কুকুর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 27 Oct 2022 02:10:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কুকুর – MS TV https://mstvbd.com 32 32 ঝিনাইদহে কুকুরের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি https://mstvbd.com/?p=7503 https://mstvbd.com/?p=7503#respond Thu, 27 Oct 2022 02:10:54 +0000 https://mstvbd.com/?p=7503 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহ শহরের আদর্শপাড়া নামক এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি কুকুরের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুকুরটির মালিক। সেই সঙ্গে সন্ধানদাতাকে ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে থানায় কুকুরটির মালিক সালাউদ্দিন গাউস (৪৫) নামক এক ব্যক্তি সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে কুকুরটির সন্ধান পেতে কাজ করছে থানা পুলিশ।

জানা গেছে, শহরের আদর্শপাড়া এলাকায় প্রায় একবছর আগে এইড কমপ্লেক্স থেকে একটি বিদেশি কুকুর সংগ্রহ করে পালন শুরু করেন গাউস। কুকুরটির নাম রাখেন কুকি। মঙ্গলবার সকালে বাড়ির গেটের ভেতরে গিয়ে অচেনা দুই ব্যক্তি কুকুরটি চুরি করে নিয়ে যান। খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে অবেশেষে থানায় জিডি করেন কুকুরের মালিক।

সালাউদ্দিন গাউস বলেন, আমার হারিয়ে যাওয়া কুকুরটির বয়স একবছর। ওজন প্রায় ১২ কেজির উপরে। অনেক খোঁজাখুঁজি করেও কুকুরটি পাওয়া যায়নি, তাই সন্ধান পেতে থানায় জিডি করেছি। সন্ধানদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, যেকোনো পোষাপ্রাণি হারিয়ে গেলে আইন অনুযায়ী থানায় অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে। শহরের আদর্শপাড়া এলাকায় এক যুবকের একটি কুকুর চুরি হওয়ায় তিনি আইন অনুযায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7503 0