আনিসুল হক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 27 Jun 2023 16:29:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আনিসুল হক – MS TV https://mstvbd.com 32 32 শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানালে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না : আইনমন্ত্রী https://mstvbd.com/?p=8162 https://mstvbd.com/?p=8162#respond Tue, 27 Jun 2023 16:24:49 +0000 https://mstvbd.com/?p=8162 ...বিস্তারিত পড়ুন]]> আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময় ও ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

 

এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অঙ্গীকার করেছিলেন, বাংলাদেশের একজন লোকও গৃহহীন থাকবে না, তিনি (প্রধানমন্ত্রী) তারপর বলেছেন যাদেরকে গৃহ দিলাম তাদের যেন কর্মসংস্থান হয় সেই ব্যবস্থাও আমরা করবো ইনশাল্লাহ।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ সাহগীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান প্রমুখ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8162 0
আমি সেই দিন হব শান্ত: সিরাজুল হক স্কুল এন্ড কলেজে আইনমন্ত্রী https://mstvbd.com/?p=6504 https://mstvbd.com/?p=6504#respond Fri, 25 Feb 2022 22:28:41 +0000 https://mstvbd.com/?p=6504 ...বিস্তারিত পড়ুন]]>

আমি সেই দিন হব শান্ত,যেদিন একজন বলবে, সিরাজুল হক স্কুল এন্ড কলেজ এমন একটি প্রতিষ্ঠান,সেখান থেকে খুব ভালো ছাত্র ছাত্রীর পয়দা হয়,বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিজ গ্রাম পানিয়ারুপে মন্ত্রীর পিতার নামে প্রতিষ্ঠিত সিরাজুল হক স্কুল এন্ড কলেজে উপস্থিত হয়ে এক বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

পানিয়ারুপ গ্রামে সিরাজুল হক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী আরও বলেন, আমি এমন একটা স্কুল বা কলেজ প্রতিষ্ঠা করতে চাইনা যেখানে নাম সর্বস্ব থাকবে আর কিছু থাকবে না, আমি সেটা চাইনা, আমি চাই এখানে যেই স্কুল এন্ড কলেজটি হচ্ছে এটার যে স্ট্যান্ডার হবে, সেটা বাংলাদেশের কোন ভালো স্কুল এন্ড কলেজের স্ট্যান্ডারের চেয়ে কম না। আমি সেই দিন হব শান্ত,যেদিন একজন বলবে, সিরাজুল হক স্কুল এন্ড কলেজ এমন একটি প্রতিষ্ঠান,সেখান থেকে খুব ভালো ছাত্র ছাত্রীর পয়দা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম,কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6504 0