অভিযান – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 08 Mar 2023 14:29:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png অভিযান – MS TV https://mstvbd.com 32 32 কসবায় সড়ক দুর্ঘটনা রোধে লাইসেন্স বিহীন চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু https://mstvbd.com/?p=7952 https://mstvbd.com/?p=7952#respond Wed, 08 Mar 2023 14:29:03 +0000 https://mstvbd.com/?p=7952 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজও এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ ঝরে গেল। এ সড়ক দুর্ঘটনার রোধকল্পে উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স বিহীন চালক এবং ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার উপজেলা বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারার বিধান মতে মোট ১১ টি মামলায় ১৪,৫০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয় এবং ০২ টি মোটর বাইকের বৈধ কাগজ না থাকায় আটক করে কসবা থানায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান নিশ্চিত করে এমএস টিভিকে,সড়ক দুর্ঘটনার রোধকল্পে এ অভিযান নিয়মিত চলবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7952 0
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান,৫ নারীসহ গ্রেফতার ১২ https://mstvbd.com/?p=7301 https://mstvbd.com/?p=7301#respond Mon, 12 Sep 2022 07:37:55 +0000 https://mstvbd.com/?p=7301 ...বিস্তারিত পড়ুন]]> গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আশরাফুল আলম (৬০), মমিন মিয়া(৩৫), জাহিদ হোসেন (৩৭), বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), জাহিদুল ইসলাম জিহাদ (১৯), খালেদ হোসেন হিমেল (২২), জাকিয়া সুলতানা পলি (২১), মুক্তি (২৬), শারমিন আক্তার (২০), মনি আক্তার (২০), জান্নাতুল ফেরদৌস অহনা (১৮)।

কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ নারীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7301 0