আনোয়ার হোসেন আফসারী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 05 Apr 2022 12:26:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আনোয়ার হোসেন আফসারী – MS TV https://mstvbd.com 32 32 আনোয়ার হোসেন আফসারী নামের এক বক্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ https://mstvbd.com/?p=6692 https://mstvbd.com/?p=6692#respond Tue, 05 Apr 2022 12:26:52 +0000 https://mstvbd.com/?p=6692 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মাওলানা আনোয়ার হোসেন আফসারী নামক এক বক্তার বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, প্রায় ২ বছর পূর্বে উপজেলার কুটি ইউনিয়নের ইয়াকুব নগর গ্রামের তাজুল ইসলামের ছেলে মাওলানা আনোয়ার হোসেন আফসারীর সঙ্গে ইসলামী রেওয়াজ অনুযায়ী তার বিবাহ হয়।

বিয়েক কয়েকদিন পর থেকেই যৌতুকের দাবিতে শুরু হয় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন, এরমধ্যে এক কন্যা সন্তানের জননী হন তিনি, ওই সন্তানের খোঁজখবর পর্যন্ত নেয়নি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

এমত অবস্থায় গেল রবিবার (৩ এপ্রিল) সকালে তার সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে গেলে, তাকে তার শশুর তাজুল ইসলাম ও স্বামী আনোয়ার হোসেন মারধোর করে এক পর্যায়ে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও জানান ওই গৃহবধূ।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে কসবা থানায় ওই গৃহবধূ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূর বড় ভাই সুমন জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দ্বারা হুমকি-ধামকি দিয়ে অভিযোগ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে তার ভগ্নিপতি আনোয়ার হোসেন আফসারি ও তার পিতা তাজুল ইসলাম।
এমত অবস্থায় তারা অনিরাপত্তায় ভুগছে বলেও জানান ওই গৃহবধূর বড় ভাই সুমন। শুধু তাই নয় এরপূর্বে একাধিকবার এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিচার সালিশ হলেও তার কোনো কর্ণপাত করেননি আনোয়ার হোসেন আফসারী।

অভিযোগ সম্বন্ধে জানতে আনোয়ার হোসেন আফসারীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা পিপিএম-সেবা বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6692 0