ইমরান খান – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 06 Mar 2023 09:23:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ইমরান খান – MS TV https://mstvbd.com 32 32 কুমিল্লার আফজাল খান পুত্র ইমরান খান মৃত্যুবরণ করেছেন https://mstvbd.com/?p=7929 https://mstvbd.com/?p=7929#respond Mon, 06 Mar 2023 09:23:34 +0000 https://mstvbd.com/?p=7929 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা প্রয়াত আফজল খানের পুত্র ও কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ খান (ইমরান খান) মৃত্যুবরণ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার(৬ মার্চ) সকালে কুমিল্লা শহরের ঠাকুরপাড়ার তার নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। পরে কুমিল্লা মুন হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় বোন কু‌মিল্লা মহানগর আওয়ামীলী‌গের সাবেক সহ-সভাপ‌তি ও সংর‌ক্ষিত নারী আসনের সংসদ সদস‌্য আঞ্জুম সুলতানা সীমা।

মাসুদ পারভেজ খান ইমরান কু‌মিল্লা চেম্বার অব কমার্সের সভাপ‌তি ,এফ‌বিসি‌সিআই প‌রিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলী‌গের তথ‌্য ও গ‌বেষণা উপ ক‌মি‌টির সদস‌্য ছিলেন।

জানাযার নামায আজ সোমবার (৬ মার্চ) রাত ৯টায় কান্দিরপাড়স্থ টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে বলেও জানান গেছে।

এদিকে তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন MS TV & MSTVBD.COM এর সম্পাদক ও প্রকাশক মোঃ সাদ্দাম হোসাইন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7929 0
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৬ মাস জেল হতে পারে ! https://mstvbd.com/?p=7236 https://mstvbd.com/?p=7236#respond Tue, 23 Aug 2022 08:17:21 +0000 https://mstvbd.com/?p=7236 ...বিস্তারিত পড়ুন]]> আদালত অবমাননার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন ইসলামাবাদ হাইকোর্ট। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের জেল হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীর।

সিন্ধু হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শায়েক উসমানি বলেছেন, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে পিটিআই চেয়ারম্যানকে ছয় মাসের জেলে যেতে হতে পারে।

শুধু তাই নয়, বিচারে দোষী সাব্যস্ত হলে ইমরান খান নির্বাচনের জন্য অযোগ্য হবেন এবং আগামী পাঁচ বছরের জন্য ভোটে অংশ নিতে পারবেন না। সোমবার (২২ আগস্ট) জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওই বিচারপতিকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয় শুধু কি একজন বিচারকের নাম নেওয়ায় এ শাস্তি হতে পারে? উত্তরে উসমানি বলেন, ‘যদি কোনো আদালত আপনার বিরুদ্ধে রায় দেন, আপনি রায়ের সমালোচনা করতে পারেন, বিচারকের নয়’।

তিনি আরও বলেন, তিনি পিটিআই চেয়ারম্যানকে বিপদের মধ্যে দেখছেন কারণ তিনি উত্তেজনা থেকে একটি বড় ভুল করেছেন। ইমরান খান ক্ষমা চাইলেও হয়তো নাও পেতে পারেন।

এদিকে, জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের রেজিস্ট্রার বিষয়টি উত্থাপন করেন। এতে সম্মতি দেন অন্য বিচারকরাও। পরে আদালত এ সিদ্ধান্ত নেন।

বিচারক ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার একদিন পর আদালত অবমাননার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরুর এ সিদ্ধান্ত এলো। সন্ত্রাস দমন আইনের ওই মামলায় সোমবার হাইকোর্ট ২৫ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন।

শনিবার (২০ আগস্ট) ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা, এক নারী বিচারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আমলাতন্ত্রকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7236 0
ইমরানের আহবানে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট https://mstvbd.com/?p=6678 https://mstvbd.com/?p=6678#respond Sun, 03 Apr 2022 09:10:35 +0000 https://mstvbd.com/?p=6678 ...বিস্তারিত পড়ুন]]> পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

রোববার প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশটির সংবিধানের ৫ম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

অন্যদিকে নির্বাচনের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান ইমরান খান। অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট রোববার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ।

এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছেন ডেপুটি স্পিকার। একটি সূত্র বলছে, আগামী ৯০ দিনের মধ্যেই হয়তো আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6678 0