গাঁজা উদ্ধার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 13 May 2024 17:47:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png গাঁজা উদ্ধার – MS TV https://mstvbd.com 32 32 কসবা ১০ কেজি গাঁজাসহ আটক ১ https://mstvbd.com/?p=8415 https://mstvbd.com/?p=8415#respond Mon, 13 May 2024 17:42:50 +0000 https://mstvbd.com/?p=8415 ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক চোরাচালানকারীকে আটক করা হয়েছে ।

সোমবার (১৩ মে) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ওই চোরাচালানকারীকে আটক করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ এমএস টিভিকে জানান, মাদক দমন ও নিয়ন্ত্রণ কসবা থানা পুলিশ বদ্ধপরিকর, আটকৃত ওই মাদক চোরাকারবারির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হওয়া চলমান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8415 0
কসবায় বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার https://mstvbd.com/?p=7135 https://mstvbd.com/?p=7135#respond Sat, 23 Jul 2022 08:27:50 +0000 https://mstvbd.com/?p=7135 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

গেল শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে মঈনপুর বিওপি ক্যাম্পের সদস্যরা এ মাদক উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ান ৬০ বিজিবি অধিনায় লেফটেন কর্নেল মোঃ আশিক হাসান উল্লাহ বলেন, কসবা উপজেলার কামালপুর পূর্বপাড়া এলাকার রিজিক মিয়ার ছেলে হিমল মিয়া (২৩) ,ও আবু সিদ্দিক মিয়ার ছেলে আইফুল ইসলামের (২৭) ঘরে মাদক পাচারের উদ্দেশ্যে প্যাকেট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা, এ সময় হিমল মিয়ার ঘর থেকে ৩৬ কেজি ও আইফুল ইসলামের ঘর থেকে ৬ কেজি, সর্বমোট ৪২ কেজি গাজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বিজিপির সদস্যদের উপস্থিতি টের পেয়ে হিমল মিয়া ও আইফুল ইসলাম পালিয়ে যায়, তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7135 0
কসবায় ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার https://mstvbd.com/?p=6728 https://mstvbd.com/?p=6728#respond Mon, 11 Apr 2022 08:18:40 +0000 https://mstvbd.com/?p=6728 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৯ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া টু অনন্তপুর পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে।

আটককৃত জাহাঙ্গীর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বড় ঠুটা গ্রামের মৃত আবুল হোসেন ওরফে লেসন মিয়ার ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভূঁঞা পিপিএম-সেবা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় মাদক দমন নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে,ঐ মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6728 0