অনশন – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 11 Feb 2022 17:38:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png অনশন – MS TV https://mstvbd.com 32 32 সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অনশন https://mstvbd.com/?p=6399 https://mstvbd.com/?p=6399#respond Fri, 11 Feb 2022 17:38:59 +0000 https://mstvbd.com/?p=6399 ...বিস্তারিত পড়ুন]]>

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন অন্তঃসত্ত্বা এক তরুণী। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি উপজেলার গুড়পিপুল গ্রামের গজেন্দ্রনাথ উড়াওয়ের ছেলে মিঠুন চন্দ্রের বাড়িতে অনশন করছেন।

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ওই তরুণী জানান, পাঁচ বছর ধরে তার সঙ্গে মিঠুনের প্রেমের সর্ম্পক রয়েছে। বিয়ের প্রলোভনে মিঠুন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। এখন তিনি ছয়মাসের অন্তঃসত্ত্বা। তবে মিঠুন এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছেন না। তাই বাধ্য হয়ে তিনি অনশন করছেন। মিঠুন তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই তরুণী।

এদিকে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে পালিয়েছেন মিঠুন। তবে মিঠুনের বাবা গজেন্দ্রনাথ বলেন, ওই মেয়ের অভিভাবক ও গ্রাম্যপ্রধানদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্যানেন্দ্রনাথ বসাক জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6399 0