আসামি পলাতক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 28 May 2023 05:34:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png আসামি পলাতক – MS TV https://mstvbd.com 32 32 হাতকড়াসহ পালানো আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ https://mstvbd.com/?p=8075 https://mstvbd.com/?p=8075#respond Sun, 28 May 2023 05:34:07 +0000 https://mstvbd.com/?p=8075 ...বিস্তারিত পড়ুন]]> চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানা পুলিশের হাত থেকে হাতকড়াসহ মাসুদ রানা (২৮) নামক এক আসামি পালিয়ে যাওয়ার তিনদিন পার হয়ে গেলেও এখনো তাকে গ্ৰেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার (২৪ মে) রাতে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি চর এলাকায় গ্রেফতার মাসুদ রানাকে নিয়ে অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে। এরপর তিনদিন পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়, মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি জেলেপাড়ার নাজিবুল ইসলামের ছেলে।

বুধবার রাতে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে বিজিবির সহায়তায় গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসার পর গ্রেফতার আসামির মোবাইলে হেরোইনের ছবি দেখা যায়।

পরে তাকে সঙ্গে নিয়ে দুর্গম চরাঞ্চল আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশের একটি বিশেষ টিম। অভিযানে গিয়ে গ্রেফতার আসামির দেখানো মতে এক কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

ফেরার পথে পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে মাসুদ হাতকড়াসহ নিয়েই দৌড়ে অন্ধকারে হারিয়ে যান। এরপর পুলিশ পিছু নিলেও তাকে ধরতে পারেনি। অভিযানে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব, জালাল উদ্দীন, নাসির উদ্দীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নয়ন কৃষ্ণ হোড়, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, মাসুদ রানার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তার বাবা নাজিবুল ইসলামও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি এখন ভারতে আত্মগোপনে আছেন। তার ভাইও মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মাসুদ রানাকে গ্রেফতারের পর মাদকের একটি বড় চালানের সন্ধান পায় পুলিশ। এরপর রাতে তাকে নিয়ে মাদক উদ্ধারে যায় পুলিশের একটি দল। অভিযানে গিয়ে গ্রেফতার আসামির দেখানো মতে এক কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, অভিযানের সময় চরাঞ্চলের ওই গ্রামে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বজ্রপাত ও বৃষ্টির সময় আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। আমরা তাকে গ্রেফতারে বিজিবি ও জনপ্রতিনিধিদের সহায়তায় অভিযান চালাচ্ছি। আশা করি, খুব শীঘ্রই মাসুদ ধরা পড়বে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8075 0