ইউপি নির্বাচন – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 25 Apr 2022 13:17:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ইউপি নির্বাচন – MS TV https://mstvbd.com 32 32 দেশের ১৩৫ ইউপি ও ৬ পৌরসভার নির্বাচন ১৫ জুন https://mstvbd.com/?p=6783 https://mstvbd.com/?p=6783#respond Mon, 25 Apr 2022 13:17:38 +0000 https://mstvbd.com/?p=6783 ...বিস্তারিত পড়ুন]]> ১৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি), ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদে আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিকেলে এসব এলাকার তালিকা প্রকাশ করা হয়।

এর আগে সকালে সচিব বলেন, একই তফসিলে কুমিল্লা সিটি করপোরেশন, ১৩৫টি ইউপি, ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

স্থানীয় সরকার এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোটগ্রহণ হবে ১৫ জুন।

যে ১৩৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হবে-

নীলফামারী সদরের খোকশাবাড়ী; লালমনিরহাটের পাটগ্রামের বাউরা; কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাট; গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া এবং সুন্দরগঞ্জের হরিপুর; বগুড়ার কাহালুর দুর্গাপুর, নন্দীগ্রামের বুড়ইল; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট; সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর, শাহজাদপুরের সোনাতনী; মেহেরপুরের সদরের আমঝুপি, পিরোজপুর, শ্যামপুর ও বারাদি; ঝিনাইদহের সদরের সুরাট ও পাগলাকানাই (পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হবে); বরগুনার তালতলীর পচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা; পটুয়াখালী সদরের জৈনকাঠী, কালিকাপুর, ইটবাড়িয়া, মৌকরণ ও লাউকাঠী, কলাপাড়ার লতাচাপলী ও ধুলাসার এবং দশমিনার চরবোরহান; ভোলার দৌলতখানের সৈয়দপুর ও হাজিপুর, মনপুরার মনপুরা এবং লালমোহনের কালমা ও রমাগঞ্জ; বরিশালের উজিরপুরের শিকারপুর, হিজলার হিজলা-গৌরব্দী ও ধুলখোলা, মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর, চরএক্করিয়া, গোবিন্দপুর, আন্দারমানিক, জয়নগর ও লতা; পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ি দোবড়া ও কলারদোয়ানিয়া; টাঙ্গাইলের সখিপুরের গজারিয়া ও দাড়িয়াপুর, মধুপুরের কুড়ালিয়া, মহিষমারা, বেরীবাইদ, কুড়াগাছা, আউশনারা, অরণখোলা, ফুলবাগচালা ও শোলাকুড়ী, মির্জাপুরের ভাওড়া, বহরিয়া, লতিফপুর, ফতেপুর, আজগানা ও তরফপুর, সদরের ছিলিমপুর, নাগরপুরের ভারড়া, বাসাইলের কাশিল ও বাসাইল সদর, গোপালপুরের হেমনগর ও ঝাওয়াইল; জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানী, ইসলামপুরের কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী; মুন্সিগঞ্জের লৌহজংয়ের তেউটিয়া, গজারিয়ার বাউশিয়া; ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া; গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক; নরসিংদীর মনোহরদীর খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর; নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া; ফরিদপুরের মধুখালীর কামালদিয়া; মাদারীপুরের কালকিনির এনায়েতপুর ও পূর্ব এনায়েতপুর, রাজৈরের হোসেনপুর, খালিয়া, বদরপাশা ও আমগ্রাম, শিবচরের সন্যাসীর চর, উমেদপুর ও ভদ্রাসন; শরীয়তপুরের জাজিরার বড়কৃষ্ণনগর, বড়গোপালপুর, কুন্ডেরচর, পালেরচর, পূর্ব নাওডোবা ও বিলাসপুর, গোসাইরহাটের ইদিলপুর; হবিগঞ্জের বানিয়াচংয়ের বানিয়াচং দক্ষিণ পশ্চিম; ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম, বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ও দড়িয়াদৌলত; কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা, মুরাদনগরের মুরাদনগর; নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা ও মোহাম্মদপুর, সদরের বিনোদপুর, হাতিয়ার হরনী ও চানন্দী; চট্টগ্রামের সন্দ্বীপের দীর্ঘাপাড়, ফটিকছড়ির ভূজপুর, হাটহাজারীর ফরহাদাবাদ, কর্ণফুলীর চর পাথরঘাটা, সাতকানিয়ার এওচিয়া, বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালিপুর, বৈরছড়ি, কাথরিয়া, সরল, শীলকুপ, চাম্বল, পুঁইছড়ি, শেখেরখীল ও ছনুয়া; কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ও কালারমারছড়া; এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ।

যে ছয় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে

গোপালগঞ্জের গোপালগঞ্জ ও মুকসুদপুর; সিলেটের বিয়ানীবাজার; রাঙ্গামাটির বাঘাইছড়ি; মেহেরপুরের মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভা।

এছাড়া একইদিন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6783 0
কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন যারা https://mstvbd.com/?p=6357 https://mstvbd.com/?p=6357#respond Fri, 04 Feb 2022 13:49:46 +0000 https://mstvbd.com/?p=6357 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯নং কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইকতিয়ার আলম রনি।

কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,ও ৩নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়েছেন,লুৎফা বেগম। ৪,৫ ও ৬নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়েছেন,সালেহা দেওয়ান। ৭,৮ ও ৯নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়েছেন,নূর নাহার বেগম।

কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন,২নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ, ৩নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইউসুফ মিয়া,৪নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর,৫নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন সুমন সরকার,৬নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন, ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন,৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন, মোঃ আবুল হাসান,৯নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মতিন ভূঁইয়া।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6357 0
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বতন্ত্রপ্রার্থীর গাড়ি ভাঙচুর https://mstvbd.com/?p=6344 https://mstvbd.com/?p=6344#respond Fri, 04 Feb 2022 07:24:00 +0000 https://mstvbd.com/?p=6344 ...বিস্তারিত পড়ুন]]> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরনের (ঘোড়া) গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তার নির্বাচনী অফিস থেকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম মিরন জানান, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বীরা আমার ওপর হামলা চালাতে এসে গাড়ি ভাঙচুর করেছে। গেল দুইদিন তারা আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) চরকাঁকড়াসহ কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চরকাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6344 0
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো কসবায় ৭টি ইউপি নির্বাচন https://mstvbd.com/?p=6289 https://mstvbd.com/?p=6289#respond Mon, 31 Jan 2022 17:52:38 +0000 https://mstvbd.com/?p=6289 ...বিস্তারিত পড়ুন]]> উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতার মধ্য দিয়ে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ,শেষ হয় বিকেল ৪টায়।

কিন্তু সকাল ৯টার দিকে বেশ কয়েকটি ভোটকেন্দ্রের বুথে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়, ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভোট প্রদান করতে হয়েছে ভোটারদের। এই ভোগান্তির পরেও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, কারণ দীর্ঘদিন পর এমন আনন্দঘন পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে পেরেছেন। এমনটাই জানিয়েছেন অনেক ভোটাররা।

অন্যদিকে টানটান উত্তেজনাময় ভোট যুদ্ধের খেলায় জয় পরাজয় মেনে নিয়ে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকর্মী ও এ এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঘরে ফিরেছেন সকল প্রার্থীরা।

এদিকে কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটো রিস্কা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ছায়েদুর রহমান মানিক।

কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইকতিয়ার আলম রনি।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেবিল ফ্যান প্রতীকে বিপুল ভোটে জয় যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান।

বিনাউটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাজমুল আলম খান বেদন।

বাদৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিপন আহম্মেদ ভূঁইয়া।

মেহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেবিল ফ্যান প্রতীকের বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোশারফ হোসেন মোর্শেদ।

বায়েক ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটো রিস্কা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে, বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন বেলাল।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6289 0
শান্তিপূর্ণভাবে চলছে কসবার ৬৪টি কেন্দ্রের ভোটগ্রহণ https://mstvbd.com/?p=6264 https://mstvbd.com/?p=6264#respond Sun, 30 Jan 2022 19:09:23 +0000 https://mstvbd.com/?p=6264 ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে,ভোটাধিকার প্রয়োগ করছেন ১৪৪৫৫২ জন ভোটার। ইভিএমে ষষ্ঠ ধাপে দেশের ২১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ৩১ জানুয়রি, এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় প্রতীক বিহীন বা নির্দলীয় হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরিস্থিতি শান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনে রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6264 0
কসবায় মসজিদে টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে যুবক আটক https://mstvbd.com/?p=6256 https://mstvbd.com/?p=6256#respond Fri, 28 Jan 2022 12:17:29 +0000 https://mstvbd.com/?p=6256 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নে মসজিদে টাকা বিতরণ করে ভোটারদের প্রবাহিত করার অপরাধে মোঃ হোসেন নামের এক যুবককে আটক করেন স্থানীয়রা।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে কাইমপুর ইউনিয়নের চাটুয়াখলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

আটক হওয়া হোসেন হলেন,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও কামালপুর গ্রামের কনু মিয়ার ছেলে এবং চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী ভূঁইয়া (চেয়ারম্যান) এর সমর্থক।

স্থানীয় জানান, মোঃ হোসেন মিয়া খামের ভেতর টাকা ভরে অটো রিকশা প্রতীকে ভোট চেয়ে টাকা বিতরণ কালে তাকে আটক করেন স্থানীয়রা,এ সময় তাঁর নিকট থেকে ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে হোসেন মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তার সাথে থাকা ২৮ হাজার টাকা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে অভিযুক্ত হোসেন মিয়া বলেন, শুক্রবার জুম্মা নামাজের পূর্বে ওই এলাকার কয়েকটি মসজিদের ইমামদের ৫০০ টাকা করে সম্মানী দিতে গিয়েছিলেন তিনি , সে সময় প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার আলম রনির সর্মথকরা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে এ এলাকায় নির্বাচনী আচরণবিধির প্রতিপালন নিশ্চিতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, মসজিদে টাকা বিতরণ করে এলাকার ভোটারদের প্রবাহিত করার অপরাধে হোসেন মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তার সাথে থাকা ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

এদিকে আসছে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ ধাপে কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন দুই জন, প্রার্থীরা হলেন, বর্তমান কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী ভূঁইয়া ও ইকতিয়ার আলম রনি, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫০১৫ জন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6256 0
চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগকালে শিশু গুলিবিদ্ধ https://mstvbd.com/?p=6250 https://mstvbd.com/?p=6250#respond Thu, 27 Jan 2022 07:38:36 +0000 https://mstvbd.com/?p=6250 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে গণসংযোগের সময় সহিংসতায় মো. মারুফ (১০) নামে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু মারুফ খাগরিয়ার ৫নং ওয়ার্ড এলাকার মো. এয়াকুবের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, খাগরিয়ার জোড়ার কুল এলাকায় বেলা ১১টার দিকে গণসংযোগ করছিলেন মোটরসাকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। এসময় হঠাৎ করেই গুলির আওয়াজ শোনা যায়। গণসংযোগে আসা লোকজন ছুটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে শিশু মারুফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন বলেন, সকাল থেকে গণসংযোগ করছিলাম। জোড়ার কুলে যাওয়ার পরপর নৌকা প্রার্থী আক্তার হোসেনের লোকজন হামলা চালায় আমাদের ওপর। তারা প্রকাশ্যে গুলি ছুড়ছিলো। এসময় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এর আগেও আক্তারের লোকজন আমার অনুসারীদের ওপর হামলা ও বেশ কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমি এ বিষয়ে গতকাল (বুধবার) রাতেও সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে এসেছি।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন জাগো নিউজকে বলেন, বাজারে অফিস উদ্বোধনের নামে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন দু-তিনশ সশস্ত্র লোক এনে আমার বাড়িসহ এলাকার লোকজনের ওপর হামলা চালায়। তার ভাড়াটে লোকদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, খাগরিয়া এলাকায় একটা ঝামেলার কথা শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি।

গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন সংবাদ এখনো আমরা পাইনি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6250 0
একই মঞ্চে কাইমপুর ইউনিয়নের সকল প্রার্থী https://mstvbd.com/?p=6176 https://mstvbd.com/?p=6176#respond Tue, 18 Jan 2022 08:46:35 +0000 https://mstvbd.com/?p=6176 ...বিস্তারিত পড়ুন]]> সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে,একই মঞ্চে উপস্থিত করা হয় আসন্ন ৯নং কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মইনপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় কসবা থানা পুলিশের উপ পরিদর্শক ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ নাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর ভূঁঞা (পিপিএম-সেবা),কাইমপুর ও বায়েক ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, দুই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী,ইয়াকুব আলী ভূঁইয়া (চেয়ারম্যান) ও ইকতিয়ার আলম রনি,৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ) ৩৪জন, সংরক্ষিত (নারী) ১৩ জন। ৯নং ওয়ার্ডের ১জন সাধারণ সদস্য প্রার্থী অনুপস্থিত ছিলেন।

আসন্ন ৯ং কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন, পরস্পর প্রার্থীদের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখবেন,৩১ জানুয়ারি জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিবেন তা মাথা পেতে নিবেন বলে সবাই ওয়াদাবদ্ধ হয়।

এদিকে আসছে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কাইমপুর ইউনিয়ন পরিষদ সহ কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরমধ্যে কাইমপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৫০১৫ জন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6176 0
এবার ইউপি মেম্বার হলেন তৃতীয় লিঙ্গের পপি https://mstvbd.com/?p=6094 https://mstvbd.com/?p=6094#respond Thu, 06 Jan 2022 19:37:38 +0000 https://mstvbd.com/?p=6094 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহে এবার সংরক্ষিত নারী মেম্বার পদে নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন পপি। তিনি শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন।

বুধবার (৫ জানুয়ারি) এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শম্পা হেলিকপ্টার প্রতীকে পান ২ হাজার ১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিহা খাতুন ৫১৪ ও লিলি খাতুন ৩২৫ ভোট পেয়েছেন।

শম্পা ওই ইউনিয়নের ফুলহরি গ্রামে বসবাস করেন। তার আসল বাড়ি মাগুরার শালিখা উপজেলার আড়াপাড়া গ্রামে। তিনি আড়পাড়া গ্রামের শেখ রুহুল হাওলাদারের চতুর্থ সন্তান। তার আরও দুই ভাই ও দুই বোন রয়েছে।

২০০৬ সালের দিকে পরিবার ছেড়ে শৈলকুপায় চলে আসেন শম্পা খাতুন। সেই সুবাদে তিনি এখানকার ভোটার। ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন নবনির্বাচিত মেম্বার শম্পা।

বিজয়ের পর অনুভূতি প্রকাশ করে শম্পা খাতুন পপি বলেন, সবাই আমাকে যে এত ভালোবাসেন তা ভোটের পর বুঝেছি। আমি বাকি জীবন ভোটারদের নিয়ে কাটিয়ে দিতে চাই। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা চান শম্পা।

বাদশা নামের এক ভোটার জানান, শম্পা খাতুন দীর্ঘদিন এখানে থাকার ফলে সবার সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। তার আচার-ব্যবহার খুব ভালো। যে কারণে সবাই তাকে ভোট দিয়েছেন।

ফুলহরি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ খান জানান, সংরক্ষিত ওই ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের মধ্যে শম্পা নির্বাচিত হয়েছেন।

এর আগে দেশে প্রথম তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন ঝিনাইদহের নজরুল ইসলাম ঋতু। গত বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু।

তিনি মোট ভোট পেয়েছেন নয় হাজার ৫৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পান ৪ হাজার ৫২৯ ভোট। ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6094 0
সাতক্ষীরায় ১০ ইউনিয়নের ৭টিতে হারলো নৌকা https://mstvbd.com/?p=6014 https://mstvbd.com/?p=6014#respond Thu, 30 Dec 2021 13:42:30 +0000 https://mstvbd.com/?p=6014 ...বিস্তারিত পড়ুন]]> চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরায় ১০টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকার প্রার্থী জয় লাভ করেছেন। বাকি ৭ ইউনিয়নে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ের মালা গলায় পরেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ বিষয়টি করেছেন।

শ্যামনগর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নে অসীম কুমার মৃধা (নৌকা), নুরনগর ইউনিয়নে বখতিয়ার আহমেদ (নৌকা), কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী গাজী আনিছুজ্জামান আনিচ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম, গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম, রমজাননগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুরে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমজাদুল ইসলাম ও আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ।

এছাড়া জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ আজিজুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6014 0