খেলা-ধুলা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 09 Mar 2023 14:04:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png খেলা-ধুলা – MS TV https://mstvbd.com 32 32 সমালোচনার পাশ কাটিয়ে ইতিহাসগড়া জয়ের নায়ক শান্ত https://mstvbd.com/?p=7964 https://mstvbd.com/?p=7964#respond Thu, 09 Mar 2023 14:04:52 +0000 https://mstvbd.com/?p=7964 ...বিস্তারিত পড়ুন]]> সমালোচনার পাশ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। একের পর এক ম্যাচে নিজেকে মেলে ধরছেন সবার কাছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জোড়া ফিফটি করেছিলেন তিনি। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হলো চমৎকার দুর্দান্ত।

বৃহ্স্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামে ওয়ান ডাউনে নেমে ঝোড়ো এক ফিফটি হাঁকিয়েছেন শান্ত। ইংলিশ পেসার মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।

তৃতীয় উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ৩৯ বলে ৬৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন শান্ত। যে জুটিতে ভর করেই সহজে ১৫৭ রান তাড়া করতে পেরেছে বাংলাদেশ।

শুধু ফিফটির ইনিংস খেলা নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন শান্ত। ধরেছেন জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কারানের ক্যাচ।

ফলে বাংলাদেশের ইতিহাসগড়া জয়ের নায়কও শান্ত। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। শান্তও পেলেন ম্যাচসেরার পুরস্কার। তার ক্যারিয়ারে মনে রাখার জন্য এর চেয়ে বড় উপলক্ষ্য আর কী হতে পারতো!

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7964 0
আইপিএলের নিলামে নজর থাকবে ৫ খেলোয়াড়ের দিকে https://mstvbd.com/?p=2807 https://mstvbd.com/?p=2807#respond Thu, 19 Dec 2019 02:26:52 +0000 http://mohanogorbarta.com/?p=2807 ...বিস্তারিত পড়ুন]]> মহানগর বার্তা ডেস্কঃ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলাম। যেখানে বিশ্ব সেরা ক্রিকেটারদের মধ্যে থেকে ৩৩২ জনকে বেছে নেবে এবারের আসরের ফ্রেঞ্চাইজিগুলো।
কলকাতায় অনুষ্ঠিতব্য আট দলের এই টুর্নামেন্টে লোভনীয় অর্থে খেলোয়াড় সংগ্রহে ফ্রেঞ্চাইজিগুলো পাঁচজন মারকুটে ও যাদুকরী ক্রিকেটারের উপর বিশেষ নজর দিবে।
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) :
মানসিক কারণে সম্প্রতি ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে গিয়ে ক্রিকেট বিশ্বকে বিষ্মিত করেন মারকুটে ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। তবে গত মাসে তিনি ফের ক্রিকেটে ফিরেছেন এবং আইপিএলের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করেছেন। এর আগে রাজধানীর দল দিল্লি ডেয়ারডেভিলস সহ কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ানস এর হয়ে অংশ নিয়েছেন আইপিএলে।
আইপিএলে গড়ে ২২.৯ রান রেটে সর্বমোট ১৩৯৭ রান করা ম্যাক্সওয়েলের দ্রুতগতির স্ট্রাইক রেট ১৬১.১৩। আইপিএলে ভিত্তি মুল্য ২০ মিলিয়ন রুপি ধার্য্য করা ৫ অসি ব্যাটসম্যানদের একজন হচ্ছেন ম্যাক্সওয়েল।
ইয়োয়েন মর্গান (ইংল্যান্ড) :
গত জুলাইয়ে ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দেয়া মর্গানের আইপিএলের ভিত্তি মূল্য ধার্য্য করা হয়েছে ১৫ মিলিয়ন রুপি। সর্বশেষ ২০১৭ সালে আইপিএলে কিংস ইলাভেন পাঞ্জাবের হয়ে খেলা এই মারকুটে ব্যাটসম্যান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। ওই ম্যাচে ৭১ বলে ১৪৮ রান সংগ্রহ করেন তিনি।
জেসন রয় (ইংল্যান্ড) :
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ইংলিশ ব্যাটসম্যান ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই আসরে একটি সেঞ্চুরিসহ চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। ওপেনিংয়ে ব্যাট করা এই বিধ্বংসি ব্যাটসম্যান আইপিএলে সেরা ক্রিকেটারদের একজন হিসেবে গুরুত্ব পাবেন। কারণ টি-২০ ফর্মেটের ক্রিকেটে তার দ্রুতগতির স্ট্রাইক রেট ১৪৫ রানের উপরে। আইপিএলে তার ভিত্তি মুল্য ধরা হয়েছে ১৫ মিলিয়ন রুপি।
এর আগে গুজরাট লায়ন্স ও দিল্লির হয়ে দারুণ সফল এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার জানসি সুপার লীগ ও পাকিস্তান সুপার লীগেও অংশ নিয়েছেন।
তাব্রাইজ শামসি (দ. আফ্রিকা) :
ওডিআই ক্রিকেট থেকে ইমরান তাহির অবসর গ্রহনের পর দক্ষিণ আফ্রিকার উদীয়মান তারকা হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম পছন্দের জায়গাটি দখল করে নিয়েছেন স্পিনার শামসি।
বাঁহাতি এই বোলার যাদুকরের মত বলকে টার্ন করিয়ে উইকেট শিকার করে থাকেন। তার এই অসাধারণ বোলিংয়ের অনলাই ফুটেজ রীতিমত ভাইরাল হচ্ছে। তিনি বলেন, ‘এখনো বোলিং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উইকেট নেই তো উদযাপনও নেই।’
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লীগ জানসি সুপার লীগে দারুণ ক্যারিশমা দেখিয়ে ৯ ম্যাচ থেকে ১৪ উইকেট সংগ্রহ করা এই প্রোটিয়া স্পিনারের জন্য আইপিএলে ভিত্তি মূল্য নির্ধারিত হয়েছে ৫ মিলিয়ন রুপি।
শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ) :
অবসর নেয়া ক্রিস গেইলের পরিবর্তিত হিসেবে নতুন হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করতে শুরু করেছেন হেটমায়ার। গত রোববার ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ার সেরা ১৩৯ রান করে ক্যারিবিয়দের জয় এনে দেয়া এই ২২ বছর বয়সী তারকার নিলামে দল পেতে বেগ পেতে হবে না।
বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে ছেড়ে দিয়ে এখন হয়তো কপাল চাপড়াচ্ছে। ভারতের বিপক্ষে বিধ্বংসি ব্যাট চালিয়ে ১০৬ বলের বিপরীতে ১১টি চার ও ৭টি ছক্কা হাঁকানো এই ক্যারিবীয় আইপিএলের নিলামে নজর রাখার বিষয়টি অস্বীকার করেছেন।
আইপিএলে হেটমায়ারের ভিত্তি মুল্য ধরা হয়েছে ৫ মিলিয়ন রুপি। তিনি বলেন, ‘আমি এটি নিয়ে খুব বেশি ভাবছি না।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=2807 0
দ্বিতীয় দিনে তৃতীয় সোনা জিতলেন হোমায়রা https://mstvbd.com/?p=2608 https://mstvbd.com/?p=2608#respond Wed, 04 Dec 2019 04:27:45 +0000 http://mohanogorbarta.com/?p=2608 ...বিস্তারিত পড়ুন]]> মহানগর বার্তা, ঢাকা : দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) পদকের লড়াইয়ের দ্বিতীয় দিনে তৃতীয় সোনা পেল বাংলাদেশ। সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার সংখ্যা দাঁড়াল চারে। এবার সোনা জিতলেন হোমায়রা আক্তার অন্তরা।

সোমবার প্রথম দিন তার হাত ধরেই বাংলাদেশ এসএ গেমসে পদকের খাতা খুলে বাংলাদেশ। ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন অন্তরা। ব্রোঞ্জের হতাশা কাটিয়ে এবার সোনা জিতলেন তিনি। ব্যক্তিগত কুমি অনুর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে নেপালের অনুগুরুংকে ৫-২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জেতেন অন্তরা। চলতি এসএ গেমসে এটি নারী অ্যাথলেটদের দ্বিতীয় সোনা জয়। আজ সকালেই ব্যক্তিগত কুমি-৫৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন মারজানা আক্তার প্রিয়া।

সোনা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে অন্তরা বলেন,‘গতকাল আমাদের (কারাতে ইভেন্ট) কেউ সোনা জিততে পারেনি।

সারাদিন দেখেছি বাংলাদেশের পতাকা নিচে থাকতে। আজ লাল সবুজের পতাকা উপরে তুলতে পেরে খুবই ভালো লাগছে।’
দ্বিতীয় দিনের শুরুটা হয় সোনা জয় দিয়ে। কুমি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে ৭-৩ পয়েন্টে উড়িয়ে দিয়ে সোনা জেতেন আল-আমিন।

প্রথম দিন তায়কোয়ান্দো থেকে আসে বাংলাদেশের প্রথম সোনা। ছেলেদের একক পুমসের ঊর্ধ্ব-২৯ বছর বয়স শ্রেণিতে শ্রীলঙ্কার প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু চাকমা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=2608 0
সালমান-ক্যাটরিনা বিপিএল মাতাতে আসছেন https://mstvbd.com/?p=2570 https://mstvbd.com/?p=2570#respond Mon, 02 Dec 2019 01:52:37 +0000 http://mohanogorbarta.com/?p=2570 ...বিস্তারিত পড়ুন]]> মহানগর বার্তা ডেস্ক: ‘বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে জমকালো’- এক দু’বার নয়, বার বার বলা হচ্ছে এ কথা। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বেশ কয়েকবার জোর দিয়েই বলেছেন এমন। এমনও বলা হয়েছে, বিপিএলের সবচেয়ে আকর্ষণীয়, বর্ণাঢ্য ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে এবার। শেষ পর্যন্ত কি হয়, উদ্বোধনী অনুষ্ঠান কতটা আকর্ষণ ছড়ায়, সেটাই দেখার।

দেখতে দেখতে সময়ও হয়ে এলো। আর মাত্র এক সপ্তাহ বাকি। আগামী ৮ ডিসেম্বর রোববার আনুষ্ঠানিক উদ্বোধন বিপিএলের। আগেই জানা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এদিকে বিপিএল শুরুর সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেট অনুরাগীদের মনে দুটি প্রশ্ন উকি-ঝুকি দিচ্ছে। এক হচ্ছে, কেমন হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান? দুই, এবার তারকা ক্রিকেটারের সংখ্যা থাকবে কেমন? আগেরবারের চেয়ে কম না বেশি?

প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে রুপালি পর্দার সোনালি তারকা, চলচ্চিত্র অভিনেতা- অভিনেত্রী, গায়ক-গায়িকার বড় ধরনের সমাবেশ ঘটানোর চেষ্টাই আছে। বলার অপেক্ষা রাখে না, এই তারকাদের বড় ও মূল অংশটি আসবেন ভারত থেকে। বলিউডের অন্তত চার থেকে পাঁচজন স্টারকে আনার পরিকল্পনা রয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় নামটি বলিউড সুপারস্টার সালমান খানের। সঙ্গে থাকবেন হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফও। এছাড়াও আরও তিন থেকে চারজন বলিউড স্টারকে আনার চেষ্টা চলছে। সাথে বাংলা ও হিন্দি সঙ্গীত জগতেরও বেশ কজন শীর্ষ তারকার উপস্থিতির জোর সম্ভাবনা আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বলিউড সুপারস্টার সালমান খানের বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত। সালমান খান একা নন, নিশ্চিত হয়েছে ক্যাটরিনা কাইফের নামটিও।

হাওয়া থেকে পাওয়া খবর নয়। ক্রিকেট পাড়া ও শেরে বাংলার আশপাশের হাওয়ায় ওড়া খবরও নয়। খোদ বিসিবির শীর্ষ কর্তার দেয়া তথ্য এটা। আজ সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

বিসিবি সিইও বলেন, ‘আমরা বেশ উল্লেখযোগ্য সংখ্যক তারকার সমাবেশ ঘটানোর চেষ্টা করছি। কারা কারা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে আলোকিত করতে ও রং ছড়াতে আসছেন, এ মুহূর্তে সেই তালিকা চূড়ান্তভাবে বলা সম্ভব হচ্ছে না। কারণ সবার অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। হলেই আমরা ঘোষণা দেবো- কারা আসছেন, কবে কখন আসছেন। তবে এটুকু বলতে পারি বলিউড সুপারস্টার সালমান খান ও নায়িকা ক্যাটরিনা কাইফ আসছেন। তারা ইতিমধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

নিজামউদ্দিন চৌধুরী যোগ করেন, ‘আমাদের সাথে ঐ দুই বলিউড স্টারের কথা বার্তা চূড়ান্ত। সালমান আর ক্যাটরিনার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেনই। এর বাইরে আমরা আরও কজনার সাথে কথা বলছি। সেই তালিকায় নামি অভিনেতা-অভিনেত্রী ও গায়ক- গায়িকা আছেন। তবে সেই সংখ্যা চূড়ান্ত হয়নি। তাই আমরা তাদের নাম প্রকাশ করতে চাই না। তবে সালমান-ক্যাটরিনার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। তারা আসছেন।

জানা গেছে, উপমহাদেশের এই সময়ের নামি ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংও আছেন বিসিবির সম্ভাব্য শিল্পীর তালিকায়। তার আসাও নাকি একরকম নিশ্চিত।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=2570 0
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথম ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তান https://mstvbd.com/?p=2545 https://mstvbd.com/?p=2545#respond Sun, 24 Nov 2019 05:06:43 +0000 http://mohanogorbarta.com/?p=2545 ...বিস্তারিত পড়ুন]]> মহানগর বার্তা ডেস্ক: ৩০২ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুটা যেমন করা দরকার ঠিক তেমনই করেছিল বাংলাদেশ। সৌম্য-নাইমের খাপ খোলা ব্যাটে মুহুর্মুহু মাঠের বাইরে গিয়ে বল আছড়ে পড়ছিল। কিন্তু সেই ব্যাটিং প্রলয় খুব বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি এই দুই ওপেনার। ষষ্ঠ ওভারে দলীয় ৪১ রানেই এই দুই ওপেনারকে হারাল লাল সবুজের দল। তৈরী হল চাপ! যা পরের অর্ডারের কোনো ব্যাটসম্যানই কাটিয়ে উঠতে পারলেন না।

ফলাফল? যা হবার তাই হলো। পাকিস্তানের পেস তোপ ও স্পিন ঘূর্ণিতে মাত্র ৪৩ ওভারে ২২৭ রানে গুটিয়ে গিয়ে শিরোপা স্বপ্ন ভাঙল বাংলাদেশের। আর পাকিস্তান জিতল প্রথম ইমার্জিং এশিয়া কাপের শিরোপা।

বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৯ রান আসে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। টেলএন্ডার মেহেদি হাসান খেলেছেন ৪৫ বলে ৪২ রানের ইনিংস। ওপেনার নাইম শেখ ১৬, সৌম্য সরকার ১৬, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ২২, জাকির হাসান ৯, মাহিদুল ইসলাম অঙ্কন ৫, সুমন খান ৩, হাসান এবং মাহমুদ অপরাজিত ৭ ও তানভির ইসলাম অপরাজিত ছিলেন ৪ রানে।

পাকিস্তানের হয়ে বল হাতে সাইফ বদর, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন ২টি করে এবং সামিন গুল, আমাদ বাট ও উমর খান ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়োজক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে দলীয় ৪১ রানে দুই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়ে সিদ্ধান্তের যথার্থতা প্রমান করেন লাল সবুজের এই দলপতি। ওপেনার ওমর ইউসুফকে ৪ রানে উইকেটরক্ষক মাইদুল ইসলাম অঙ্কনের গ্লাভসে তুলে দেন সুমন খান। আরেক ওপেনার হায়দার আলীর শিকারিও সেই সুমন। ব্যাট হাতে ক্রমাগত ভয়ংকর হয়ে ওঠা এই ডান হাতিকে ২৬ রানে নাইম শেখের ক্যাচে পরিণত করেন।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলটির ব্যাটিংয়ে চিড় ধরাতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিক বোলারদের। রোহাইল নাজির ও ইমরান রফিকের দায়িত্বশীল ব্যাটে এই জুটিতে আসে ১১৭ রান। এরপরেই অবশ্য পা হড়কান ইমরান রফিক। ব্যক্তিগত ৬২ রানে মেহেদি হাসানের ঘূর্ণিতে সৌম্য সরাকারের ক্যাচ বনে যান। পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন ১৫৮ রান।

রফিকের ফেরায় উইকেটে আসেন অধিনায়ক সউদ শাকিল। চতুর্থ উইকেট জুটিতে তাকে নিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে ব্যাট ছোটান রোহাইল নাজির। তুলে নেন সেঞ্চুরিও। অবশেষ ৪৫ তম ওভারে দুধর্ষ রোহাইলের ব্যাটে শেকল পড়ান হাসান মাহমুদ। ১১৩ রানে এই পাক উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এলবি’র ফাঁদে ফেলে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন।

এই সংগ্রহে রোহাইল খেলেছেন ১১১টি বল। যেখানে চারের মার ছিল ১২টি ও ছয় ৩টি। পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন ২৪৩। সেট ব্যাটসম্যান রোহাইলকে হারালেও পাক শিবিরের মনোবলে এতটুকু চিড় ধরেনি। পরে অর্ডারে যিনিই ব্যাটিংয়ে এসেছেন ঝড়ো ব্যাটিং করে গেছেন। যা পাকিস্তানের দলীয় সংগ্রহ ৩শ পেরিয়ে যেতে সহায়ক ভুমিকা রেখেছে।

পঞ্চম উইকেটে আসা খুসদিল শাহর কথাই ধরুন না। ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলে হাসান মাহমুদের শিকারে পরিণত হলেও দলকে ঠিকই সমৃদ্ধ সংগ্রহের জ্বালানি যুগিয়ে গেলেন। উইকেটের অপর প্রান্তে থাকা অধিনায়ক ৪০ বলে ৪২ রান করে সুমন খানের বলে ফিরলেও পাকিস্তানকে দাঁড় করিয়ে দিলেন ৩শ রানের একেবারে সম্মুখে (২৯১)। এরপর আমাদ বাটের অপরাজিত ৭ বলে ১৫ রান দলটিকে দিল ৬ উইকেটে ৩০১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=2545 0