ক্রীড়া প্রতিমন্ত্রী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 25 Feb 2022 22:56:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ক্রীড়া প্রতিমন্ত্রী – MS TV https://mstvbd.com 32 32 এ বিজয় ক্রিকেট দলকে আরো শক্তিশালী করবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী https://mstvbd.com/?p=6510 https://mstvbd.com/?p=6510#respond Fri, 25 Feb 2022 22:56:18 +0000 https://mstvbd.com/?p=6510 ...বিস্তারিত পড়ুন]]> আফগানিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ জিতেছে বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮৮ রানে হারিয়েছে আফগানদের। ক্রিকেটারদের অসাধারণ এই নৈপুণ্যে তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি।

ক্রীড়া প্রতিমন্তী এক বার্তায় এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমি আশা করি সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, অসাধারণ নৈপুণ্যে সিরিজ জিতেছে টাইগাররা। এই বিজয় বাংলাদেশ ক্রিকেট দলকে আরো শক্তিশালী করবে। আশা করছি, সফরকারীদের বিপক্ষে বাকী ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

উল্লেখ্য যে, বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ৮৮ রানে হারিয়েছে আফগানিস্তানকে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6510 0