অসামাজিক কর্মকাণ্ড – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 31 Jul 2022 14:50:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png অসামাজিক কর্মকাণ্ড – MS TV https://mstvbd.com 32 32 কসবায় অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকায় গ্রেফতার ৪ https://mstvbd.com/?p=7152 https://mstvbd.com/?p=7152#respond Sun, 31 Jul 2022 14:50:23 +0000 https://mstvbd.com/?p=7152 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ৩ নারী ও ১ যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের সাজা দেওয়া হয়েছে।এ সময় তাদের নিকট হইতে ২৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গেল শনিবার (৩০ জুলাই) দিবাগত রাতে কসবা পৌরসভার শান্তিপাড়া এলাকার বেগমের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃত হলেন, সরাইল উপজেলার লালপুর গ্রামের জসীম উদ্দীনের মেয়ে নাসিমা আক্তার জুই (৩০), কসবা উপজেলার কুইয়াপানিয়া গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে নিলুফা আক্তার(৩৮), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে আবুল ইসলাম(৩৫),ও পৌরসভার শান্তিপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার স্ত্রী বিবি বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম বলেন,কসবা পৌরসভার শান্তিপাড়া এলাকার একটি বাড়িতে অসামাজিক কর্মকান্ড চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩ নারী ও ১ যুবককে ২৯৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাস করে সাজা দেওয়া হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7152 0