অজ্ঞান পার্টি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 28 May 2022 09:54:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png অজ্ঞান পার্টি – MS TV https://mstvbd.com 32 32 ময়মনসিংহে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু https://mstvbd.com/?p=6934 https://mstvbd.com/?p=6934#respond Sat, 28 May 2022 09:54:44 +0000 https://mstvbd.com/?p=6934 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাছেন আলী (৭০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত হাসেন আলী জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা খা-পাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আমুয়াকান্দা বাজারের মনোহারী ব্যবসায়ী ছিলেন।

হাসেন আলীর ছেলে আশরাফ আলী বলেন, ‘বাবার আমুয়াকান্দা বাজারে মনোহারী দোকান আছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টার দিকে ৯৬ হাজার টাকা নিয়ে দোকানের মালামাল কেনার জন্য বাসযোগে ময়মনসিংহের ছোট বাজারে যাচ্ছিলেন। এ সময় আসার সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে টাকা নিয়ে চলে যায়।

আশরাফ আলী আরও বলেন, নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে গিয়ে গাড়ি থেকে নামার জন্য বাবাকে ডাকাডাকি করেন বাসের অন্য যাত্রীরা। তবে তিনি কোনো সাড়া দেননি। অজ্ঞান হওয়ার বিষয়টি বুঝতে পেরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বাবা মারা যান।

ময়সনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর পর পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করে জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6934 0