উদ্ধার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 02 Jun 2023 08:17:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png উদ্ধার – MS TV https://mstvbd.com 32 32 ২৮২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি https://mstvbd.com/?p=8084 https://mstvbd.com/?p=8084#respond Fri, 02 Jun 2023 08:17:57 +0000 https://mstvbd.com/?p=8084 ...বিস্তারিত পড়ুন]]> চলতি বছরের গেল মে মাসে ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য ও অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থান থেকে এসব জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এসব চোরাচালানে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এমএস টিভিকে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

শুক্রবার (২ জুন) দুপুরে এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২০ কেজি ৫৬৯ গ্রাম সোনা, ৮৮ কেজি ৬৯৪ গ্রাম রুপা, এক লাখ ৫১ হাজার ৬৪৫টি কসমেটিক্স সামগ্রী, দুই হাজার ৭৬৬টি ইমিটেশন গহনা, ২১ হাজার ৪৮১টি শাড়ি, এক হাজার ২৭৫টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/ কম্বল, ৩ হাজার ৯১১টি তৈরি পোশাক।

এছাড়াও এক হাজার ৯২৪ ঘনফুট কাঠ, ৬ হাজার ৬৬ কেজি চা পাতা, এক লাখ ১৬ হাজার ৪৩০ কেজি কয়লা, ২ হাজার ৫৯ কেজি কারেন্ট/সুতার জাল, এক লাখ ৬৫ হাজার ৮৯৩ ঘনফুট পাথর, ১০টি ট্রাক/কাভার্ডভ্যান, ১১টি পিকআপ, ৫টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি/ ইজিবাইক এবং ১১৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি পিস্তল, ৮টি ম্যাগজিন, ৭টি গান, ১০০ কেজি সালফার, ৪টি বিস্ফোরক স্টিক, ৭টি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি।

এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১৯ লাখ ৫৫ হাজার ২১০ পিস ইয়াবা, ২৮ কেজি ৭১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৭ কেজি ৮৬০ গ্রাম হেরোইন, ২২ হাজার ৬১৪ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৬৮২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৭ ক্যান বিয়ার, ২ হাজার ৫৬৭ কেজি গাঁজা, এক লাখ ৭৫ হাজার ৬৩২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯ হাজার ৫২০টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৪৪৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৬৬১টি সিরাপ, ৬৯৮ বোতল এমকেডিল/ কফিডিল, ১৭ লাখ ৭৬ হাজার ৯৪১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২ কেজি ৪৪৫ গ্রাম কোকেন এবং এক লাখ ৬০ হাজার ১৬৮টি অন্যান্য ট্যাবলেট।

 

মো. শরীফুল ইসলাম আরো বলেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ বাংলাদেশি, ৪ ভারতীয় এবং ২৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8084 0
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য আটক https://mstvbd.com/?p=7986 https://mstvbd.com/?p=7986#respond Thu, 16 Mar 2023 13:21:42 +0000 https://mstvbd.com/?p=7986 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকা থেকে বিজিবির পৃথক পৃথক অভিযানে ৫২ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করেছে শশীদল বিজিবি ক্যাম্পের জোয়ানরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে শশীদল ইউনিয়নের আশাবাড়ি ও শশীদল গ্রাম থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জানা যায়, সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক (৬০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে, শশীদল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির জোয়ানরা পৃথক পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬৪ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৩৩ হাজার ৬০০ পিস কোবরা ভাজি ও ১৫ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করেন। যার আনুমানিক সর্বমোট মূল্য ৫২ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিক হাসান উল্লাহ (পিএসসি) এমএস টিভিকে জানান, সীমান্তে যেকোনো চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7986 0
কসবায় ফের ৯০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ https://mstvbd.com/?p=7895 https://mstvbd.com/?p=7895#respond Sun, 26 Feb 2023 10:50:48 +0000 https://mstvbd.com/?p=7895 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের ৯০ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ,এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌর এলাকার মরা পুকুরপাড় পাকা রাস্তা দিয়ে সিএনজি বোঝাই করে গাঁজা পাচার কালে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ওই সিএনজিতে তল্লাশি করে ৯০ কেজি গাঁজাসহ ওই মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেন।

আটককৃত ওই মাদক চোরাকারবারী হলেন,কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের মৃত রহিজ মিয়ার ছেলে ইমাম হোসেন উরফে ইমন মিয়া।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে জানান, আটকৃত ওই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য উদঘাটন করা হয়েছে, যার সূত্র ধরে এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে,এ সময় তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলার রুজু করে জেল হবে প্রেরণ করা হয়েছে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7895 0
সিত্রাংয়ের তান্ডবে আতঙ্কিত হয়ে বসতবাড়িতে আশ্রয় অজগর সাপের: অতঃপর উদ্ধার https://mstvbd.com/?p=7479 https://mstvbd.com/?p=7479#respond Tue, 25 Oct 2022 09:20:37 +0000 https://mstvbd.com/?p=7479 ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে আতঙ্কিত হয়ে বাগেরহাটের মোড়লগঞ্জের একটি বসতবাড়িতে আশ্রয় নেন ১১ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের বিশাল অজগর সাপ, এরপর অজগর সাপটিকে উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মোড়লগঞ্জের আমুরবুনিয়া গ্রামের আলামিন এক ব্যক্তির বসতবাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,খবর পেয়ে আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ি থেকে অজগরটি উদ্ধারের পর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে আতঙ্কিত হয়ে অজগর সাপটি লোকালয়ে এসে আশ্রয় নিয়েছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7479 0
৩০ লাখ টাকার নতুন মাদকসহ চট্টগ্রামে আটক ২ https://mstvbd.com/?p=7335 https://mstvbd.com/?p=7335#respond Fri, 16 Sep 2022 06:59:53 +0000 https://mstvbd.com/?p=7335 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের মহানগরীর হালিশহর এলাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (নতুন মাদক) দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পশ্চিম বিভাগ।

গ্রেফতাররা হলেন, মো.দিদারুল আলম (৩০) ও মো.আব্দুল্লাহ আল নোমান ওরফে রানা (৩০)।

সিএমপির উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন এমএস টিভিকে বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7335 0
ঠাকুরগাঁওয়ে নদীর ধারে বস্তাবন্দী অবস্থায় কিশোরী উদ্ধার https://mstvbd.com/?p=7129 https://mstvbd.com/?p=7129#respond Thu, 21 Jul 2022 08:14:45 +0000 https://mstvbd.com/?p=7129 ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ধার থেকে বস্তাবন্দী এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার মাহফুজা খাতুন (১৪) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। বলে জানা গেছে

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটির সঙ্গে কথা বলে জানা গেছে সে ঠাকুরগাঁওয়ে একটি মাদরাসায় পড়াশোনা করতো। তার ধারণা তার সাবেক স্বামী রাত তিনটায় তাকে ডেকে এনে অসৎ উদ্দেশ্যে এমন কাজ করেছে।

ওই কিশোরী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে বিস্তারিত কথা বললে আরও জানা যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7129 0
দিনাজপুরে পুকুর খুঁড়তেই মিললো ২১৫ কেজি ওজনের মূর্তি https://mstvbd.com/?p=6699 https://mstvbd.com/?p=6699#respond Wed, 06 Apr 2022 08:17:19 +0000 https://mstvbd.com/?p=6699 ...বিস্তারিত পড়ুন]]> দিনাজপুরের বিরলে পুকুরের মাটি খোঁড়ার সময় ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি পেয়েছে স্থানীয়রা। মূর্তি পাওয়ার ঘটনায় ওই এলাকায় উৎসুক জনতার ভিড় লেগে গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মূর্তিটি পাওয়া যায়।

বিরল থানার এসআই আনোয়ার হোসেন জানান, ওই এলাকায় নেহাল উদ্দিনের ছেলে আতাউর রহমানের একটি পুকুর খনন হচ্ছিলো। খননযন্ত্র দিয়ে খনন করার সময় মূর্তিটি পেয়ে গ্রামের কয়েকজনকে জানান মেশিন অপারেটর। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ভিড় জমায়।

মূর্তি উদ্ধারের ঘটনা জানার পর মূর্তিটি নিজ হেফাজতে নেয় বিরল থানা পুলিশ।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, মূর্তিটির ওজন ২১৫ কেজি। সাধারণভাবে মনে হচ্ছি এটি কষ্টিপাথরের মূর্তি। বিষয়টি নিশ্চিত হতে মূর্তিটি স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6699 0
বুড়িচংয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ https://mstvbd.com/?p=6552 https://mstvbd.com/?p=6552#respond Thu, 10 Mar 2022 18:14:00 +0000 https://mstvbd.com/?p=6552 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার বুড়িচং উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গেল মঙ্গলবার (৮ মার্চ) বিকালে উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন প্রধান সড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ গ্রামের মৃত আব্দুস ছামাদের মেয়ে শান্তা আক্তার অঞ্জু ও একই উপজেলার কোল্লাপাথর গ্রামের কামাল মিয়ার ছেলে মোঃ কিবরিয়া।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, মাদক নির্মূলে বুড়িচং থানা পুলিশ বদ্ধপরিকর,আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6552 0
পাওনাদারের ধাওয়া খেয়ে ৪০ ফুট গভীরে যুবক https://mstvbd.com/?p=6525 https://mstvbd.com/?p=6525#respond Mon, 28 Feb 2022 14:47:59 +0000 https://mstvbd.com/?p=6525 ...বিস্তারিত পড়ুন]]> পাওনাদারের ধাওয়া খেয়ে গত শনিবার মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় সালমান (২৪) নামে এক যুবক একটি ভবনের ছাদে ওঠেন। ছাদ থেকে পালানোর সময় চার ভবনের সংযোগস্থলের খালি জায়গায় ৪০ ফুট গভীরে পড়ে যান। নিচে পড়ে গিয়ে বাঁচার কোনো পথ না পেয়ে চিৎকার করতে থাকেন ওই যুবক।

সালমানের এই করুণদশা দেখে প্রত্যক্ষদর্শীরা রাতে ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে চারটি ভবনের সংযোগস্থলে তিন ফুট বাই দুই ফুটের অপ্রশস্ত খালি জায়গায় ৪০ ফুট গভীরে পড়ে থাকা সালমানের গোঙানির শব্দ শুনতে পান।

পরে সবকিছু নিশ্চিত হয়ে রাত দেড়টার দিকে ওই যুবককে উদ্ধারে অভিযানে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান শেষে রাত ২টা ৩০ মিনিটে ৪০ ফুট গভীর থেকে সালমানকে জীবিত উদ্ধার করে নিয়ে আসেন তারা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে খবর আসে, গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডে একটি চারতলা বাড়ির ভয়েড স্পেসের ৪০ ফুট গভীরে এক যুবক আটকে আছেন। ওই যুবক চিৎকার করে স্থানীয়দের বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছেন। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল রাত ১টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পোঁছায়।

উদ্ধারকারীরা ভবনের ছাদে গিয়ে দেখেন, ঘুঁটঘুঁটে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। পরে লাইটের আলো ফেলে অস্পষ্টভাবে দেখতে পান পড়ে থাকা যুবককে। চারটি ভবনের সংযোগস্থলে তিন ফুট বাই দুই ফুটের অপ্রশস্ত খালি জায়গায় ওপর থেকে দেখলে মনে হয় মাটির নিচে চলে যাওয়া কোনো অন্ধকার সুড়ঙ্গ বা গর্ত। নিচে পড়ে থাকা ব্যক্তির তখনো চেতনা আছে, আহত অবস্থায় সে অল্প সাড়াশব্দ করছে। উদ্ধারকারীদের প্রশ্নে রেসপন্স করতে পারছেন তিনি।

এরপর সব বিষয় বিবেচনা করে রাত দেড়টার দিকে শুরু হয় উদ্ধার অভিযান। অভিযানে উদ্ধারকর্মী মুক্তারকে ব্রিদিং অ্যাপরেটাস পরিয়ে ফুলবডি হারনেস বেঁধে নামানো হয় ওই অন্ধকার সুড়ঙ্গে। সঙ্গে দেওয়া হয় অতিরিক্ত আরেকটি ফুলবডি হারনেস। ওপর থেকে হারনেসের প্রান্ত ধরে রাখেন অন্য উদ্ধারকর্মীরা। দুরন্ত সাহস আর জীবনের ঝুঁকি নিয়ে অন্ধকারের ভয়কে জয় করে সহকর্মীদের সহায়তায় মুক্তার পৌঁছে যান সুড়ঙ্গের শেষপ্রান্তে, আহত অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে থাকা যুবকের কাছে।

মো. শাহজাহান শিকদার বলেন, উদ্ধারকর্মীকে কাছে পেয়ে বিচলিত যুবক বেঁচে থাকার আঁকুতি জানান। তাকে অভয়বাণী শুনিয়ে ফায়ারফাইটার মুক্তার সঙ্গে নেওয়া অতিরিক্ত ফুলবডি হারনেসে সুরক্ষিত করে বেঁধে ফেলেন আহত ব্যক্তিকে। এবার ওপরে সংকেত পাঠান আহত ব্যক্তিকে টেনে তোলার। সবার সহযোগিতায় রাত আড়াইটার দিকে চারতলা থেকে পড়ে যাওয়া এবং সুড়ঙ্গের নিচে আটকে থাকা সালমানকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধারের পর সালমানকে অ্যাম্বুলেন্সে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ রোববার রাত ৯টায় ফায়ার সার্ভিস খোঁজ নিয়ে জানতে পারে সালমান সুস্থ আছেন এবং তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

উদ্ধারের পর সালমান ফায়ার সার্ভিসের কর্মীদের জানান, সালমান ওই এলাকার বাসিন্দা। তার কাছে অনেক লোক টাকা পান। ঘটনার দিন পাওনাদারদের ধাওয়া খেয়ে পালানোর সময় সেই ৪০ ফুট গভীরে পড়ে যান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6525 0