আখাউড়া – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 08 Mar 2023 16:23:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আখাউড়া – MS TV https://mstvbd.com 32 32 আখাউড়ায় ইসলামিক বক্তা নূরীর জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় আটক ৪ https://mstvbd.com/?p=7959 https://mstvbd.com/?p=7959#respond Wed, 08 Mar 2023 16:22:04 +0000 https://mstvbd.com/?p=7959 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত চাঞ্চল্যকর ইসলামিক বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরীর জিহ্বা কেটে হত্যা চেষ্টা মামলায় চারজনকে আটক করেছে র‌্যাব- ৯।

 

বুধবার (৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা বাস স্ট্যান্ড সংলগ্ন র‌্যাব-৯ এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

 

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়া ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮) ,হাজী আমির আলী ভূঁইয়া ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার থানার বিংলা বাড়ি গ্রামের মৃত শেবু মিয়া ছেলে মো.আমিরুল ইসলাম রিমন (২০) তার বর্তমান ঠিকানা চাওড়া দৌলত বাড়ি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক বলেন, গত ৫ মার্চ রবিবার রাত সোয়া বারোটার দিকে হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরী বিজয়নগরের দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষ করে তার পরিচিত একজনসহ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর রেল ক্রসিং এর উত্তর পাশে ফাঁকা রাস্তার পাশে পৌছামাত্র অজ্ঞাতনামা কয়জন কয়েকজন তাকে হামলা করে তার জিহ্বা কেটে ফেলে।

 

এ ঘটনায় আহতের চাচা মোঃ আব্দুল বাছির ভূঁইয়া (৫৫) বাদী হয়ে এজহার নামীয় ২ জন সহ অজ্ঞাত নামা ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

 

ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তোলে এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে,ছায়া তদন্তের এক পর্যায়ে র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের একাধিক আভিযানিক দল ৭ মার্চ হত্যা চেষ্টার সাথে জড়িত ১ জন এজহারভুক্ত আসামি সহ ৪ জনকে আটক করেছে।

 

সূত্রমতে এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহ্বা কাঁটার ঘটনা সম্পর্কে জানা যায় যে ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম নূরীর দৌলত বাড়ি মাহফিলে বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই এবং সেই বক্তব্যে তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ভিকটিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেই যার ফলশ্রুতিতে ফেরার পথে আসামিরা ভিকটিমের উপর অতর্কিত হামলা করে হামলার ফলে জিহ্বা কেটে যায়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7959 0
আখাউড়ায় পরকীয়া প্রেমিকের প্রতারণায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা https://mstvbd.com/?p=7891 https://mstvbd.com/?p=7891#respond Wed, 22 Feb 2023 05:23:47 +0000 https://mstvbd.com/?p=7891 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়া প্রেমিকের প্রতারণায় এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়ার হোসেনের বাড়ি থেকে সালমা আক্তার লতা (৩৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ,তিনি ইয়ার হোসেনের স্ত্রী ছিলেন।

স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়,স্বামী প্রবাসে থাকায় লতা কুমিল্লার এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবক তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। অতিষ্ঠ হয়ে ওই নারী শনিবার সন্ধ্যায় বিষপান করে। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।এ

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7891 0
আখাউড়ায় হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসি, বাবার যাবজ্জীবন https://mstvbd.com/?p=7308 https://mstvbd.com/?p=7308#respond Mon, 12 Sep 2022 12:28:47 +0000 https://mstvbd.com/?p=7308 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আলোচিত শরীফ খাঁ হত্যা ঘটনায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও তাদের বাবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজাদ রাকিব আহমেদ প্রকাশ তুরান বিষয়টি গণমাধ্যমিকে নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমানত খাঁ প্রকাশ আম খাঁর (৫০) ছেলে জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (২৪)। রায় ঘোষণার সময় আমানত খাঁ আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। তারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আমানত খাঁর সঙ্গে শরীফ খাঁর পরিবারের বিরোধ চলে আসছিল। স্থানীয় মাতব্বররা এ নিয়ে একাধিকবার সালিশ করে বিষয়টি নিষ্পত্তি করলেও আমানত খাঁর পরিবার রায় অমান্য করে।

ঘটনার দিন ২০১৫ সালের ৬ আগস্ট সকালে আমানত খাঁ ও তার তিন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে শরীফ খাঁর বাড়ির একটি গাছ কাটতে থাকেন। এতে শরীফ খাঁ বাধা দেন। আসামিরা ক্ষিপ্ত হয়ে শরীফ খাঁ, তার ছেলে রবিন খাঁ (২২), রাসেল খাঁ (১৮), স্বজন মোশারফ খাঁ (৪৫), বাদশা খাঁ (২৫) ও আছিয়া বেগমকে (৭৫) মারধর করেন। এ সময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে শরীফ খাঁকে মারাত্মক জখম করে চলে যান তারা।

পস্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা শরীফ খাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম হত্যা মামলা করেন। মামলাটি আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরামুল হককে তদন্ত করতে দেওয়া হয়। তদন্তকালেই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মামলার আসামি আমির খাঁ (২৮) মারা যান।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ২৪ এপ্রিল এসআই আকরামুল হক কির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ ও আমানত খাঁ বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন।

মামলার বাদী মাজেদা বেগম বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7308 0
আখাউড়ায় বাড়ি বাড়ি গিয়ে ইফাতর সামগ্রী পৌঁছে দিলেন এক স্বেচ্ছাসেবী সংগঠন https://mstvbd.com/?p=6672 https://mstvbd.com/?p=6672#respond Sat, 02 Apr 2022 13:07:24 +0000 https://mstvbd.com/?p=6672 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বনগজ একতা সমাজ কল্যাণ সংগঠন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে,বনগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু জাফরের উপস্থিতিতে সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র‌ প্রায় ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন,পরে বেলা বাড়ার সাথে সাথে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।  ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, তেল,খেজুর,ডাল,ছানা বুট, টেং, মুড়ি এবং আলো।

এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মনিরুল হক মানিক,ইকবাল হোসেন,বাহার ভুইয়া,সভাপতি খায়রুল ইসলাম,জসিম সরকার,সাধারণ সম্পাদক হানিফ বাদশা,যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন সরকার,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খন্দকার প্রমুখ। এছাড়াও সংগঠনটি প্রবাসী সদস্যদের সহায়তায় ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6672 0