অসামাজিক কার্যকলাপ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 10 Dec 2021 05:58:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png অসামাজিক কার্যকলাপ – MS TV https://mstvbd.com 32 32 অসামাজিক কার্যকলাপে নারীসহ ছাত্রলীগ নেতা আটক https://mstvbd.com/?p=5720 https://mstvbd.com/?p=5720#respond Fri, 10 Dec 2021 05:58:37 +0000 https://mstvbd.com/?p=5720 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আল আহাদসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চারজন নারী রয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটির তিনতলা ভবনের নিচতলা থেকে তাদের আটক করা হয়।

নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাসিরাবাদ হাউজিংয়ের একটি বাসায় অনৈতিক কার্যকলাপ চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে চার নারীসহ মোট ১০ জনকে আটক করা হয়। আটকদের শুক্রবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5720 0