গ্ৰেফতার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 26 Feb 2023 10:50:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png গ্ৰেফতার – MS TV https://mstvbd.com 32 32 কসবায় ফের ৯০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ https://mstvbd.com/?p=7895 https://mstvbd.com/?p=7895#respond Sun, 26 Feb 2023 10:50:48 +0000 https://mstvbd.com/?p=7895 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের ৯০ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ,এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌর এলাকার মরা পুকুরপাড় পাকা রাস্তা দিয়ে সিএনজি বোঝাই করে গাঁজা পাচার কালে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ওই সিএনজিতে তল্লাশি করে ৯০ কেজি গাঁজাসহ ওই মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেন।

আটককৃত ওই মাদক চোরাকারবারী হলেন,কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের মৃত রহিজ মিয়ার ছেলে ইমাম হোসেন উরফে ইমন মিয়া।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে জানান, আটকৃত ওই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য উদঘাটন করা হয়েছে, যার সূত্র ধরে এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে,এ সময় তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলার রুজু করে জেল হবে প্রেরণ করা হয়েছে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7895 0
বিচারকের সই-সিল জালিয়াতি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার https://mstvbd.com/?p=7670 https://mstvbd.com/?p=7670#respond Mon, 12 Dec 2022 16:44:48 +0000 https://mstvbd.com/?p=7670 ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সই ও সিল জালিয়াতির মামলায় সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১২ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ইশতিয়াক আহমেদ সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের কাগজপত্র জালিয়াতির অভিযোগে এক আইনজীবী আদালতে মামলা করেন। ওই মামলায় সকালে নিজ বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7670 0
কসবায় র়্যাবের উপর হামলা চালানো যুবক পুলিশের হাতে ধরা https://mstvbd.com/?p=7618 https://mstvbd.com/?p=7618#respond Mon, 05 Dec 2022 09:05:42 +0000 https://mstvbd.com/?p=7618 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে র়্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের উপর হামলা চালানোর অভিযোগে একরাম হোসেন জনি (২৩) ওরফে বাবু নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

গেল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার জাজিসার গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, গেল মাসের ৩ নভেম্বর ভোরে উপজেলার শিমরাইল এলাকা থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করে র়্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের একটি টহল দল,সে সময় মাদক চোরাকারবারীরা হামলা চালিয়ে ওই সব মাদক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, এ সময় র়্যাব বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়,ওই সময় ২ র়্যাব সদস্য তাদের হামলায় গুরুতর আহত হয়,এরপর নিজেদের আত্মরক্ষায় ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন র়্যাব,এ ঘটনায় সম্পৃক্ত বেশ কয়েকজন মাদক চোরাকারবারীদের আসামি করে ৪ নভেম্বর সকালে কসবা থানায় আহত র়্যাব- সদস্য নায়েক সুবেদার জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। যার বরাতে তাকে গ্ৰেফতার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7618 0
অবশেষে স্বঘোষিত কবি রোদ্দুর রায় গ্রেফতার https://mstvbd.com/?p=6979 https://mstvbd.com/?p=6979#respond Tue, 07 Jun 2022 14:45:35 +0000 https://mstvbd.com/?p=6979 ...বিস্তারিত পড়ুন]]> পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে ‘স্বঘোষিত কবি’ রোদ্দুর রায়কে। মঙ্গলবার (৭ জুন) গোয়া থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

সম্প্রতি মমতা ব্যানার্জী সাহিত্যে বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পর তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন রোদ্দুর রায়। সেই সময় তার নামে থানায় মামলা করেন তৃণমূল সমর্থকরা। সেই রেশ কাটতে না কাটতেই কিছুদিন আগে ফের ফেসবুক লাইভে মমতাকে গালিগালাজ করেন রোদ্দুর রায়। এরপরই গত ৩ জুন তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় অভিযোগ করেন।

এর আগে গত ১২ মে নিজেদের তৃণমূলের কর্মী দাবি করে রোদ্দুর রায়ের নামে থানায় অভিযোগ করেছিলেন দুই ব্যক্তি। রোদ্দুর রায়ের নামে পাটুলি থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল।

পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অরিত্র সাহা, সাইবার সেলে অভিযোগ করেন বিজয় বন্দ্যোপাধ্যায়। দুজনেরই দাবি, পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে। এই অপরাধে রোদ্দুরের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানান তারা। জামিন অযোগ্য ধারায় একাধিকবার এফআইআর দায়েরের পর অবশেষে গ্রেফতার হলেন রোদ্দুর রায়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6979 0
রাজনীতিবিদকে জরিয়ে অপমানজনক পোস্ট ফেসবুকে : অভিনেত্রী গ্রেফতার https://mstvbd.com/?p=6862 https://mstvbd.com/?p=6862#respond Sun, 15 May 2022 08:25:12 +0000 https://mstvbd.com/?p=6862 ...বিস্তারিত পড়ুন]]> ভারতের মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল। তিনি মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিবিদ শারদ পাওয়ারকে নিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে অপমানজনক পোস্ট করে। তাই অভিনেত্রী কেতকী চিতাল গ্রেফতার হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে জানা যায়, নাভি মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী কেতকী চিতালকে। তিনি সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্টের জন্য পরিচিত। ২০২০ সালের মার্চ মাসে তিনি মুসলিম, পার্সি, জৈন, খ্রিস্টান ও বৌদ্ধদের সম্পর্কে মন্তব্য করে একটি পোস্ট করেছিলেন।

এনসিপি নেতা ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, ‘অভিনেত্রীর মানসিক অসুস্থতার জন্য একটি ভালো হাসপাতালে তার ভালো চিকিৎসা দরকার। মহারাষ্ট্র একটি সংস্কৃতিবান রাজ্য। একজনের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে তবে তাদের সমালোচনায় এতটা নিচু হওয়া উচিত নয়। মহারাষ্ট্রে এমন ঐতিহ্য নেই।’

বিজেপি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন। তিনি বলেন, ‘এনসিপি প্রধানের মতো একজন সিনিয়র নেতার জন্য মন্তব্যটি অযৌক্তিক ও অত্যন্ত অবমাননাকর। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

তবে ফেসবুকের পোস্টটি কেতকী চিতাল নিজে লেখেননি। মারাঠি ভাষায় লেখা সেই পোস্ট অন্য একজনের লেখা। সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর এ কারণেই বিতর্কে জড়িয়েছেন তিনি।

কেতকী চিতালের পোস্টে কারও নাম সরাসরি ব্যবহার করেননি। তবে ‘পাওয়ার’ পদবি ও নেতার বয়স ৮০ বলে উল্লেখ করা হয়। যা দেখেই নেতাদের ধারণা, পোস্টটিতে শারদ পাওয়ারকেই কটাক্ষ করা হয়েছে। যদিও শারদ পাওয়ারের বয়স ৮১ বছর। যে পোস্টে কয়েকটি জায়গায় লেখা ছিল, ‘নরক আপনার অপেক্ষায়’। ‘আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন’-এর মতো আপত্তিকর লাইনও ছিল সেখানে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6862 0
ঝালকাঠি লঞ্চে অগ্নিকাণ্ড: এক মালিক গ্রেফতার https://mstvbd.com/?p=5989 https://mstvbd.com/?p=5989#respond Mon, 27 Dec 2021 07:18:01 +0000 https://mstvbd.com/?p=5989 ...বিস্তারিত পড়ুন]]> ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার অভিযান নামের লঞ্চের মালিকদের একজন হামজালাল শেখকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। অগ্নিকাণ্ডের পর থেকে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি।

সোমবার (২৭ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গেল রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন বলেন, রোববার দুপুরে নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান এই মামলা করেন।

গেল ২৩ ডিসেম্বর দিনগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকেই।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5989 0