কারাগার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 05 Jun 2023 12:05:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কারাগার – MS TV https://mstvbd.com 32 32 রংপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে https://mstvbd.com/?p=8110 https://mstvbd.com/?p=8110#respond Mon, 05 Jun 2023 12:05:17 +0000 https://mstvbd.com/?p=8110 ...বিস্তারিত পড়ুন]]> রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর অনুষ্ঠানে স্লোগান দেওয়ার জেরে সোনা মিয়া (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শহীদুল ইসলাম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক মীর আতাহার আলী বলেন, সোনা মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত ১নং আসামি কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গেল ৮ মে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিকে স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গেল ২৪ এপ্রিল বিকেলে উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা হাট এলাকায় ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী মাঠে উপস্থিত হতেই নেতাকর্মীরা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার নামে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তার বড় ভাই রাজুসহ তাদের লোকজনের সঙ্গে স্লোগান দেওয়া নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী গাড়ি থেকে না নেমেই চলে যান। বিকেলের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মুকুল মিয়ার ভাই সোনা মিয়াকে বাজারে একা পেয়ে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তার বড় ভাই রাজুর নেতৃত্বে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ব্যক্তিরা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করেন।

সোনা মিয়া হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্ৰামের মৃত আবদুল খালেকের ছেলে। তিনি ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।

এ ঘটনায় ২৬ এপ্রিল (বুধবার) সোনা মিয়ার বড় ছেলে আখতারুজ্জামান (২৯) বাদী হয়ে কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রাজ্জাক ও তার বড় ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদসহ ৭৬ জনের নাম উল্লেখ করে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8110 0
যশোরের নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করে কারাগারে যুবলীগ নেতা https://mstvbd.com/?p=7920 https://mstvbd.com/?p=7920#respond Sun, 05 Mar 2023 15:52:17 +0000 https://mstvbd.com/?p=7920 ...বিস্তারিত পড়ুন]]> যশোরে যুবলীগ নেতা ম্যানসেলের নেতৃত্বে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (৫ মার্চ) দুপুরে শহরের মুজিব সড়কের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ওই সময় হামলাকারীরা এক কর্মচারীকে মারধরের পর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তারপর পুলিশ ঘটনাস্থল থেকে ম্যানসেল ও তার তিন সহযোগীকে আটক করে। এ ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বাদী হয়ে থানায় মামলা করলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং হত্যা, চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন মামলার আসামি।

গ্রেফতার অন্যরা হলেন, মাহবুব রহমান ম্যানসেলের সহযোগী রাকিব হাসান ওরফে ভাইপো রাকিব, অনিক হাসান মেহেদী এবং মীর সাদি।

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি কবি শেখর জানান, রোববার দুপুরে ম্যানসেল নামে একজন তাদের কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর জরুরি বিভাগে তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এসময় অফিসের প্রধান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে তিনি রুমের বাইরে আসেন।

থেরাপি মেশিন চালু না করে রুমের বাইরে আসায় ম্যানসেল ও তার সঙ্গে থাকা লোকজন আল আমিনকে ডেকে নিয়ে মারধর শুরু করেন। তার চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে গালিগালাজ করে তাকে মারতে উদ্যত হন অভিযুক্তরা। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করে মোবাইলফোন কেড়ে নেওয়া হয়।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ম্যানসেলসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর মুনা আফরিন আটক চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও তিন/চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর সন্ধ্যায় পুলিশ ওই চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মারুফ আহমেদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, আমরা চাকরি জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। অফিসে কর্মরত অবস্থায় এভাবে লাঞ্ছিত হতে হবে কখনো ভাবতে পারিনি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক শফিকুল আলম জানান, সরকারি অফিসে ঢুকে কাজে বাধা দেওয়া, কর্মকর্তাকে শ্লীলতাহানি, কর্মচারীতে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার সবাই পুলিশের তালিকাভুক্ত আসামি। তাদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7920 0
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ কারাগারে ৫ https://mstvbd.com/?p=7199 https://mstvbd.com/?p=7199#respond Fri, 19 Aug 2022 07:43:19 +0000 https://mstvbd.com/?p=7199 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মাদরাসাছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তার প্রেমিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শুভ মিয়া (২১), দুলাল মিয়া (২২), জীবন মিয়া (২০), স্বাধীন মিয়া (২১) ও ধন মিয়া (২৫)।

মামলা ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে শুভ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১৩ আগস্ট) কিশোরী মাদরাসায় যাচ্ছিল। এ সময় ঘুরতে নিয়ে যাবেন বলে শুভ তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নরসিংদী জেলার বারৈচা এলাকায় নিয়ে যান। ওইসময় তার সঙ্গে আরও চারজন যুবক ছিলেন।

তারা ওই কিশোরীকে একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে সবাই পালিয়ে যান। ওইদিন রাতেই স্থানীয়দের সহযোগিতায় বাড়িতে ফোন দেয় কিশোরী। পরে বাবাসহ স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করে তাকে সরাইল নিয়ে আসেন। পরদিন তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গেল বুধবার (১৭ আগস্ট) রাতে ভিকটিমের বাবা একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7199 0
ময়মনসিংহে দেড় কেজি সাপের বিষসহ আটক ৫ https://mstvbd.com/?p=6780 https://mstvbd.com/?p=6780#respond Mon, 25 Apr 2022 12:53:43 +0000 https://mstvbd.com/?p=6780 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহে ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন-তারাকান্দা উপজেলার মৃত আ. কাদের ভূইয়ার ছেলে খোরশিদ আলম ভূইয়া (৪৫), মৃত আ. মজিদের ছেলে আ. গফুর (৬১), আহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), রফিক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১৯) ও আ. রশিদের ছেলে রউফ মিয়া (৩৫)।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস এ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন।

জব্দ সাপের বিষের মূল্য ৮ কোটি ১৪ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তা জালাল অ্যান্ড সন্স নামের দোকানে অভিযান চালায় র‌্যাব। অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ জব্দ করা হয়।

র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মাসুরা আক্তার জাগো নিউজকে বলেন, আটকদের কাছ থেকে ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ জব্দ করা হয়। এগুলোর দাম ৮ কোটি ১৪ লাখ টাকা।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এমএস টিভিকে বলেন, সাপের বিষ জব্দের ঘটনায় র‌্যাব-১৪-এর ওয়ারেন্ট অফিসার ছানেয়ার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যম জেলহাজতে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6780 0