সবজি। আর অবসর সময়ে টিভি দেখা সাংবাদিকতার পাশাপাশি তিনি সেবামূলক কাজ করতেই বেশি পছন্দ করেন। সাংবদিকতার পাশাপাশি তিনি দুইটি অরাজনৈতিক সেচ্ছাসেবক সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরও জানান, জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার পাশাপাশি সে আগামিতে টেলিভিশনেও কাজ করতে আগ্রহী ।
পরিবারের পক্ষ থেকে ইমরান মাসুদকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=2939 0
মুজিববর্ষে অভিষেক হল শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের https://mstvbd.com/?p=2929 https://mstvbd.com/?p=2929#respond Wed, 01 Jan 2020 13:00:56 +0000 http://mohanogorbarta.com/?p=2929 ...বিস্তারিত পড়ুন]]> মোঃমাসুম (ষ্টাফ রিপোর্টার )- ভিন্নধর্মী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুজিব বর্ষের প্রথম দিনে অভিষেক হলো উপজেলা প্রেসক্লাবের।

১লা জানুয়ারি দুপুর ১২ টায় শ্রীপুর পুষ্পদাম রিসোর্ট এ উপজেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আক্তার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির অর্থবিষয়ক সম্পাদক আকরাম হোসেন বাদশা, যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া স্টেট অঙ্গরাজ্যের যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাজল, শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ,পুষ্পদাম রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন অনন্ত,  দি ডেইলি অবজারভার ও আমাদের সময় এর প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক প্রাইম এর ভারপ্রাপ্ত সম্পাদক হাফেজ আব্দুল আজিজ,কলামিস্ট সাইদ চৌধুরী বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহ শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

মহিদুল আলম চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই হাবিবুর রহমান মানিক কে সভাপতি আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পরে প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিসুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই প্রথম কোন সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। মাননীয় এমপি মহোদয়ের একটি স্বপ্ন ছিল শ্রীপুরের সকল সাংবাদিক সংগঠন যেন এক ছাদের নিচে চলে আসে।এতে করে সাংবাদিকদের কল্যাণের জন্য তিনি একটি ভবন নির্মাণের আশ্বাসও দিয়েছেন। যেখানে শুদ্ধ সাংবাদিকতার চর্চা হবে কেউ মানববন্ধন, সাংবাদিক সম্মেলন করতে চাইলে এখানে এসে করতে পারবে।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তার শ্রীপুরের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বর্তমান নবগঠিত শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=2929 0