চাকুরি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 16 Feb 2023 11:34:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png চাকুরি – MS TV https://mstvbd.com 32 32 মইনপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন দেলোয়ার https://mstvbd.com/?p=7877 https://mstvbd.com/?p=7877#respond Thu, 16 Feb 2023 11:34:57 +0000 https://mstvbd.com/?p=7877 ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মইনপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দেলোয়ার হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান,মইনপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীর বদলি জড়িত কারণে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছেন।

এছাড়াও দেলোয়ার হোসেন এ বিদ্যালয়টিতে দীর্ঘদিন যাবত সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন, পাশাপাশি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7877 0
দেশে ৪০০০ কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ https://mstvbd.com/?p=6304 https://mstvbd.com/?p=6304#respond Tue, 01 Feb 2022 09:09:36 +0000 https://mstvbd.com/?p=6304 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে ৪০০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদসংখ্যা: পুরুষ ৩,৪০০ জন, নারী ৬০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
শারীরিক যোগ্যতা: উচ্চতায় পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি
বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি
দৃষ্টিশক্তি: ৬/৬

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
কর্মস্থল: যে কোনো স্থান
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৮-২০ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.police.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ৩০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6304 0
গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তি বাসা থেকে অফিস করবেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী https://mstvbd.com/?p=6228 https://mstvbd.com/?p=6228#respond Mon, 24 Jan 2022 08:54:54 +0000 https://mstvbd.com/?p=6228 ...বিস্তারিত পড়ুন]]> করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে অর্ধেক জনবল নিয়ে অফিস করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে সরকার। এক্ষেত্রে গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিরা বাসা থেকে অফিস করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘অর্ধেক জনবলের বিষয়টি সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যেনো চলে। করোনার যে সংক্রমণ তা ঊর্ধ্বগতি, কালকে প্রায় ৩১ শতাংশ সংক্রমণ ছিল।’

ফরহাদ হোসেন বলেন, ‘যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি, আমাদের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এ রকম নির্দেশনা ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। যার কারণে অর্ধেক সংখ্যক নিয়ে যে অফিস করা এবং এরও কম সংখ্যক নিয়ে অফিস করার প্র্যাকটিস করেছি।

তিনি বলেন, ‘যারা সাধারণত গর্ভবতী নারী, যারা একটু অসুস্থ- এরা ঘরে থেকে অফিস করবেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। বিশেষ করে জুম, ই-নথি, এসএমএস, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা তাদের কাজগুলো চালিয়ে নেবেন।’

‘ইতোমধ্যে আমরা সবাইকে জানিয়েছি, মন্ত্রণালয় এবং অন্যান্য অফিস, রাস্তাতে যানবাহনের সংখ্যা দেখে বুঝতে পেরেছেন যে মানুষ কিন্তু ইতোমধ্যে সচেতন হয়েছে এবং আমাদের কর্মকর্তা-কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তারাও কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। যার কারণে এটি বাস্তবায়ন ইতোমধ্যে দেখছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তবে যেহেতু গতকালকে প্রজ্ঞাপন হয়েছে আমরা আরও বেশি বাস্তবায়ন দেখব আগামীতে। এ সময়ে সবাইকেই সহযোগিতা করতে হবে।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6228 0