আওয়ামীলীগ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 23 Jun 2022 05:49:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আওয়ামীলীগ – MS TV https://mstvbd.com 32 32 প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা https://mstvbd.com/?p=7043 https://mstvbd.com/?p=7043#respond Thu, 23 Jun 2022 05:49:33 +0000 https://mstvbd.com/?p=7043 ...বিস্তারিত পড়ুন]]> ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে ধানমন্ডি-৩২ এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

দেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের বশির সাহেবের রোজ গার্ডেনের বাসভবনে একটি রাজনৈতিক কর্মী সম্মেলনের মাধ্যমে পাকিস্তানের প্রথম বিরোধী দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

মুসলিম লীগের প্রগতিশীল নেতাকর্মীরা সংগঠন থেকে বেরিয়ে প্রতিষ্ঠা করেন আওয়ামী মুসলিম লীগ। প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম কমিটির যুগ্ম-সম্পাদক।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7043 0
কসবায় সাধারণ সম্পাদক পদে জনপ্রিয়তার শীর্ষে জীবন https://mstvbd.com/?p=6810 https://mstvbd.com/?p=6810#respond Thu, 05 May 2022 04:31:50 +0000 https://mstvbd.com/?p=6810 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলতি মাসের ১৪ মে দীর্ঘ প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে, উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সর্বস্তরে নেতৃবৃন্দর মাঝে।

গেল বুধবার (৪মে) সকাল সাড়ে ১১ টার প্রায় কয়েক’শ মোটরসাইকেল নিয়ে কখনো বৃষ্টিতে ভিজে কখনো আবার রোদে পুড়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করে গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।

কসবা পৌর এলাকার টি আলী বাড়ীর মোড় থেকে এ শোডাউন ও গণসংযোগের যাত্রা শুরু, এরপর
খাড়েরা,কুটি,মেহারি,মূলগ্ৰাম,বাদৈর, বিনাউটি, ও গোপীনাথপুর ইউনিয়নের ঘুরে সন্ধ্যায় কসবা পৌর এলাকার সুপার মার্কেটে এসে শেষ হয় গণসংযোগ । এ মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর সাড়ে ৩শ মোটরসাইকেলে করে প্রায় সাড়ে ৭শ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদস্য ও কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য স্লোগান মাস্টার আবির মোহাম্মদ সোহাগ।

এদিকে এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আইনমন্ত্রী আনিসুল হক এমপি সভাপতি পদে একক প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন একাধিক প্রার্থী।

সাধারণ সম্পাদক পদে যেই কয়জন প্রার্থী,এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন। কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগ তাদের পূর্ণ সমর্থন তাকে প্রদান করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6810 0