অজগর সাপ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 25 Oct 2022 09:20:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png অজগর সাপ – MS TV https://mstvbd.com 32 32 সিত্রাংয়ের তান্ডবে আতঙ্কিত হয়ে বসতবাড়িতে আশ্রয় অজগর সাপের: অতঃপর উদ্ধার https://mstvbd.com/?p=7479 https://mstvbd.com/?p=7479#respond Tue, 25 Oct 2022 09:20:37 +0000 https://mstvbd.com/?p=7479 ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে আতঙ্কিত হয়ে বাগেরহাটের মোড়লগঞ্জের একটি বসতবাড়িতে আশ্রয় নেন ১১ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের বিশাল অজগর সাপ, এরপর অজগর সাপটিকে উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মোড়লগঞ্জের আমুরবুনিয়া গ্রামের আলামিন এক ব্যক্তির বসতবাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,খবর পেয়ে আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ি থেকে অজগরটি উদ্ধারের পর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে আতঙ্কিত হয়ে অজগর সাপটি লোকালয়ে এসে আশ্রয় নিয়েছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7479 0