কসবা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 16 Apr 2025 14:23:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কসবা – MS TV https://mstvbd.com 32 32 কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত https://mstvbd.com/?p=8539 https://mstvbd.com/?p=8539#respond Wed, 16 Apr 2025 14:23:45 +0000 https://mstvbd.com/?p=8539 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে।

 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন, নতুন বাজার মোল্লা বাড়ির মৃত আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৪৫) ও একই এলাকার আবু তাহেরের ছেলে জাকারিয়া (২০)।

 

কসবা থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নতুন বাজারের মোল্লা বাড়ির নিজস্ব মালিকানাধীন একটা পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচতে ছিল। এমত অবস্থায় দুপুরে ওই মোটরে কাজ করার সময় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হষয়ে গুরুতর আহত হয়। এরপর তাদের মুমূর্ষ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8539 0
কসবায় সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ও ক্যামেরা ভাংচুর https://mstvbd.com/?p=8533 https://mstvbd.com/?p=8533#respond Mon, 14 Apr 2025 13:34:46 +0000 https://mstvbd.com/?p=8533 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা করে মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়েছে।

গত রোববার (১৩ মার্চ) বিকালে উপজেলার গোপীনাথপুর বাজারের নিজাম মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ।

হামলায় আহত সাংবাদিক লিয়াকত মাসুদ দৈনিক কালবেলার কসবা উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি এবং উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত মুর্শিদ খানের ছেলে।

হামলাকারীরা হলেন- উপজেলার গোপীনাথপুর মাস্টার পাড়া খাবার মোড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম, হাজী আব্দুল ছাত্তারের ছেলে জহির খান সর্দার এবং হোসেন মিয়া সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লিয়াকত মাসুদ।

জানা যায়, লিয়াকত মাসুদ পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গেলে দ্বীন ইসলাম, হোসেন মিয়া ও জহির খান সর্দার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। লিয়াকত মাসুদের সাংবাদিকতার কার্ড গলা থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ক্যামেরা ও মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। মারধর করার জন্য তেড়ে আসে। সাংবাদিকতার কার্ড গলা থেকে খুলে জায়গা ত্যাগ করার হুমকী দেয়। প্রতিবাদ করলে লিয়াকত মাসুদের ওপর তারা আক্রমণ করে হত্যার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মোঃ নুরুল্লা ভূইয়া বলেন, “আমি আমার বোনের শশুড়-শাশুড়ী, ননদ এর বিষয়ে কসবা থানায় অভিযোগ দিলে দ্বীন ইসলাম বিষয়টি সমাধান করে দিবে বলে গোপীনাথপুরে একটি সভার আয়োজন করে। আমার বোনকে দ্বীন ইসলামের শালার নিকট প্রতারনা ও মিথ্যা কথা বলে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। দ্বীন ইসলামের শালা হোসাইন মাদক দ্রব্য সেবনকারী, বর্তমানে প্রবাসে আছে। দ্বীন ইসলাম ও তার পক্ষের লোকজনের কথার প্রতিবাদ করা মাত্র সাংবাদিক লিয়াকত মাসুদ এর বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

সাংবাদিক লিয়াকত মাসুদের মোবাইল ও ক্যামেরা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দ্বীন ইসলাম মুঠোফোনে কালবেলাকে বলেন, “ওর সাথে যে কথা কাটাকাটি হইছে, ব্যাগটি হাতে নিয়ে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়নি। বিষয়টি নিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে বুক মিলিয়ে দেয়া হইছে। ভাংচুরের যে বিষয়টা এটা মিথ্যা কথা বলছে। বিবাহের বিষয় নিয়ে পারিবারিকভাবে মিটিং এ সর্দার মাতব্বর যারা উপস্থিত ছিল তারা কথাবার্তা বলছে। এটার ফিনিশিং তারা দিবে, কথাবার্তা বলবে।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “কালবেলার সাংবাদিক লিয়াকত মাসুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8533 0
স্ত্রী শালিকা হত্যার অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার স্বামী https://mstvbd.com/?p=8530 https://mstvbd.com/?p=8530#respond Tue, 04 Mar 2025 15:25:23 +0000 https://mstvbd.com/?p=8530 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী মো. আমীর হোসেনকে (সামিউল ইসলাম) তথ্যপ্রযুক্তির সাহায্যে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের।

এর পূর্বে বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কসবা থানায় এনে তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেফতার আমীর হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। নিহত জ্যোতি আক্তার ও স্মৃতি আক্তার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত রওশন আলীর মেয়ে। স্মৃতি আক্তার স্থানীয় লিয়াকত আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমীর হোসেনের সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় জ্যোতি আক্তারের। স্বামীর বাড়িতেই থাকতেন জ্যোতি আক্তার। জ্যোতি আক্তারের বাবা রওশন আলী বেঁচে নেই। তাদের মা একটি মামলার কারণে জেল হাজতে রয়েছেন। বাড়িতে থাকেন জ্যোতি
আক্তারের ছোট বোন স্মৃতি আক্তার ছোট ভাই জাহিদ হোসেন। বড় ভাই সৌদি আরবে থাকেন।

গত রোববার জ্যোতি আক্তার তার স্বামী আমির হোসেনকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতের খাবার শেষে জ্যোতি আক্তার ও তার ছোট বোন স্মৃতি আক্তার ঘরের একটি কক্ষে এবং আমির হোসেন ও তার শালা জাহিদ হোসেন একটি কক্ষে ঘুমিয়ে ছিল।

রোববার গভীর রাতে জাহিদ ঘুম থেকে জেগে তার দুলাভাইকে দেখতে পায়নি। ঘরের দরজা খোলা রয়েছে। পাশের কক্ষে তার দুই বোন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এ সময় জাহিদ চিৎকার করতে থাকলে বাড়ির আশে-পাশের লোকজন দৌড়ে এসে জ্যোতি ও স্মৃতির মরদেহ দেখতে পায়। এদিকে হত্যার ঘটনার পর আমীর পালিয়ে যান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8530 0
কসবায় আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ বিএনপি নেতার https://mstvbd.com/?p=8513 https://mstvbd.com/?p=8513#respond Sun, 08 Dec 2024 19:28:12 +0000 https://mstvbd.com/?p=8513 ...বিস্তারিত পড়ুন]]> আওয়ামী লীগ নেত্রী সাঈদা সুলতানা সুপ্রিয়ার দ্বারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস। একই সঙ্গে তিনি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ওই আওয়ামী লীগ নেত্রী মিথ্যা অভিযোগ এনেছেন।

রোববার (৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মুহাম্মদ ইলিয়াস।

তিনি বলেন, সাঈদা সুলতানার স্বজনদের কাছ থেকে ক্রয় সূত্রে তার ভাই মো. জাহাঙ্গীর আলম জায়গার মালিক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওই জায়গাকে কেন্দ্র করে তিনিসহ তার ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা করিয়েছেন। ৭ আগস্ট সাঈদা সুলতানার বাড়ি দখল করে নেওয়ার বিষয়টি মিথ্যা।

মুহাম্মদ ইলিয়াস আরও বলেন, মেয়র ও প্রশাসক থাকাকালে অনেককেই প্রত্যায়ণপত্র দিয়েছি। কাউকে পাকিস্তানে বসবাসকারী হিসেবে প্রত্যয়ন দেওয়ার বিষয়টি আমার মনে পড়ছে না। কাগজ দেখলে বুঝতে পারবো আমার সই কি না। তবে সাঈদা সুলতানার ওই স্বজনরা যে বাংলাদেশি নাগরিক ও কুমিল্লার বাসিন্দা এর প্রমাণপত্র আছে।

এদিকে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাঈদা সুলতানা জানান, পাকিস্তানী স্বজনদের দেওয়া পাওয়ার অব অ্যাটর্নিকে (আম মোক্তারনামা) পুঁজি করে কয়েক কোটি টাকার সম্পত্তি দখলে নিয়েছেন ইলিয়াস ও তার ভাই জাহাঙ্গীর। ওই স্বজনরা যে বাংলাদেশি নাগরিক নন সে মর্মে ইলিয়াসই মেয়র হিসেবে প্রত্যায়ন দিয়েছিলেন। ভাই জাহাঙ্গীর জায়গাটির আম মোক্তারনামা নেওয়ার পর ইলিয়াস এখন ভিন্ন কথা বলছেন। তাদের অত্যাচারের শিকার হয়ে এখন এলাকাতেই থাকতে পারছেন না।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8513 0
কসবায় অন্তঃসত্ত্ব গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=8463 https://mstvbd.com/?p=8463#respond Mon, 26 Aug 2024 01:59:20 +0000 https://mstvbd.com/?p=8463 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সানজিদা আক্তার (২০) নামের এক অন্তসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানজিদার পরিবারের দাবি যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর ঝুলিয়ে রেখেছেন।

রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার কুটি গ্রামে এ ঘটনা ঘটে। সানজিদা পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের মোরশেদ আলমের মেয়ে।

 

সানজিদার পিতা মোরশেদ আলম জানান, প্রায় তিন মাস হয় পারিবারিকভাবে কসবা উপজেলার কুটি গ্রামের হেবজু মিয়ার ছেলে সাইফুল ইসলাম রকির সাথে সানজিদার বিয়ে হয়। গত ৭-৮ দিন আগে সানজিদার স্বামী প্রবাসে চলে যান। বিয়ের সময় তাদের কোনো চাহিদা না থাকলেও বিয়ের পর থেকে ছেলের পরিবার যৌতুকের জন্য সানজিদাকে মানসিক নির্যাতন করতে থাকেন। তিনি বলেন মেয়ের সুখের কথা চিন্তা করে ছেলের মায়ের চহিদা আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে দিবেন বলে সময় নেন। কিন্ত এই সময়টুকু তাদের সহ্য হয়নি। তারা আমার মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন অব্যাহত রাখেন।

 

তিনি জানান, আজ সকালে সানজিদা গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছেন তার শাশুড়ি রিনা আক্তার সানজিদার খালু (ঘটক) একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের ইব্রাহিম মিয়াকে জানায়। সকাল ১০টার দিকে ইব্রাহিম মিয়া তাদেরকে ফোনে তার মেয়ের মৃত্যুর খবরটি জানান। খবর পেয়ে ছুটে আসে সানজিদার পরিবার।

 

সানজিদার মা রুনা আক্তার বলেন, ‘আমার অন্তসত্ত্বা মেয়েটাকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলেছে শ্বশুরবাড়ির লোকজন। সানজিদা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

সানজিদার শাশুড়ি রিনা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি যৌতুকের জন্য নির্যাতনের বিষয়টি অস্বীকার করে তিনি জানান, সানজিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8463 0
কসবায় ফের ১৪ কেজি গাঁজাসহ আটক ১ https://mstvbd.com/?p=8420 https://mstvbd.com/?p=8420#respond Sat, 18 May 2024 08:25:52 +0000 https://mstvbd.com/?p=8420 ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের ১৪ কেজি গাঁজাসহ ১ মাদক চোরাচালানকারিকে আটক করা হয়েছে ।

 

শুক্রবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিরসার গ্রাম থেকে ১৪ কেজি গাঁজাসহ ওই চোরাকারবারিকে আটক করা হয়।

 

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ এমএস টিভিকে জানান, মাদক দমন ও নিয়ন্ত্রণে কসবা থানা পুলিশ বদ্ধপরিকর, আটকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8420 0
কসবা ১০ কেজি গাঁজাসহ আটক ১ https://mstvbd.com/?p=8415 https://mstvbd.com/?p=8415#respond Mon, 13 May 2024 17:42:50 +0000 https://mstvbd.com/?p=8415 ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক চোরাচালানকারীকে আটক করা হয়েছে ।

সোমবার (১৩ মে) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ওই চোরাচালানকারীকে আটক করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ এমএস টিভিকে জানান, মাদক দমন ও নিয়ন্ত্রণ কসবা থানা পুলিশ বদ্ধপরিকর, আটকৃত ওই মাদক চোরাকারবারির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হওয়া চলমান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8415 0
কসবায় ফের ৫০ কেজি গাঁজাসহ আটক ১ https://mstvbd.com/?p=8403 https://mstvbd.com/?p=8403#respond Mon, 04 Mar 2024 09:55:45 +0000 https://mstvbd.com/?p=8403 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফের ৫০ কেজি গাঁজাসহ ১ মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

 

সোমবার (৪ মার্চ ) সকালে উপজেলার কুটি ইউনিয়নের কালামুরিয়া ব্রিজ সংলগ্ন উত্তর পাশের ‌ঝোপের মধ্যে লুকানো অবস্থায় ৫০ কেজি গাঁজাসহ ওই মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

 

আটককৃত ওই মাদক চোরাকারবারী হলেন,কুটি ইউনিয়নের কালামুরিয়া গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)।

 

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ জানান, আটককৃত ওই মাদক চোরাকারবারীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8403 0
কসবায় ২৫ কেজি গাঁজা ও অটোরিকশাসহ আটক ১ https://mstvbd.com/?p=8388 https://mstvbd.com/?p=8388#respond Fri, 19 Jan 2024 09:43:43 +0000 https://mstvbd.com/?p=8388 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) দিবাগত রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত ওই মাদক চোরাকারবারী হলেন, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের লতিফ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৩)।

 

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ এমএস টিভিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে।

 

এ সময় তিনি আরও জানান, এ বিষয়ে থানায় নিয়মিত আইনে মামলা রুজু করে আটককৃত ওই মাদক চোরাকারবারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8388 0
কসবা প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন https://mstvbd.com/?p=8322 https://mstvbd.com/?p=8322#respond Wed, 27 Dec 2023 04:38:16 +0000 https://mstvbd.com/?p=8322 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খানের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে কসবা স্বাধীনতা চত্বরে কসবা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপনের সঞ্চালনায় ও সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান, পৌর প্যানেল মেয়র আবু জাহের, কসবা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সাংগঠন সম্পাদক লোকমান হোসেন পলা প্রমুখ।

এ সময় বক্তারা কসবা প্রেসক্লাবের সভাপতি সুলেমান খানের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সংশ্লিষ্টদের কাছে। উক্ত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8322 0