কিশোরগঞ্জ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 06 Apr 2022 15:03:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কিশোরগঞ্জ – MS TV https://mstvbd.com 32 32 কিশোরগঞ্জে বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন এক গৃহবধূ https://mstvbd.com/?p=6715 https://mstvbd.com/?p=6715#respond Wed, 06 Apr 2022 15:03:17 +0000 https://mstvbd.com/?p=6715 ...বিস্তারিত পড়ুন]]> কিশোরগঞ্জের কুলিয়ারচরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন লাকি বেগম (২৮)। চার নবজাতকের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে। দীর্ঘ ১০ বছর পর মা হলেন তিনি।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তান জন্ম দেন লাকি বেগম।

জন্মের সঙ্গে সঙ্গে সুস্থ অবস্থায় চার শিশুকে চারটি বেডে রাখা হয়েছে। তবে একসঙ্গে জন্ম নেওয়ায় তাদের ওজন কম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মা লাকি বেগমকে আইসিইউতে রাখা হয়েছে।

লাকি বেগম কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী খাঁ বাড়ির ফাইজুর রহমানের স্ত্রী। তার স্বামী টেইলার্সের কাজ করে সংসার চালান। তিনি কুলিয়ারচর পৌর শহরের পশ্চিম গাইলকাটা মহল্লার মুছা মিয়ার মেয়ে।

লাকি বেগমের বড় ভাই হাবিবুল্লাহ জানান, ১০ বছর আগে ফাইজুর রহমানের সঙ্গে তার ছোট বোন লাকির বিয়ে হয়। বিয়ের দীর্ঘ কয়েক বছর পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। পরে ভাগলপুর জহুরুল ইসলাম কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ইসমত আরার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন। অবশেষে দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন তার বোন।

তিনি বলেন, ‘বিষয়টি যেমন আনন্দের তেমনি চিন্তারও। কারণ চার শিশুর বাবা একজন দরিদ্র মানুষ। তিনি স্থানীয় বাজারের দোকানে দর্জির কাজ করে সংসার চালান। এতে চার শিশুসন্তানের লালন-পালন অনেক কষ্ট হবে।’

ছোট বোন লাকিসহ চার সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন ভাই হাবিবুল্লাহ।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা.ইসরাত জাহান জানান, চার নবজাতকের তিনজনের দুই কেজি করে। এক বাচ্চার ওজন এক কেজি ৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে। তবে তাদের মা অসুস্থ থাকায় আইসিইউতে আছেন। বাচ্চাদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।

লাকির ভাবি পুষ্প আক্তার জানান, জন্মের সময় চার শিশুর বাবা হাসপাতালেই ছিলেন। চার সন্তানের জন্মের কথা শুনে তিনি খুবই খুশি হয়েছেন।

তবে চার সন্তান জন্মের কিছুক্ষণ পরই ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ায় বাবা ফাইজুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6715 0
কিশোরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির চেষ্টা https://mstvbd.com/?p=6005 https://mstvbd.com/?p=6005#respond Tue, 28 Dec 2021 10:28:25 +0000 https://mstvbd.com/?p=6005 ...বিস্তারিত পড়ুন]]> কিশোরগঞ্জের কুলিয়ারচরে কঙ্কাল চুরি করতে ছয়টি কবর খুঁড়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে। মরদেহগুলো কয়েক মাস আগে দাফন করা।

স্থানীয় সূত্রে জানা যায়, কবর থেকে কঙ্কাল চুরি করতে গভীর রাতে উসমানপুর কবরস্থানের সৌরবিদ্যুতের বাতি বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। পরে তারা ছয়টি কবর খুঁড়ে মরদেহের কাফনের কাপড় ওলট-পালট করে। তারা কাফন সরিয়ে দেখেছে মরদেহে পচন ধরেছে কি না। স্থানীয়দের ধারণা, মরদেহগুলো সম্পূর্ণ পচে না যাওয়ায় কঙ্কাল নিতে ব্যর্থ হয়ছে তারা। তারা পরপর তিনটি কবরের মরদেহের দাফনের কাপড় খুলে ওলট-পালট করে দেখেছে।

স্থানীয় এক ব্যক্তি জানান, তার ভাবি তিন মাসে আগে মারা যান। তাকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সকালে লোকমুখে শুনে কবরস্থানে এসে দেখেন তার ভাবির কবরটি এলোমেলো। মাটি খুঁড়ে বাঁশ সরিয়ে মরদেহের মাথার কাপড় খুলে রেখেছে দুর্বৃত্তরা।

উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম ক্বারী জানান, একটি চক্র কবর থেকে কঙ্কাল চুরি করতে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে। মরদেহগুলো পুনরায় দাফনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‌পুলিশ ঘটনাস্থলে পরির্দশন করেছে। তবে মরদেহগুলো সম্পূর্ণ পচে না যাওয়ায় কঙ্কাল চুরি করতে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের শনাক্তে চেষ্টা চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় মরদেহগুলো পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6005 0