কোটা সংস্কার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 02 Aug 2024 16:11:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png কোটা সংস্কার – MS TV https://mstvbd.com 32 32 খুলনায় সংঘর্ষে নিহত ১ পুলিশ, আহত ২৫ পুলিশ সদস্য https://mstvbd.com/?p=8443 https://mstvbd.com/?p=8443#respond Fri, 02 Aug 2024 16:11:29 +0000 https://mstvbd.com/?p=8443 ...বিস্তারিত পড়ুন]]> খুলনায় ছাত্র-জনতার গণমিছিল চলাকালে সংঘর্ষে মো. সুমন নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে বলে জানা গেছে । আহত হয়েছেন আরও ২৫ পুলিশ সদস্য।

শুক্রবার (২ আগস্ট) রাতে খুলনার পুলিশ কমিশনার মোজাম্মেল হক পুলিশ নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় নগরীর গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পরিণত হয় রণক্ষেত্রে।

বিকেল ৪টার দিকে পুলিশ কিছুটা পিছু হটে। কিছু পুলিশ জিরো পয়েন্ট এলাকায় এবং কিছু পুলিশ গল্লামারী মোড়ে অবস্থান নেন। কয়েক দফা শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ কিছুটা পেছনে সরে আসতে বাধ্য হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে সন্ধ্যা ৬টায় গল্লামারী মোড়ে আরেক দফা সংঘর্ষ হয়। এসময় পুলিশ মুহুর্মুহু টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সাড়ে ৬টার দিকে পুলিশ পিছু হটলে পরিস্থিতি শান্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষের পর সিরাজুল ইসলাম, আবির, নীরব, নাবিল, মিজান, সৌরভ, আবদুল্লাহ, রায়েব সুলতানা রাইবা এবং রুবিনা ইয়াসমিন নামের আন্দোলনকারীদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে রাবার বুলেট ও শটগানের ছররা গুলি লেগেছে।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা থানার গেটে কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিল। এতে কেউ আহত হনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করা কথা ছিল। কিন্তু তারা পুলিশের ওপর হামলা করেছেন। এতে বহু পুলিশ আহত হয়েছেন।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আল শাহরিয়ার দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশ অহেতুক টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এতে অনেকে আহত হয়েছেন। গুলিবিদ্ধ কয়েকজনকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সঠিক সংখ্যা পরে জানানো হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8443 0
শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা https://mstvbd.com/?p=8437 https://mstvbd.com/?p=8437#respond Fri, 02 Aug 2024 11:57:52 +0000 https://mstvbd.com/?p=8437 এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেন শিক্ষার্থীরা৷ দুই ঘণ্টার বেশি সময় ধরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

বিকেল ৫টার দিকে আবারও সায়েন্সল্যাব মোড়ের দিকে চলে যান শিক্ষার্থীরা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8437 0
রাজধানীর সায়েন্সল্যাব ছেড়ে শাহবাগের দিকে গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা https://mstvbd.com/?p=8431 https://mstvbd.com/?p=8431#respond Fri, 02 Aug 2024 11:20:49 +0000 https://mstvbd.com/?p=8431 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ শেষ করে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের।

 

শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪ টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে শাহবাগ মোড়ের দিকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

 

এসময় শিক্ষার্থীরা ‘ আমার ভাই কবরে, পুলিশ কেন বাহিরে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8431 0