চট্টগ্রাম – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 06 Jan 2024 22:51:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png চট্টগ্রাম – MS TV https://mstvbd.com 32 32 নিরাপত্তার শঙ্কায় রোববার চট্টগ্রাম থেকে ৬ ট্রেনের যাত্রা বাতিল https://mstvbd.com/?p=8380 https://mstvbd.com/?p=8380#respond Sat, 06 Jan 2024 22:51:56 +0000 https://mstvbd.com/?p=8380 আজ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তরে নিরাপত্তার আশঙ্কায় আজ রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম থেকে বন্ধ করে দেওয়া হয়েছে চারটি আন্তনগরসহ ছয়টি ট্রেনের যাত্রা।

 

 

 

 

রোববার (৭ জানুয়ারি ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান।

 

 

মনিরুজ্জামান বলেন, নিরাপত্তাঝুঁকির কারণে রোববার আন্তনগর ট্রেনের মধ্যে বিজয় এক্সপ্রেস, কর্ণফুলী কমিউটার, নাসিরাবাদ, সাগরিকা কমিউটারের যাত্রা বাতি করা হয়েছে। পাশাপাশি নাজিরহাট লোকাল এবং বিশ্ববিদ্যালয় শাটলও বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য ট্রেনগুলো সিডিউল অনুযায়ী চলাচল করছে। শনিবার আন্তনগর ট্রেনগুলো স্বাভাবিকভাবে ছেড়েছে বলে জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8380 0
চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বহনকারী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা https://mstvbd.com/?p=8361 https://mstvbd.com/?p=8361#respond Sat, 06 Jan 2024 17:18:23 +0000 https://mstvbd.com/?p=8361 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আগুনে পোড়া বাসটি সরকারিভাবে রিকুইজিশন করা। বাসটি কিক ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রের সরঞ্জামসহ নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে যায়।

 

পুলিশ বলছে দুর্বুত্তরা বাসটিতে আগুন দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এদিকে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, মোহরা কিক ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রের জন্য রিকুইজিশন ছিল বাসটি। এটি নির্বাচনী কাজে ওই ভোটকেন্দ্রে যায়। বাসটি দাঁড়ানো অবস্থায় কেউ আগুন দিতে পারে। আগুন লাগার খবরে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নির্বাপণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, বাসটি নির্বাচনী কাজে ভোটকেন্দ্রে গিয়েছিল। কেউ বাসটিতে আগুন দেয়। পুলিশ এ নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8361 0
১০ ডিসেম্বর বিএনপির খুব প্রিয় তারিখ বলে মন্তব্য প্রধানমন্ত্রীর https://mstvbd.com/?p=7610 https://mstvbd.com/?p=7610#respond Sun, 04 Dec 2022 12:25:12 +0000 https://mstvbd.com/?p=7610 ...বিস্তারিত পড়ুন]]> ১০ ডিসেম্বর বিএনপির খুব প্রিয় তারিখ, এজন্যই তারা ওইদিন ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১০ ডিসেম্বর নাকি তারা ঢাকা অচল করে দেবে। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে এ দেশে বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। পরে তাদের হত্যা করা হয়। অর্থাৎ এই দিনে বুদ্ধিজীবী হত্যার মিশন শুরু হয়। এ কারণেই এই তারিখ বিএনপির এত প্রিয়।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলেই জনগণ তাকে মেনে নেয়নি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। ওরা ভোট চুরি করেই ক্ষমতায় আসতে চায়। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিজয়ের মাসে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ২৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বিজয়ের মাসে এগুলো চট্টগ্রামবাসীর জন্য আমার উপহার।

এসময় চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা কষ্ট করে রিজার্ভ বাড়ালাম। দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসি তখন রিজার্ভ মাত্র পাঁচ বিলিয়ন ডলার। আমরা রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গেছিলাম। আমরা বাংলাদেশে বিনামূল্যে টিকা দিয়েছি। রিজার্ভের টাকা মানুষকে দিয়েছি, ওষুধ কিনেছি, ভ্যাকসিন কিনেছি। দেশের মানুষকে বাঁচাতে হবে। করোনা পরীক্ষা বিনামূল্যে করিয়েছি। জনগণের কথাই আমরা ভাবি, তাদের কল্যাণেই কাজ করি।

সরকারপ্রধান বলেন, ৩৫ লাখ মানুষকে বিনা পয়সায় ঘর করে দিয়োছি, একটি মানুষও ঘরহীন থাকবে না। ওরা মানুষকে কিছু দিয়েছে? কয়েকদিন আগে সারাদেশে ১০০টি সেতু, পাবর্ত্য চট্টগ্রামে স্কুল কলেজ, রাস্তাঘাট, বাজার করে দিয়েছি। পাবর্ত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়নে আমরা কাজ করেছি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7610 0
চট্টগ্রামে পঙ্গুত্বের আড়ালে ইয়াবা পাচার, যুবক আটক https://mstvbd.com/?p=7548 https://mstvbd.com/?p=7548#respond Tue, 08 Nov 2022 06:47:36 +0000 https://mstvbd.com/?p=7548 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামে পঙ্গুত্বের আড়ালে ইয়াবা পাচারের সময় নজরুল ইসলাম আরাফাত (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাদিফকিরহাট এলাকায় বাঁধন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আরাফাত নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে অভিযান চালিয়ে নজরুল ইসলাম আরাফাত নামে এক প্রতিবন্ধীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ১৪০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, ইয়াবাগুলো চট্টগ্রামের পাহাড়তলি থেকে নিয়ে মিরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক ব্যবসায়ী এমরান হোসেনের কাছে যাচ্ছিল। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7548 0
৩০ লাখ টাকার নতুন মাদকসহ চট্টগ্রামে আটক ২ https://mstvbd.com/?p=7335 https://mstvbd.com/?p=7335#respond Fri, 16 Sep 2022 06:59:53 +0000 https://mstvbd.com/?p=7335 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের মহানগরীর হালিশহর এলাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (নতুন মাদক) দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পশ্চিম বিভাগ।

গ্রেফতাররা হলেন, মো.দিদারুল আলম (৩০) ও মো.আব্দুল্লাহ আল নোমান ওরফে রানা (৩০)।

সিএমপির উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন এমএস টিভিকে বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7335 0
চট্টগ্রামে দোকানে কর্মচারী বেশে চুরি, অবশেষে পুলিশের জালে ধরা https://mstvbd.com/?p=7122 https://mstvbd.com/?p=7122#respond Mon, 18 Jul 2022 21:48:03 +0000 https://mstvbd.com/?p=7122 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের পটিয়ায় একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান থেকে বিপুল পরিমাণ চোরাই ক্যাবল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শান্ত চক্রবর্তী (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক শান্ত দোকানে কর্মচারী বেশে চুরি করতো।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌর সদরের ক্লাব রোডের মল্লিক ট্রেডার্সে অভিযান চালিয়ে আর আর ক্যাবল ব্র্যান্ডের ১০টি বৈদ্যুতিক তারের কয়েল উদ্ধার করা হয়।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং উপ-পরিদর্শক মনোয়ার হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালায়।

এর আগে, গত শনিবার (১৬ জুলাই) দুপুরে একই দোকানে অভিযান চালিয়ে একই ব্র্যান্ডের ১৩টি তারের কয়েল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পটিয়া পৌর সদরের বাস স্টেশন এলাকার আয়েশা ইলেকট্রনিকসে চাকরি করতেন শান্ত চক্রবর্তী। গত তিন মাস আগে থেকে তার কথাবার্তা আর চলাফেরা সন্দেহজনক হওয়ায় দোকানের মালিক বোরহান গত শুক্রবার দোকানের সিসিটিভি ফুটেজ দেখেন।

ফুটেজে তিনি দেখতে পান, শান্ত কৌশলে দামি ক্যাবল চুরি করে নিয়ে যাচ্ছে। ওই সময় শান্ত বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যায়। ওই দিন বিকেলে তার এক নিকট আত্মীয়ের মাধ্যমে কৌশলে শান্তকে ডেকে আনেন মালিক। এরপর শনিবার সকালে তাকে পুলিশে সোপর্দ করেন তিনি। সেদিন শান্তকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।

এরপর গত শনিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকারের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শান্ত।

জবানবন্দিতে আয়েশা ইলেকট্রনিকসের দোকান থেকে গত তিন মাস ধরে ক্যাবল চুরির কথা স্বীকার করে শান্ত। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, শান্ত বিগত চার মাস ধরে ওই দোকানে চাকরি করছে। সে সুবাধে মল্লিক ট্রেডাসের মালিক কৃষ্ণ মল্লিকের সঙ্গে যোগসাজশে দফায় দফায় মূল্যবান মালামাল চুরি করেছে সে।

তিনি আরও জানান, সোমবার রাতে আমরা আবারও মল্লিক ট্রেডার্স নামের একটি ইলেকট্রনিকসের দোকানে অভিযান চালিয়ে ১০টি তারের কয়েল উদ্ধার করি। এ ঘটনার পর ঐ দোকানের মালিক পালিয়ে গেছে। জব্দ করা মালামালের বাজার মূল্য ৮০ হাজার টাকা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7122 0
চট্টগ্রামে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫ https://mstvbd.com/?p=7110 https://mstvbd.com/?p=7110#respond Sat, 09 Jul 2022 03:04:50 +0000 https://mstvbd.com/?p=7110 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, বৃদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর, পূর্ব হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে পৃথক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল থেকে শুক্রবার (৮ জুলাই) বিকেল পর্যন্ত আহত ৩৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

কুকুরের কামড়ে আহতরা হলেন- বারইয়ারহাট পৌরসভার ইসলামপুর এলাকার খানসাবের মেয়ে রাজিয়া সুলতানা (১৩), পূর্ব হিঙ্গুলীর খোকনের পুত্র রেজাউল (১১), হান্নানের মেয়ে মারুফা আক্তার (৩), মাইমুনা খাতুন (৭), রুবেলের মেয়ে প্রমি (৯), দক্ষিণ অলিনগর গ্রামের মো. ইউসুফের মেয়ে লামিয়া (৯), ইসলামপুরের জামশেদ আলমের পুত্র মো. আরিয়ান (৩), নজরুল ইসলামের পুত্র মঞ্জুর মোর্শেদ (২০), মো. শহীদের পুত্র সায়মন (১৮), পূর্ব হিঙ্গুলীর ছেরাজুল হকের পুত্র আব্দুর রব (৮৪), দক্ষিণ অলিনগরের সিরাজুল হকের পুত্র আবু জাফর (৭০), ইসলামপুরের মো. রুবেলের পুত্র অভি (১৮), দক্ষিণ অলি নগরের আবুল হোসেনের পুত্র জুনায়েদ হোসেন (৮), কামরুল ইসলামের পুত্র নাহিদুল ইসলাম (৯), পূর্ব হিঙ্গুলীর বেলাল হোসেনের মেয়ে বিবি ফাতেমা (৫০), দক্ষিণ অলিনগরের মো. সাইদুলের মেয়ে বিবি খতিজা (৩২), রেজাউল করিমের মেয়ে বিবি আমেনা (১২), চৌধুরী বদিউল আলমের মেয়ে তারা মনি (৬)। তবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত আমার ইউনিয়নের ইসলামপুর, পূর্ব হিঙ্গুলী ও পার্শ্ববর্তী করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের অনেককে একটি পাগলা কুকুর কামড় দিয়েছে। কুকুরের ভয়ে পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আহত সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ইনজেকশন লিখে দেওয়া হয়েছে। সাধারণ কুকুরের কামড় কিংবা শরীরের কোনো অংশে আচড় দিলে পাঁচটি ইনজেকশন পুশ করতে হয়। কামড়ের সঙ্গে সঙ্গে একটি, পরে ক্রমান্বয়ে বাকি ইনজেকশন নিতে হয়।

তিনি আরও বলেন, কুকুরে কামড় দিলে প্রথমে ক্ষতস্থানে ২০ মিনিট ধরে ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। এরপর চিকিৎসকের শরণাপন্ন হয়ে ইনজেকশন নিতে হবে। তা নাহলে জলাতঙ্ক রোগ হওয়ার আশঙ্কা বেশি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7110 0
চট্টগ্রামে পরকীয়ার কারণে স্ত্রী হত্যা পুলিশের উপ-পরিদর্শক গ্রেফতার https://mstvbd.com/?p=6996 https://mstvbd.com/?p=6996#respond Tue, 14 Jun 2022 19:53:03 +0000 https://mstvbd.com/?p=6996 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের হালিশহরে পরকীয়ার কারণে স্ত্রী কলি হত্যা মামলার প্রধান আসামি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাবেদকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।নিহত কলি নোয়াখালীর কাদির হানিফের বাসিন্দা।

খবর নিয়ে জানা যায়, ২০১৪ সালে মিজানুর রহমান জাবেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমা আক্তার কলির। এরপর থেকে স্বামীর সঙ্গে চট্টগ্রামের হালিশহরে থাকতেন কলি। কিন্তু বিভিন্ন সময় কলিকে মারধর করতেন স্বামী জাবেদ। এরই মধ্যে জাবেদ পার্শ্ববর্তী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সব বিষয়ে নিয়ে তাকে নিষেধ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

নিহত কলির স্বজনদের অভিযোগ, চলতি বছরের ২৫ মার্চ বিকেলের কোনো একসময় ফাতেমা আক্তার কলিকে মারধর করেন। এরপর হত্যার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে কলি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানান তার স্বামী এসআই জাবেদ।

তবে, মৃত্যুর পর কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন ছিল বলেও জানান তারা।

এ ঘটনায় নিহতের বাবা আহসান উল্লাহ বাদী হয়ে সেদিন রাতেই এসআই মিজানুর রহমান জাবেদসহ ৫ জনকে আসামী করে চট্টগ্রামের হালিশহর থানায় মামলা দায়ের করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6996 0
চট্টগ্রামে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মিললো চুরির গরু https://mstvbd.com/?p=6888 https://mstvbd.com/?p=6888#respond Fri, 20 May 2022 08:59:04 +0000 https://mstvbd.com/?p=6888 ...বিস্তারিত পড়ুন]]> চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি প্রাইভেটকার। এলাকাবাসী উদ্ধারে এগিয়ে এসে দেখতে পান প্রাইভেটকারের ভেতর একটি গরু।

শুক্রবার (২০ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও গরুটি উদ্ধার করে নিয়ে যয় কুমিরা হাইওয়ে পুলিশ।

এলাকাবাসীর ধারণা, চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাওয়া হচ্ছিল গরুটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও চোরচক্র পালিয়ে যায়।

কুমিরা হইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব আলম এমএস টিভিকে জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার বড়তাকিয়া বাইপাসে রাস্তায় উল্টে যায়। প্রাইভেটকারের ভেতরে একটি গরু পাওয়া যায়। গাড়ি ও গরু পুলিশ হেফাজতে আছে। গাড়ির নম্বর দেখে গাড়ির মালিক এবং গরুর মালিকের খবর নেওয়া হচ্ছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6888 0
বাণিজ্য নগরী চট্টগ্রামের উন্নয়ন হলেই সারাদেশের উন্নয়ন: প্রধানমন্ত্রী https://mstvbd.com/?p=6577 https://mstvbd.com/?p=6577#respond Wed, 16 Mar 2022 11:33:45 +0000 https://mstvbd.com/?p=6577 ...বিস্তারিত পড়ুন]]> বাণিজ্য নগরী চট্টগ্রামের উন্নয়ন হলেই সারাদেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, চট্টগ্রাম আমাদের বাণিজ্য নগরী। দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ক্ষেত্রে চট্টগ্রামের বিরাট অবদান রয়েছে। চট্টগ্রামের সার্বিক উন্নয়ন করা আমাদের দায়িত্ব।

বুধবার (১৬ মার্চ) চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

এদিন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে চট্টগ্রাম রেডিসন ব্লু বে-ভিউতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম প্রান্তে রেডিসন ব্লু বে-ভিউতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

জানা যায়, শেখ হাসিনা পানি শোধনাগার-২ ছাড়াও পানি শোধনাগার-১ ও শেখ রাসেল পানি শোধনাগার থেকে চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে মহানগরীর গণ্ডি পেরিয়ে চট্টগ্রামের আশপাশের পৌরসভাগুলোতে পানি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পটি চার হাজার ৪৯১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়। এর মধ্যে জাইকা তিন হাজার ৬২৩ কোটি ২৮ লাখ টাকা, বাংলাদেশ সরকার ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা এবং চট্টগ্রাম ওয়াসা নিজস্ব তহবিল থেকে ২৩ কোটি ৭ লাখ টাকা অর্থায়ন করেছে। এ প্রকল্পের মাধ্যমে ওয়াসার পানি শোধনক্ষমতা বৃদ্ধি পেল দৈনিক আরও ১৪ কোটি লিটার।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6577 0