আটক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 23 Aug 2023 09:46:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আটক – MS TV https://mstvbd.com 32 32 বরিশালে মিছিলে গিয়ে জামায়াতের ৪ নেতাকর্মী আটক https://mstvbd.com/?p=8186 https://mstvbd.com/?p=8186#respond Wed, 23 Aug 2023 09:46:43 +0000 https://mstvbd.com/?p=8186 ...বিস্তারিত পড়ুন]]> রাজধানী ঢাকায় দেলাওয়ার হোসেন সাঈদীর গায়বানা জানাজা দিতে না দেওয়াসহ বিভিন্ন দাবিতে বরিশাল নগরীতে মিছিল শুরুর আগে ৪ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নগরীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শেরে বাংলা সড়কের মো. মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) ও বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার চর পত্তনিয়া গ্রামের আল মুঈন (২১)।

 

জামাতের একাধিক নেতার বরাতে জানা যায়, ঢাকায় দেলাওয়ার হোসেন সাঈদীর গায়বানা জানাজা দিতে না দেওয়াসহ বিভিন্ন দাবিতে নগরীতে মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চারজনকে ধরে নিয়ে যায়।

 

তারা আরও জানান, মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশের এমন কাজ গণতন্ত্রকে হত্যা করেছে। আটকদের মুক্তির দাবিসহ এঘটনার তীব্র নিন্দা জানাই।

 

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশের অনুমতি ছাড়াই নগরীর রাজু মিয়ার পুল এলাকায় জামায়াত মিছিল বের করে। সেখানে পুলিশ গেলে সকলে পালিয়ে যায়। এই সময় চারজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8186 0
চট্টগ্রামে পঙ্গুত্বের আড়ালে ইয়াবা পাচার, যুবক আটক https://mstvbd.com/?p=7548 https://mstvbd.com/?p=7548#respond Tue, 08 Nov 2022 06:47:36 +0000 https://mstvbd.com/?p=7548 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামে পঙ্গুত্বের আড়ালে ইয়াবা পাচারের সময় নজরুল ইসলাম আরাফাত (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাদিফকিরহাট এলাকায় বাঁধন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আরাফাত নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে অভিযান চালিয়ে নজরুল ইসলাম আরাফাত নামে এক প্রতিবন্ধীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ১৪০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, ইয়াবাগুলো চট্টগ্রামের পাহাড়তলি থেকে নিয়ে মিরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক ব্যবসায়ী এমরান হোসেনের কাছে যাচ্ছিল। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7548 0
কসবায় ফের গাঁজা বিদেশি মদসহ আটক ৫ https://mstvbd.com/?p=7436 https://mstvbd.com/?p=7436#respond Wed, 05 Oct 2022 13:42:10 +0000 https://mstvbd.com/?p=7436 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চৌকষ অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এর নেতৃত্বে উপজেলার কাইমপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ফের ৬ কেজি গাঁজা ও ১০ বোতল বিদেশি মদসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্ৰামের মালু মিয়ার ছেলে মোখলেছ মিয়া (৩৫), কায়েমপুর গ্ৰামের কামাল হোসেনের ছেলে আছিব (২৬), কুমিল্লার মেঘনা থানার সাতমড়া এলাকার মোঃ সিদ্দিক মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩০), একই থানার রাধানগর এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে রাকিব রায়হান (৩০), লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর থানার পূর্ব চাঁন খালী এলাকার আবু কালাম এর ছেলে মোঃ রাব্বি (২৫)।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে ও কসবা সার্কেল সিনিয়ার সহকারী পুলিশ সুপার কামরুল ইসলামের দিক-নির্দেশনায়, কসবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল বিদেশি মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7436 0
গাজীপুরে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের গুলি, আটক ২ https://mstvbd.com/?p=7275 https://mstvbd.com/?p=7275#respond Fri, 02 Sep 2022 15:29:59 +0000 https://mstvbd.com/?p=7275 ...বিস্তারিত পড়ুন]]> গাজীপুরে পুলিশকে উপর গুলি ছুড়েছে মাদক ব্যবসায়ীরা। এতে এক পুলিশ সদস্য আহত ও এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে অস্ত্র, গুলি ও মাদকসহ ১০ মামলার পলাতক আসামি আব্দুল আজিজ ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন এমএস টিভিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ৩-৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন আ. আজিজ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি তার সহযোগী সোহেল ওরফে মদন সোহেলকে (২৭) ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মাদক ব্যবাসয়ীদের হামলায় কনস্টেবল শাহিন গুরুতর আহত হয়েছেন। মাদক ব্যবসায়ী আজিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আবু সায়েম।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ ও পুলিশ সদস্য শাহিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7275 0
চট্টগ্রামে দোকানে কর্মচারী বেশে চুরি, অবশেষে পুলিশের জালে ধরা https://mstvbd.com/?p=7122 https://mstvbd.com/?p=7122#respond Mon, 18 Jul 2022 21:48:03 +0000 https://mstvbd.com/?p=7122 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের পটিয়ায় একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান থেকে বিপুল পরিমাণ চোরাই ক্যাবল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শান্ত চক্রবর্তী (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক শান্ত দোকানে কর্মচারী বেশে চুরি করতো।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌর সদরের ক্লাব রোডের মল্লিক ট্রেডার্সে অভিযান চালিয়ে আর আর ক্যাবল ব্র্যান্ডের ১০টি বৈদ্যুতিক তারের কয়েল উদ্ধার করা হয়।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং উপ-পরিদর্শক মনোয়ার হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালায়।

এর আগে, গত শনিবার (১৬ জুলাই) দুপুরে একই দোকানে অভিযান চালিয়ে একই ব্র্যান্ডের ১৩টি তারের কয়েল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পটিয়া পৌর সদরের বাস স্টেশন এলাকার আয়েশা ইলেকট্রনিকসে চাকরি করতেন শান্ত চক্রবর্তী। গত তিন মাস আগে থেকে তার কথাবার্তা আর চলাফেরা সন্দেহজনক হওয়ায় দোকানের মালিক বোরহান গত শুক্রবার দোকানের সিসিটিভি ফুটেজ দেখেন।

ফুটেজে তিনি দেখতে পান, শান্ত কৌশলে দামি ক্যাবল চুরি করে নিয়ে যাচ্ছে। ওই সময় শান্ত বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যায়। ওই দিন বিকেলে তার এক নিকট আত্মীয়ের মাধ্যমে কৌশলে শান্তকে ডেকে আনেন মালিক। এরপর শনিবার সকালে তাকে পুলিশে সোপর্দ করেন তিনি। সেদিন শান্তকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।

এরপর গত শনিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকারের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শান্ত।

জবানবন্দিতে আয়েশা ইলেকট্রনিকসের দোকান থেকে গত তিন মাস ধরে ক্যাবল চুরির কথা স্বীকার করে শান্ত। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, শান্ত বিগত চার মাস ধরে ওই দোকানে চাকরি করছে। সে সুবাধে মল্লিক ট্রেডাসের মালিক কৃষ্ণ মল্লিকের সঙ্গে যোগসাজশে দফায় দফায় মূল্যবান মালামাল চুরি করেছে সে।

তিনি আরও জানান, সোমবার রাতে আমরা আবারও মল্লিক ট্রেডার্স নামের একটি ইলেকট্রনিকসের দোকানে অভিযান চালিয়ে ১০টি তারের কয়েল উদ্ধার করি। এ ঘটনার পর ঐ দোকানের মালিক পালিয়ে গেছে। জব্দ করা মালামালের বাজার মূল্য ৮০ হাজার টাকা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7122 0
২ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার https://mstvbd.com/?p=7091 https://mstvbd.com/?p=7091#respond Mon, 04 Jul 2022 08:48:05 +0000 https://mstvbd.com/?p=7091 ...বিস্তারিত পড়ুন]]> রংপুরের কাউনিয়ায় দুই আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আমির হামজা (৪০) নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) রাতে উপজেলার মীরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমির হামজা উপজেলার সোনাতন গ্রামের মৃত ইসমাইল মণ্ডলের ছেলে। তিনি ওই গ্রামের উম্মে হানি মডেল মাদরাসার আবাসিক শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমির হামজা দীর্ঘদিন ধরে মাদরাসার শিক্ষার্থীদের বলাৎকার করে আসছিলেন। ঘটনার দিন ২১ জুন রাত ২টার দিকে ওই মাদরাসার দুই আবাসিক ছাত্র ঘুমিয়ে থাকা অবস্থায় বলাৎকার করেন আমির হামজা। পরে ভোরের দিকে দুই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানান।

এ অভিযোগে ভুক্তভোগী এক ছাত্রের বড় ভাই আমির হামজাকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুল আলম পলাশ এমএস টিভিকে বলেন, রোববার রাত সোয়া ৮টার দিকে অভিযুক্তকে মীরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7091 0
টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ করেছে বিজিবি https://mstvbd.com/?p=6902 https://mstvbd.com/?p=6902#respond Mon, 23 May 2022 08:57:30 +0000 https://mstvbd.com/?p=6902 ...বিস্তারিত পড়ুন]]> কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ মে) ভোরে উপজেলার দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এসব মাদক জব্দ করা হয়।

জব্দ ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছেন টেকনাফের ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে দমদমিয়া কামালের জোড়া নামক এলাকার কেওড়া বাগানে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় দুজন ব্যক্তি কেওড়া বাগানে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যান। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় কালো পলিথিনে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ২৮ লাখ টাকা।

অধিনায়ক শেখ খালিদ আরও বলেন, অপরদিকে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপে নাফ নদীর তীরে অবস্থান বিজিবির আরেকটি দল। এক পর্যায়ে দু-তিনজন কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী থেকে বেড়ি বাঁধের ওপরে উঠতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা মাথায় থাকা বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে পাঁচ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6902 0
আশুলিয়ায় বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার অভিযোগে কারাগারে দোকানি https://mstvbd.com/?p=6876 https://mstvbd.com/?p=6876#respond Tue, 17 May 2022 01:08:57 +0000 https://mstvbd.com/?p=6876 ...বিস্তারিত পড়ুন]]> ঢাকার আশুলিয়ায় বিরিয়ানিতে ‘কুকুরের মাংস’ দেওয়ার অভিযোগে রাজীব নামের এক দোকানিকে আটক করে পুলিশ। একই সঙ্গে ল্যাবে পরীক্ষার জন্য আলামতও সংগ্রহ করেছে পুলিশ।

তবে লিখিতভাবে কোনো অভিযোগকারী না থাকায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৬ মে) দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক রাজীবকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামের চুন্ন হাওলাদারের ছেলে।

খবর নিয়ে জানা যায়, ঘটনার সূত্রপাত রোববার (১৫ মে) দুপুরে। ছেলের বায়না মেটাতে মা রুপালি বেগম আল্লারদান বিরিয়ানি হাউজ থেকে এক প্যাকেট বিরিয়ানি কিনে বাসায় নিয়ে যান। বিরিয়ানি প্যাকেটটি খুলে দেখতে পান মাংসের হাড় খুব চিকন ও কালো। স্বাদও নেই। এতে তার সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় শরীফ নামের এক ব্যক্তিকে জানান। এরপর খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।

ফারুক হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার অভিযোগ তুলেই দোকানে হট্টোগোল শুরু হয়। পরপর কয়েকজন সমঝোতার প্রস্তাবে আসেন। দোকানি আপত্তি তুলতেই পুলিশ চলে আসে। পরে তাকে আশুলিয়া থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, বিরিয়ানি হাউজের মালিক বারবার বলছিলেন, ল্যাবে পরীক্ষার পর আমাকে শাস্তি দেন। তবে কিছু উৎসুক জনতা বিষয়টি অতিরঞ্জিত করে দোকানিকে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে বিরিয়ানির ক্রেতা রুপালি বেগম বলেন, আমি কোথাও কোনো অভিযোগ করিনি। এটাও বলিনি এটি কুকুরের মাংস। শুধু বলেছি এটি গরু না খাসির মাংস। পুলিশ আমার সঙ্গে কোনো কথাও বলেনি।

আল্লাহর দান বিরিয়ানি হাউজের একটি শাখার ব্যবস্থাপক সায়েদ হোসেন বিল্লাল বলেন, ‘এটি ষড়যন্ত্র। আমাদের ব্যবসার সুনাম নষ্ট করতে কেউ পরিকল্পিতভাবে এমনটা করেছে।’

তিনি বলেন, ‘এক বছর হলো দোকানটি দিয়েছি। এখানে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকার বিক্রি হয়। এতে অনেকেরেই হিংসা হয়। এছাড়া আমাদের আশুলিয়ায় আরও ছয়টি শাখা রয়েছে।’

কাঠগড়া বাজারের আলিম নামের এক কসাইয়ের কাছ থেকে নিয়মিত গরুর মাংস কেনা হয় জানিয়ে সায়েদ হোসেন বলেন, ‘কোনোদিন কোনো ধরনের অভিযোগ পাইনি। ঘটনার দিনও তার কাছ থেকে মাংস আনা হয়। ঘটনার পর কয়েকজন টাকার বিনিময়ে বিষয়টি মিটমাটের প্রস্তাব দেন। রাজীব যখন রাজি হননি তখনই ঝামেলা শুরু।

মাংস কেনার বিষয়ে জানতে কথা হয় স্থানীয় আলিম কসাইয়ের সঙ্গে। তিনি বলেন, ‘মাংস আমি দিয়েছি। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ কেজি গরু মাংস নেন তারা। একদিন মিস হলে দু-দিনের মাংস একদিনে নিয়ে যায়। ফ্রিজে রাখে। গরু জবাইয়ের ক্ষেত্রে আমাদের বাজার কমিটি প্রতিদিন যাচাই-বাছাই করে এখানে। অন্য কিছু করার কোনো সুযোগ নেই।’

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়। আলামত হিসেবে মাংস জব্দ করে পরীক্ষার জন্য উপজেলা ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

এসআই আরও বলেন, ‘কোনো অভিযোগকারী না থাকায় আটক রাজীবকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাই। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম বলেন, ‘আশুলিয়া থানার এক কর্মকর্তা মাংস পরীক্ষার জন্য যোগাযোগ করেছেন। কিন্তু এখনো আলামত হাতে পাইনি। আমাদের এখানে সম্ভব না হলে প্রয়োজনে ঢাকার ল্যাবে পরীক্ষার জন্য পাঠাবো।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6876 0
খুলনায় দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩ https://mstvbd.com/?p=6872 https://mstvbd.com/?p=6872#respond Mon, 16 May 2022 07:53:49 +0000 https://mstvbd.com/?p=6872 ...বিস্তারিত পড়ুন]]> খুলনায় দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার (১৬ মে) দুপুরে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- নাইম মোড়ল, মোজাহিদুল ইসলাম (২৩) ও আজিজুল মোড়ল (২৪)।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহিদুর রহমান জানান, রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন নম্বর আসামি নাইমকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ একজনকে ও র‌্যাব দুজনকে আটক করে।

তিনি আরও বলেন, ধর্ষণের শিকার দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এর পূর্বে গেল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি গ্রামে দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6872 0
ময়মনসিংহে দেড় কেজি সাপের বিষসহ আটক ৫ https://mstvbd.com/?p=6780 https://mstvbd.com/?p=6780#respond Mon, 25 Apr 2022 12:53:43 +0000 https://mstvbd.com/?p=6780 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহে ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন-তারাকান্দা উপজেলার মৃত আ. কাদের ভূইয়ার ছেলে খোরশিদ আলম ভূইয়া (৪৫), মৃত আ. মজিদের ছেলে আ. গফুর (৬১), আহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), রফিক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১৯) ও আ. রশিদের ছেলে রউফ মিয়া (৩৫)।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস এ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন।

জব্দ সাপের বিষের মূল্য ৮ কোটি ১৪ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তা জালাল অ্যান্ড সন্স নামের দোকানে অভিযান চালায় র‌্যাব। অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ জব্দ করা হয়।

র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মাসুরা আক্তার জাগো নিউজকে বলেন, আটকদের কাছ থেকে ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ জব্দ করা হয়। এগুলোর দাম ৮ কোটি ১৪ লাখ টাকা।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এমএস টিভিকে বলেন, সাপের বিষ জব্দের ঘটনায় র‌্যাব-১৪-এর ওয়ারেন্ট অফিসার ছানেয়ার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যম জেলহাজতে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6780 0