কসবা আখাউড়া – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 18 Apr 2023 12:11:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কসবা আখাউড়া – MS TV https://mstvbd.com 32 32 আইনমন্ত্রীর মা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ https://mstvbd.com/?p=8042 https://mstvbd.com/?p=8042#respond Tue, 18 Apr 2023 12:11:49 +0000 https://mstvbd.com/?p=8042 ...বিস্তারিত পড়ুন]]> কসবা আখাউড়ার উন্নয়নের অগ্রদূত আইনমন্ত্রী আনিসুল হকের মা ও জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,প্রয়াত সংসদ সদস্য,উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী,মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।

গেল ২০২০ সালের ১৮ এপ্রিল ৮৬ বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইনমন্ত্রী আনিসুল হককে এতিম করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ মহীয়সী নারী।এর পূর্বে ২০১৮ সালের ১৫ জুলাই মন্ত্রীর বড় বোন সায়মা ইসলাম মৃত্যুবরণ করেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মন্ত্রীর একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২০০২ সালের ২৮ অক্টোবর আনিসুল হকের গর্বিত পিতা সিরাজুল হক মৃত্যুবরণ করেন।

 

এছাড়াও ১৯৯১ সালের ২ জানুয়ারি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মন্ত্রী তার স্ত্রী নূর আমাতুল্লাহ্ রিনা হককে হারান।

 

একে একে পরিবারের সবাইকে হারিয়ে পিতা মাতার দেখানো পথে হেঁটে নিজ নির্বাচনী এলাকা কসবা আখাউড়ার সর্বস্তরের জনগণকে পরিবারের সদস্য মনে করে তাদের ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। যার ফলে একসময়ের অবহেলিত এ সীমান্তবর্তী কসবা আখাউড়া এখন উন্নয়নের রোল মডেল।

 

এদিকে আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন আজ মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। পাশাপাশি গরিব ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার কথাও জানা গেছে।

 

এছাড়াও ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার দুপুরে সিরাজুল হক স্কুল এন্ড কলেজ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8042 0