আইস – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 23 May 2022 08:57:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আইস – MS TV https://mstvbd.com 32 32 টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ করেছে বিজিবি https://mstvbd.com/?p=6902 https://mstvbd.com/?p=6902#respond Mon, 23 May 2022 08:57:30 +0000 https://mstvbd.com/?p=6902 ...বিস্তারিত পড়ুন]]> কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ মে) ভোরে উপজেলার দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এসব মাদক জব্দ করা হয়।

জব্দ ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছেন টেকনাফের ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে দমদমিয়া কামালের জোড়া নামক এলাকার কেওড়া বাগানে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় দুজন ব্যক্তি কেওড়া বাগানে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যান। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় কালো পলিথিনে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ২৮ লাখ টাকা।

অধিনায়ক শেখ খালিদ আরও বলেন, অপরদিকে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপে নাফ নদীর তীরে অবস্থান বিজিবির আরেকটি দল। এক পর্যায়ে দু-তিনজন কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী থেকে বেড়ি বাঁধের ওপরে উঠতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা মাথায় থাকা বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে পাঁচ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6902 0
টেকনাফ থেকে আড়াই কোটি টাকার আইস এনে কেরানীগঞ্জে ধরা https://mstvbd.com/?p=6761 https://mstvbd.com/?p=6761#respond Sun, 17 Apr 2022 07:48:45 +0000 https://mstvbd.com/?p=6761 ...বিস্তারিত পড়ুন]]> রাজধানীর অদূরে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ৫০০ গ্রাম ভয়ংকর মাদক আইসসহ (ক্রিস্টাল মেথ) একজনকে আটক করেছে র‌্যাব-২।

তার নাম মনির হোসেন ওরফে সৌরভ (৩৪)। তার বাড়ি মুন্সিগঞ্জে। জব্দকৃত আইসের দাম প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা অবলম্বন করে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পরিবহন করে রাজধানীসহ এর আশপাশের এলাকায় বিক্রি করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভয়ংকর অতিমূল্যের মাদকের ব্যবহার দেশের উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের মাঝে পরিলক্ষিত হচ্ছে এবং ধীরে ধীরে আমাদের যুব সমাজ এতে আসক্ত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কদমতলা এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মাদক উদ্ধারে ওই স্থানে অভিযান চালায়। সেখান থেকে মনির হোসেন ওরফে সৌরভকে আটক করে। এ সময় তাকে তল্লাশীকালে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম ভয়ংকর মাদক আইস জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

আটক মনির হোসেন জিজ্ঞাসাবাদে জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে আইস এনে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় এজেন্টের কাছে উচ্চমূল্যে বিক্রি করতেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6761 0