কিশোরী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 21 Jul 2022 08:14:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কিশোরী – MS TV https://mstvbd.com 32 32 ঠাকুরগাঁওয়ে নদীর ধারে বস্তাবন্দী অবস্থায় কিশোরী উদ্ধার https://mstvbd.com/?p=7129 https://mstvbd.com/?p=7129#respond Thu, 21 Jul 2022 08:14:45 +0000 https://mstvbd.com/?p=7129 ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ধার থেকে বস্তাবন্দী এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার মাহফুজা খাতুন (১৪) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। বলে জানা গেছে

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটির সঙ্গে কথা বলে জানা গেছে সে ঠাকুরগাঁওয়ে একটি মাদরাসায় পড়াশোনা করতো। তার ধারণা তার সাবেক স্বামী রাত তিনটায় তাকে ডেকে এনে অসৎ উদ্দেশ্যে এমন কাজ করেছে।

ওই কিশোরী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে বিস্তারিত কথা বললে আরও জানা যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7129 0
আওয়ামী লীগ নেতা নুরুল ও তার ছেলের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী https://mstvbd.com/?p=6067 https://mstvbd.com/?p=6067#respond Mon, 03 Jan 2022 10:31:37 +0000 https://mstvbd.com/?p=6067 ...বিস্তারিত পড়ুন]]> বরগুনার সাবেক এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত নুরুল ইসলাম বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার ছেলে আরিফ হোসেনের (২৩) বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।

ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা নেই, তার মা শহরে ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন। এজন্য সারাক্ষণ একাই বাসায় থাকতো ওই কিশোরী। প্রতিবেশী নুরুল ইসলামের ছোট মেয়ের সঙ্গে পরিচয় হলে তাদের বাসায় আসা যাওয়া করত ওই কিশোরী। তাদের বাসার টুকটাক কাজও করতো।

একদিন বাসায় গেলে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন নুরুল ইসলাম। এর কয়েকদিন পর ছেলে আরিফ হোসেন নুরুল ইসলামের ঘটনাটা নিয়ে কিশোরীকে ব্ল্যাকমেইল করে কয়েকবার ধর্ষণ করেন। এরপর কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে একটি টিম পাঠিয়ে রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় প্রথমে নুরুল ইসলামকে আটক করে থানায় আনেন। এর আধা ঘণ্টা পর তার ছেলে আরিফকেও আটক করতে সক্ষম হন।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, কাজের প্রয়োজনে সারাক্ষণ বাইরে থাকতে হয়। এ কারণে আমার মেয়ে প্রায় সময়ই নুর ইসলামের ছোট মেয়ের সঙ্গে তাদের বাসায় থাকত। আমার মেয়েকে দিয়ে তারা কাজও করাতো। কিন্তু তারা যে আমার মেয়ের এতো বড় সর্বনাশ করবে কখনোই ভাবিনি, বুঝতে পারলে আমি মেয়েকে ওদের সঙ্গে মিশতে দিতাম না। আমার মেয়ের এ অবস্থা যারা করেছে আমি তাদের কঠিন বিচার চাই।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য রাতেই থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6067 0