অবৈধ গরু – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 03 Jun 2023 09:32:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png অবৈধ গরু – MS TV https://mstvbd.com 32 32 কসবার সীমান্ত দিয়ে বিশেষ কায়দায় অবৈধ গরু ঢুকচ্ছে দেশে https://mstvbd.com/?p=8088 https://mstvbd.com/?p=8088#respond Sat, 03 Jun 2023 09:32:56 +0000 https://mstvbd.com/?p=8088 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্ৰামের চৌধুরী ডেইরি ফার্মের আদলে ও বিশেষ কায়দায় শত শত ভারতীয় অবৈধ গরু দেশে ঢুকাচ্ছে হানিফ চৌধুরী নামক এক চোরাকারবারি।

 

শনিবার (৩ জুন) দুপুরে স্থানীয়দের বরাত দিয়ে এমনটাই জানা গেছে। ফলে চরম লোকসানে পড়েছে স্থানীয় গরুর খামারিরা।

বিদ্যানগর (অষ্টজঙ্গল) গ্রামের আনিশা ডেইরি ফার্মের পরিচালক মোঃ আরিফ হোসেন বলেন, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু পালনে খরচ বেশি হচ্ছে। এরমধ্যে যদি খাদলা গ্রামের হানিফ চৌধুরী এভাবে প্রতিনিয়ত ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করায় তাহলে আমাদের মত খামারিদের লোকসানে শেষ নেই। এ অবস্থায় সীমান্ত পথে গরু আসা বন্ধে কঠিন নজরদারি ও সরকারের আন্তরিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এ খামারি।

 

এ সময় একই এলাকার মোরশেদ আলম জানান, বিভিন্ন প্রভাবশালী মহল ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রতি রাতে পাঁচ থেকে ছয়টি পিকআপ বুঝাই করে ২৫ থেকে ৩০ টি ভারতীয় অবৈধ গরু দেশে ঢুকাচ্ছে হানিফ চৌধুরী ও তার সিন্ডিকেট।

 

এ বিষয়ে জানতে চাওয়া হলে চৌধুরী ডেইরি ফার্মের পরিচালক হানিফ চৌধুরী বলেন, আমি এসব করি না, আমি প্রবাসে চলে যাব দোয়া কইরেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে,সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ পিএসসি এম এস টিভিকে জানান,সীমান্তে যে কোন চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর,পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সীমান্তে টহল জোরদার করা হচ্ছে, খুব শীঘ্রই এসব চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8088 0