চাঁপাইনবাবগঞ্জ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 09 Dec 2021 06:52:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png চাঁপাইনবাবগঞ্জ – MS TV https://mstvbd.com 32 32 চাপাইনবাবগঞ্জে বিদ্যুতের খুঁটিতে খেলতে উঠে দুই শিশুর মৃত্যু https://mstvbd.com/?p=5709 https://mstvbd.com/?p=5709#respond Thu, 09 Dec 2021 06:52:47 +0000 https://mstvbd.com/?p=5709 ...বিস্তারিত পড়ুন]]> চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভারত-বাংলাদেশের নবনির্মিত বিদ্যুতের খুঁটি থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালরই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কালরই গ্রামের মাসুদ আলীর ছেলে সজিব (১০) ও একই গ্রামের মিঠুর মেয়ে লামিয়া (৮)।

স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে সজিব ও লামিয়া ভারত-বাংলাদেশের নবনির্মিত বিদ্যুতের খুঁটির ওপর চড়ে খেলা করছিল। এসময় সজিব আরও বেশি ওপরে উঠতে গেলে পা পিছলে লামিয়ার মাথার ওপর পড়ে। এতে দুজনই নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5709 0