গঙ্গাচড়া – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 20 Feb 2022 10:01:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png গঙ্গাচড়া – MS TV https://mstvbd.com 32 32 গঙ্গাচড়ায় নিখোঁজের ৫ দিন পর পরিত্যক্ত ভবনে মিললো নারীর মরদেহ https://mstvbd.com/?p=6476 https://mstvbd.com/?p=6476#respond Sun, 20 Feb 2022 10:01:43 +0000 https://mstvbd.com/?p=6476 ...বিস্তারিত পড়ুন]]> ব্যাংক থেকে ডিপিএসের টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজের পাঁচদিন পর রাহেলা বেগম (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রাহেলা রংপুর নগরীর ৬নং ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী এবং কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে রাহেলা ওই আবাসনে থাকতেন। তার একমাত্র ছেলে রায়হান ঢাকায় চাকরি করেন আর স্থানীয় একটি জুট মিলে চাকরি করতেন রাহেলা। তিনি পূবালী ব্যাংক জাহাজ কোম্পানি মোড় শাখায় একটি ডিপিএস খোলেন। সেখানে প্রতি মাসে টাকা জমা রাখতেন।

জমি কেনার কথা বলে ১৬ ফেব্রুয়ারি ব্যাংকের সব টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হয়ে আসেন রাহেলা। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। এ ঘটনায় রাহেলার বড় ভাই ১৯ ফেব্রুয়ারি গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার মাথা থেঁতলানো ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। আশা করছি খুব দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6476 0