গরুর ব্যাবসা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 12 Jun 2023 10:10:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png গরুর ব্যাবসা – MS TV https://mstvbd.com 32 32 প্রতিটি গরু থেকে চাঁদা নিচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান: আজমল https://mstvbd.com/?p=8127 https://mstvbd.com/?p=8127#respond Mon, 12 Jun 2023 10:10:35 +0000 https://mstvbd.com/?p=8127 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তের ওপার থেকে আসা প্রতিটি অবৈধ গরু থেকে ৫শ থেকে ১ হাজার টাকা চাঁদা নেওয়ার কথা জানা গেছে বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেনের বিরুদ্ধে।

রোববার (১১ জুন) দুপুরে ঐতিহ্যবাহী নয়নপুর গরুর বাজারের ইজারাদার ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুন্নবী আজমলের বরাত দিয়ে এ বিষয়টি জানা গেছে।

এ সময় নুরুন্নবী আজমল জানান, সীমান্তের ওপার থেকে অবৈধ পথে আসা প্রতিটি বড় গরু থেকে ১ হাজার ও ছোট গরু থেকে ৫শ টাকা চাঁদা আদায় করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন। তার নির্দেশে ৩ যুবক প্রতিনিয়ত এ চাঁদাবাজি করছে।

আজমল আরও জানান, স্থানীয় খামারিদের উৎপাদিত গরু নয়নপুর বাজারে নিয়ে আসার সময় ভারতীয় গরু মনে করে চেয়ারম্যানের লোকজন প্রতিনিয়ত চাঁদা আদায় করছে, ফলে অনেক খামারীরা চাঁদা দেয়ার ভয়ে বাজারে গরু আনা থেকে বিরত থাকছে। বর্তমানে এ কারণে নয়নপুর বাজারে খুব কম সংখ্যক গরু আসছে, আর গরু আসা কমে যাওয়ায় নয়নপুর গরু বাজারের ইজারাদারা লোকসানে পড়তে হচ্ছে জানিয়েছেন এ বিস্ফোরক মন্তব্য করেছেন স্থানীয় আওয়ামী লীগের এ নেতা ।

এদিকে নুরুন্নবী আজমলের এ বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন চাঁদাবাজির কথা অস্বীকার করে জানান, নয়নপুর গরুর বাজারে আজমল ও তার অনুসারীরা প্রতিনিয়ত চাঁদাবাজি করত, এখন আমার কারনে তারা আর পূর্বের ন্যায় চাঁদাবাজি করতে না পেরে আমার বিরুদ্ধে আবোল তাবোল বকছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8127 0