কসবা থানা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 16 Oct 2023 08:08:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কসবা থানা – MS TV https://mstvbd.com 32 32 কসবায় ফের ১২০ কেজি গাঁজা উদ্ধার https://mstvbd.com/?p=8244 https://mstvbd.com/?p=8244#respond Mon, 16 Oct 2023 08:08:20 +0000 https://mstvbd.com/?p=8244 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

 

সোমবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কাইমপুর ইউনিয়নের সুবিধার পুর এলাকার নয়নপুর টু কসবা সড়কের পাশ থেকে পাঁচ বস্তায় সর্বমোট ১২০ গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদক চোরাচালানের কালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কসবার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এমএস টিভিকে জানান, এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8244 0
কসবায় ফের ৪৫ বোতল বিদেশী মদসহ আটক ১ https://mstvbd.com/?p=7981 https://mstvbd.com/?p=7981#respond Thu, 16 Mar 2023 09:03:20 +0000 https://mstvbd.com/?p=7981 ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ফের ৪৫ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের গহেশপুকুড় পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ী হলেন,উপজেলার খাড়েরা ইউনিয়নের গহেশপুকুড় পাড় এলাকার মৃত হাবিবুল্লাহর স্ত্রী পারুল আক্তার(৪৫)‌।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এমএস টিভিকে জানান, আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7981 0
কসবায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ আটক ২ https://mstvbd.com/?p=7850 https://mstvbd.com/?p=7850#respond Mon, 06 Feb 2023 08:44:13 +0000 https://mstvbd.com/?p=7850 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টাস্কফোর্সের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে কসবা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাঞ্চনমুড়ি গ্ৰামের মিজানুর রহমানের বসতঘর থেকে এসব মাদক উদ্ধার ও তাদের আটক করে টাস্কফোর্স।

এসময় চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) সঙ্গিয় ফোর্স,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।

আটককৃতরা হলেন, কালিকাপুর গ্রামের মৃত রইছ মিয়র ছেলে আমির মিয়া (৩৮),কাঞ্চনমুড়ি গ্ৰামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে মিজানুর রহমান।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এমএস টিভিকে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7850 0