কষ্টিপাথর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 06 Apr 2022 08:17:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কষ্টিপাথর – MS TV https://mstvbd.com 32 32 দিনাজপুরে পুকুর খুঁড়তেই মিললো ২১৫ কেজি ওজনের মূর্তি https://mstvbd.com/?p=6699 https://mstvbd.com/?p=6699#respond Wed, 06 Apr 2022 08:17:19 +0000 https://mstvbd.com/?p=6699 ...বিস্তারিত পড়ুন]]> দিনাজপুরের বিরলে পুকুরের মাটি খোঁড়ার সময় ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি পেয়েছে স্থানীয়রা। মূর্তি পাওয়ার ঘটনায় ওই এলাকায় উৎসুক জনতার ভিড় লেগে গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মূর্তিটি পাওয়া যায়।

বিরল থানার এসআই আনোয়ার হোসেন জানান, ওই এলাকায় নেহাল উদ্দিনের ছেলে আতাউর রহমানের একটি পুকুর খনন হচ্ছিলো। খননযন্ত্র দিয়ে খনন করার সময় মূর্তিটি পেয়ে গ্রামের কয়েকজনকে জানান মেশিন অপারেটর। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ভিড় জমায়।

মূর্তি উদ্ধারের ঘটনা জানার পর মূর্তিটি নিজ হেফাজতে নেয় বিরল থানা পুলিশ।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, মূর্তিটির ওজন ২১৫ কেজি। সাধারণভাবে মনে হচ্ছি এটি কষ্টিপাথরের মূর্তি। বিষয়টি নিশ্চিত হতে মূর্তিটি স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6699 0