কৃষক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 17 Nov 2022 15:33:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কৃষক – MS TV https://mstvbd.com 32 32 আর্জেন্টিনার জার্সি গায়ে ধান কাটলেন কৃষিশ্রমিকরা https://mstvbd.com/?p=7594 https://mstvbd.com/?p=7594#respond Thu, 17 Nov 2022 15:33:53 +0000 https://mstvbd.com/?p=7594 ...বিস্তারিত পড়ুন]]> ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পছন্দের দেশের পতাকার রঙে বাড়ি রং করা, শতফুট পতাকা টানানো, বাড়ির দেওয়ালে নানা স্লোগান লেখার দৃশ্য চোখে পড়ে হরহামেশাই। কিন্তু এবার ব্যতিক্রমী দৃশ্য ছড়িয়ে পড়েছে ফসলের মাঠে। আর্জেন্টিনার জার্সি পরে সারিবদ্ধভাবে ধান কাটায় মেতে উঠলেন মৌসুমি কৃষিশ্রমিকরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ্র্ববর্তী এলাকার একটি ধানক্ষেতে ২২ জন কৃষিশ্রমিক আর্জেন্টিনার জার্সি পরে ধান কাটেন। এই দৃশ্য নজর কেড়েছে পথচারী ও এলাকাবাসীর।

ফুটবলপ্রেমী এই কৃষিশ্রমিকদের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়। একসঙ্গে ময়মনসিংহে ধান কাটতে এসেছেন। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মজুরির টাকায় অর্ডার দিয়ে কিনেছেন আর্জেন্টিনা দলের জার্সি। পরে গায়ে পরে মাঠে নেমে কাটছেন সোনালি ধান।

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাসিন্দা মাহফুজ মিয়া। ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত বনে যান।

একাধিক কৃষক জানান, আর্জেন্টিনা দলের মেসি খুব ভালো মানুষ। আমরা সবাই তাকে পছন্দ করি। ভালোবাসি বলেই তার দলের জার্সি কিনে গায়ে দিয়ে ধান কাটছি। এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে।

নেত্রকোনার মোহনগঞ্জের কৃষিশ্রমিক আনোয়ার হোসেন বলেন, আমরা ২২ জন ময়মনসিংহে ধান কাটতে এসেছি। আমরা সবাই আর্জেন্টিনাকে সমর্থন করি। এবারের বিশ্বকাপ আমরা মেসির হাতে দেখতে চাই।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7594 0
নেত্রকোনায় মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা https://mstvbd.com/?p=6917 https://mstvbd.com/?p=6917#respond Fri, 27 May 2022 07:27:01 +0000 https://mstvbd.com/?p=6917 ...বিস্তারিত পড়ুন]]> মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এরশাদ মিয়া (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ মিয়া হাতিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এরশাদ মিয়ার সঙ্গে একই গ্রামের সবুজ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আট মাস আগে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুপক্ষের লোকজনের মধ্যেই নিয়মিত মামলা চলমান রয়েছে।

নেত্রকোনা আদালতে মামলার হাজিরা দিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন কৃষক এরশাদ মিয়া। খবর পেয়ে সবুজ মিয়ার লোকজন এরশাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করেন। স্থানীয় এরশাদকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ূন কবীর জাগো নিউজকে বলেন, ‘হাসপাতালে আসার আগেই এরশাদ মিয়ার মৃত্যু হয়েছে।’

নিহতের ভাই শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সবুজ মিয়ার লোকজন উচ্ছৃঙ্খল হওয়ায় মামলার হাজিরা দিয়ে লুকিয়ে রাতে বাড়ি যাচ্ছিলেন ভাই। পথে তারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল এমএস টিভিকে বলেন, এরশাদ নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6917 0
মেহেরপুরে খাসজমি নিয়ে বিরোধ,প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে কৃষক নিহত https://mstvbd.com/?p=6458 https://mstvbd.com/?p=6458#respond Fri, 18 Feb 2022 09:56:56 +0000 https://mstvbd.com/?p=6458 ...বিস্তারিত পড়ুন]]> মেহেরপুরের গাংনীতে খাসজমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাদেক আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হোগলবাড়িয়া গ্রামের মাঠ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের আফিল উদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, ১৫ বিঘা খাস জমি নিয়ে হোগল বাড়িয়া গ্রামের সাদেক আলী ও খাইরুল ইসলামের বিরোধ চলছিল একযুগ ধরে। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলমান। গত বুধবার ওই জমিতে সাদেক আলী ধানের চারা রোপণ করেন। বৃহস্পতিবার প্রতিপক্ষ খাইরুল ইসলাম ওই জমিতে রোপণ করা চারা বিনষ্ট করেন।

শুক্রবার সকালে আবারও ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান সাদেক আলী। এ সময় খাইরুল ও তার লোকজন দেশীয় অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই সাদেক আলী মারা যান। আহত হন তার সহযোগীসহ আরও ১০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি ধারালো হাসুয়া, একটি হাতুড়ি, দুটি বল্লম ও আটটি বাঁশের লাঠি জব্দ করে। পুলিশ সুপার রাফিউল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6458 0