কোকো – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 28 Jan 2023 12:59:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কোকো – MS TV https://mstvbd.com 32 32 পলাতক অবস্থায় মাদকাসক্ত হয়ে কোকো মারা যান: আইনমন্ত্রী https://mstvbd.com/?p=7819 https://mstvbd.com/?p=7819#respond Sat, 28 Jan 2023 12:59:14 +0000 https://mstvbd.com/?p=7819 ...বিস্তারিত পড়ুন]]> বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো পলাতক অবস্থায় মাদকাসক্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, বিএনপির সেক্রেটারি জেনারেল বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোকে নাকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে জান দিতে হয়েছে। আদালতে তাদেরই বানানো সেনাপ্রধান মঈন ইউ আহমেদের দাখিল করা মামলায় রায়ে তার (আরাফাত রহমান কোকো) সাত বছরের জেল হয়। মালয়েশিয়ায় পালায়। তাদেরই কথা, আমার কথা না; মাদকে আসক্ত হয়ে পড়েন। মাদকে আসক্ত হয়ে তিনি মারা গেছেন। এ সত্য কথাটাও তারা মানতে রাজি না, মিথ্যা কথা বলা তাদের সবচেয়ে বড় স্বভাব।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেলার মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি যথাসময়ে নির্বাচন কমিশন জানাবে। এসময় নৌকার পক্ষে ভোট চান তিনি।

বর্তমান সরকারের ফিরিস্তি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘সেই মহিলা (খালেদা জিয়া) বলেছিলেন, পদ্মা সেতুতে গাড়ি চলতে পারবে না, উঠলে ভেঙে পড়েবে। অথচ তারা এটির ওপর দিয়ে যাচ্ছেন, সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। তাদের লজ্জাও করে না।’

মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া জীবন,কসবা পৌরমেয়র এমজে হাক্কানী,ভাইস চেয়ারম্যান মনির হোসেন,জেলা পরিষদ সদস্য এম এ আজিজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুমানুল ফেরদৌসী রুমা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7819 0