আসাদউদ্দিন – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 04 Feb 2022 07:56:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আসাদউদ্দিন – MS TV https://mstvbd.com 32 32 ভারতে মুসলিমিন প্রধানের গাড়িতে গুলি, নিহত ১ https://mstvbd.com/?p=6353 https://mstvbd.com/?p=6353#respond Fri, 04 Feb 2022 07:56:04 +0000 https://mstvbd.com/?p=6353 ...বিস্তারিত পড়ুন]]> ভারতের উত্তর প্রদেশের হাপুরে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে দিল্লি সীমানার কাছে একটি টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।

তার দলের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লি সীমানার কাছে একটি টোলপ্লাজায় ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন। সন্ধ্যায় ওয়েইসি বলেন, গুলি চালানোর পরই অস্ত্র ফেলে পালায় হামলাকারীরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়ির টায়ার ফেটে যায়। পরে তাকে অন্য একটি গাড়িতে করে দিল্লি ফিরতে হয়।

টুইটারে ওয়েইসি লিখেছেন, কিথৌরে ভোটের প্রচারে অংশ নেওয়ার পর দিল্লি ফিরছিলাম। ছজারসি টোলপ্লাজার কাছে দুজন আমার গাড়ি লক্ষ্য করে তিন-চার রাউন্ড গুলি চালায়। তাদের দলে মোট ৩-৪ জন ছিল।

তেলঙ্গানার হায়দরাবাদের সংসদ সদস্য ওয়েইসির দল এ র উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে স্থানীয় কয়েকটি ছোট সংগঠনের সঙ্গে সমঝোতা করে লড়তে নেমেছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6353 0