আবৃতি শিল্পী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 27 Aug 2022 08:04:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আবৃতি শিল্পী – MS TV https://mstvbd.com 32 32 বরিশালে আবৃতি শিল্পী শামসুন্নাহার নিপা মরদহ উদ্ধার https://mstvbd.com/?p=7257 https://mstvbd.com/?p=7257#respond Sat, 27 Aug 2022 08:04:18 +0000 https://mstvbd.com/?p=7257 ...বিস্তারিত পড়ুন]]> বরিশালে শামসুন্নাহার নিপা (২৫) নামে স্বর্ণপদকজয়ী আবৃত্তি শিল্পীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রেমিক আমিরুল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) নরসিংদী থেকে গ্রেফতার করে রাতে তাকে বরিশালে নিয়ে আসা হয়েছে। শনিবার আত্মহত্যায় প্ররোচনা মামলায় আমিরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ।

আমিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে। আমিরুল ইসলামের বড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তিনি নরসিংদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

শামসুন্নাহার নিপা বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের একটি কক্ষে ছোট বোনকে নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম ফজলুল করিম। তিনি বরিশাল জেলা উদীচীর সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

নিপা বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন। তিনি বরিশাল নাটকের কবিতার ক্লাসের সদস্য ছিলেন। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় ২০২২ সালে জিয়াউল হক স্বর্ণপদক লাভ করেন।

গত ৩ আগস্ট সকালে নিজ কক্ষের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিপার স্বজনরা তখন জানিয়েছিলেন, নগরীর উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের একটি কক্ষে ছোট বোন ডালিয়াকে নিয়ে ভাড়া থাকতেন নিপা। তবে বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে বিষণ্ন ছিলেন।

স্বজনরা আরও জানান, আত্মহত্যার আগে নিপা নিজের ফেসবুক আইডি থেকে দুটি পোস্ট দিয়েছিলেন। যার একটিতে লিখেছেন ‘সব প্রস্থান বিদায় নয়’।

বরিশাল কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, শামসুন্নাহার নিপার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তার ছোট বোন ডালিয়া আক্তার বাদী হয়ে গত ১৩ আগস্ট কোতয়ালি মডেল থানা মামলা করেন। মামলায় আমিরুল ইসলামকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে নিপাকে আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্ত করা হয়েছে।

এজহারে উল্লেখ করা হয়েছে, আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নিপা বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে যেতেন আমিরুল। একপর্যায়ে নিপাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন আমিরুল। এতে নিপা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই নিপা আত্মহত্যার পথ বেছে নেন।

পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন এমএস টিভিকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান আমিরুলের অবস্থান নিশ্চিত নরসিংদীতে যান। সেখান থেকে গ্রেফতার করে রাতে আমিরুলকে বরিশাল নিয়ে আসা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7257 0