কাইমপুর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 19 Sep 2022 13:35:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কাইমপুর – MS TV https://mstvbd.com 32 32 কসবার কাইমপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত https://mstvbd.com/?p=7362 https://mstvbd.com/?p=7362#respond Mon, 19 Sep 2022 13:35:03 +0000 https://mstvbd.com/?p=7362 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যের সামাজিক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কাইমপুর ইউনিয়ন পরিষদ ভবন মাঠ প্রাঙ্গণে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতিয়ার আলম রনির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কসবা পৌর মেয়র এমজি হাক্কানী,কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম,স্থানীয় সকল জনপ্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7362 0
কসবায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ও ধরার অভিযোগ https://mstvbd.com/?p=6466 https://mstvbd.com/?p=6466#respond Sun, 20 Feb 2022 08:00:00 +0000 https://mstvbd.com/?p=6466 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও বেড়জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গেল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

ভুক্তভোগী রিনা আক্তার জানান, তার স্বামী ইকবাল হোসেন দীর্ঘদিন যাবত এই পুকুরটি ইজারা নিয়ে চাষবাস করে আসতেছে, এ পুকুরের আয়ের উৎস দিয়েই তার পরিবারের আর্থিক চাহিদা পূরণ করতেন, গেল শনিবার (১৯ ফব্রুয়ারি) রাতে লক্ষীপুর গ্রামের শিশুন মিয়ার নেতৃত্ত্বে একদল দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে তার পুকুরে বিষ প্রয়োগ করে বেড়জাল দিয়ে মাছ ধরে নিয়ে যান, এ সময় পুকুরপাড়ে মানুষের কথাবার্তা ও উপস্থিতি টের পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে টচ লাইট জ্বালিয়ে ঐ গ্ৰামের শিশুন মিয়া, সোহেল মিয়া ও বুরহান মিয়াসহ বেশ কয়েকজন লোকজনকে চিনতে পারেন, এ সময় তারা রিনা আক্তারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও জানান তিনি, তার পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী রিনা আক্তার।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ আলমগীর ভূইয়া পিপিএম-সেবা বলেন, বিষ প্রয়োগে মাছ নিধন ও ধরে নেয়ার বিষয়ে রিনা আক্তার নামের এক মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6466 0
কসবায় জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে স্থানীয়রা https://mstvbd.com/?p=6463 https://mstvbd.com/?p=6463#respond Sat, 19 Feb 2022 06:19:20 +0000 https://mstvbd.com/?p=6463

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কসবা টু নয়নপুর সড়কের কায়েমপুর বটতলী থেকে রাউতখলা গ্রামে যাওয়ার পথে বিজয় নদীর উপর দৃশ্যমান একটি ব্রিজের বেহাল দশা, ফলের জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি পারাপার হতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা, এ সময় ব্রিজটিকে দ্রুত সংস্থার করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান স্থানীয়রা।

এ বিষয়টি নিয়ে কথা হলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এমএসটিভিকে জানান,শীঘ্রই উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ব্রিজটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6463 0
কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন যারা https://mstvbd.com/?p=6357 https://mstvbd.com/?p=6357#respond Fri, 04 Feb 2022 13:49:46 +0000 https://mstvbd.com/?p=6357 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯নং কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইকতিয়ার আলম রনি।

কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,ও ৩নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়েছেন,লুৎফা বেগম। ৪,৫ ও ৬নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়েছেন,সালেহা দেওয়ান। ৭,৮ ও ৯নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়েছেন,নূর নাহার বেগম।

কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন,২নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ, ৩নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইউসুফ মিয়া,৪নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর,৫নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন সুমন সরকার,৬নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন, ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন,৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন, মোঃ আবুল হাসান,৯নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মতিন ভূঁইয়া।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6357 0
কসবায় মসজিদে টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে যুবক আটক https://mstvbd.com/?p=6256 https://mstvbd.com/?p=6256#respond Fri, 28 Jan 2022 12:17:29 +0000 https://mstvbd.com/?p=6256 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নে মসজিদে টাকা বিতরণ করে ভোটারদের প্রবাহিত করার অপরাধে মোঃ হোসেন নামের এক যুবককে আটক করেন স্থানীয়রা।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে কাইমপুর ইউনিয়নের চাটুয়াখলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

আটক হওয়া হোসেন হলেন,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও কামালপুর গ্রামের কনু মিয়ার ছেলে এবং চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী ভূঁইয়া (চেয়ারম্যান) এর সমর্থক।

স্থানীয় জানান, মোঃ হোসেন মিয়া খামের ভেতর টাকা ভরে অটো রিকশা প্রতীকে ভোট চেয়ে টাকা বিতরণ কালে তাকে আটক করেন স্থানীয়রা,এ সময় তাঁর নিকট থেকে ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে হোসেন মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তার সাথে থাকা ২৮ হাজার টাকা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে অভিযুক্ত হোসেন মিয়া বলেন, শুক্রবার জুম্মা নামাজের পূর্বে ওই এলাকার কয়েকটি মসজিদের ইমামদের ৫০০ টাকা করে সম্মানী দিতে গিয়েছিলেন তিনি , সে সময় প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার আলম রনির সর্মথকরা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে এ এলাকায় নির্বাচনী আচরণবিধির প্রতিপালন নিশ্চিতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, মসজিদে টাকা বিতরণ করে এলাকার ভোটারদের প্রবাহিত করার অপরাধে হোসেন মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তার সাথে থাকা ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

এদিকে আসছে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ ধাপে কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন দুই জন, প্রার্থীরা হলেন, বর্তমান কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী ভূঁইয়া ও ইকতিয়ার আলম রনি, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫০১৫ জন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6256 0
একই মঞ্চে কাইমপুর ইউনিয়নের সকল প্রার্থী https://mstvbd.com/?p=6176 https://mstvbd.com/?p=6176#respond Tue, 18 Jan 2022 08:46:35 +0000 https://mstvbd.com/?p=6176 ...বিস্তারিত পড়ুন]]> সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে,একই মঞ্চে উপস্থিত করা হয় আসন্ন ৯নং কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মইনপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় কসবা থানা পুলিশের উপ পরিদর্শক ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ নাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর ভূঁঞা (পিপিএম-সেবা),কাইমপুর ও বায়েক ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, দুই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী,ইয়াকুব আলী ভূঁইয়া (চেয়ারম্যান) ও ইকতিয়ার আলম রনি,৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ) ৩৪জন, সংরক্ষিত (নারী) ১৩ জন। ৯নং ওয়ার্ডের ১জন সাধারণ সদস্য প্রার্থী অনুপস্থিত ছিলেন।

আসন্ন ৯ং কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন, পরস্পর প্রার্থীদের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখবেন,৩১ জানুয়ারি জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিবেন তা মাথা পেতে নিবেন বলে সবাই ওয়াদাবদ্ধ হয়।

এদিকে আসছে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কাইমপুর ইউনিয়ন পরিষদ সহ কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরমধ্যে কাইমপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৫০১৫ জন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6176 0
কসবার ৭টি ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি https://mstvbd.com/?p=5887 https://mstvbd.com/?p=5887#respond Sat, 18 Dec 2021 15:40:34 +0000 https://mstvbd.com/?p=5887 ...বিস্তারিত পড়ুন]]> ষষ্ঠ ধাপের কসবার ৭টি ইউপি সহ সারাদেশে ২১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বাকি তিনটি ইউপি যেমন, মূলগ্রাম, খাড়েরা ও কুটি ইউপি নির্বাচন পরবর্তীতে পর্যাক্রমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে উপজেলার যে ৭টি ইউপি নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেগুলো হলো মেহারী,বাদৈর, বিনাউটি, গোপীনাথপুর, কাইমপুর,বায়েক ও কসবা পশ্চিম।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি (সোমবার)। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি (শুক্রবার-রোববার) এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি (সোমবার-বুধবার)। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি। 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5887 0