গরুর মাংস – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 23 Aug 2023 11:52:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png গরুর মাংস – MS TV https://mstvbd.com 32 32 কুড়িগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ৭ দিনের কারাদণ্ড https://mstvbd.com/?p=8197 https://mstvbd.com/?p=8197#respond Wed, 23 Aug 2023 11:52:16 +0000 https://mstvbd.com/?p=8197 ...বিস্তারিত পড়ুন]]> কুড়িগ্রামের রৌমারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে মো. সাদ্দাম হোসেন (৩৮) নামে এক মাংস বিক্রেতাকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সায়দাবাদ বাজারে ওই মাংস বিক্রেতাকে আটক করে প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন যাদুর চর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা মো. আমানুর রহমান বলেন, সকালে মাংস কিনতে এসে দেখি গরুর মাংসের রঙ একেবারে পরিবর্তন হয়ে হলুদ হয়ে গেছে। সেইসঙ্গে ওষুধের দুর্গন্ধ বের হয়েছে। এমন অবস্থায় প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসন এসে পরীক্ষার-নীরিক্ষা করে জাহাঙ্গীর কসাইকে জেল দেয়।

 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরা হয়।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতে ভেটেরিনারি সার্জন এবং সেনেটারি ইন্সপেক্টর কর্তৃক ওই মাংস পরীক্ষা করালে তারা প্রত্যয়ন দেন যে, ওই মাংস খাওয়ার উপযুক্ত নয়। পরে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন-অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে সাদ্দাম হোসেনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8197 0