ওসি মহিউদ্দিন – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 16 Oct 2023 08:08:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ওসি মহিউদ্দিন – MS TV https://mstvbd.com 32 32 কসবায় ফের ১২০ কেজি গাঁজা উদ্ধার https://mstvbd.com/?p=8244 https://mstvbd.com/?p=8244#respond Mon, 16 Oct 2023 08:08:20 +0000 https://mstvbd.com/?p=8244 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

 

সোমবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কাইমপুর ইউনিয়নের সুবিধার পুর এলাকার নয়নপুর টু কসবা সড়কের পাশ থেকে পাঁচ বস্তায় সর্বমোট ১২০ গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদক চোরাচালানের কালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কসবার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এমএস টিভিকে জানান, এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8244 0
কসবায় ফের ৫৪ কেজি গাঁজাসহ আটক ২ https://mstvbd.com/?p=8238 https://mstvbd.com/?p=8238#respond Fri, 06 Oct 2023 10:16:24 +0000 https://mstvbd.com/?p=8238 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে ফের ৫৪ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

 

 

শুক্রবার (৬ অক্টোবর ) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা আবু তাহের ফকিরের দরবার শরীফের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়। এছাড়াও কাইমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার কসবা টু নয়নপুর সড়কের উপরে একটি সিএনজি তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ আরও এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানান গেছে।

 

 

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য পাওয়া গেছে, যার বরাতে এসব মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অপর মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মহিউদ্দিন।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8238 0
কসবায় ফের ১০০ কেজি গাঁজা আটক ৪ https://mstvbd.com/?p=8220 https://mstvbd.com/?p=8220#respond Mon, 25 Sep 2023 08:07:16 +0000 https://mstvbd.com/?p=8220 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এবার নৌকা বোঝাই গাঁজাসহ ৪ জনকে আটক করেছে কসবা থানা পুলিশ।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার তিতাস নদী ঘাটে একটি ইঞ্জিন চালিত নৌকা তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ এ চারজনকে আটক করেছে পুলিশ।

 

আটকরা হলেন- আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৬), বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মো. তুষার(১৮) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো. শহীদ (৫০)।

এই বিষয়টি কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে জানান, নদী পথে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা তল্লাশি করে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8220 0